
22/05/2025
ক্যানুলার টাইপঃ
১. পেরিফেরাল ইন্ট্রাভেনাস (IV) ক্যানুলা
সবচেয়ে সাধারণ টাইপ
হাতে বা হাতে শিরায় ঢুকানো হয়।
বিভিন্ন রঙ ও সাইজে পাওয়া যায় (Gauge অনুযায়ী, যেমন 14G, 16G, 18G, 20G, 22G, 24G)
ব্যবহৃত হয় IV ফ্লুইড, ওষুধ, রক্ত দেওয়ার জন্য
২. নাসাল ক্যানুলা (Nasal Cannula)
নাকের ছিদ্রে ঢুকিয়ে অক্সিজেন দেওয়ার জন্য ব্যবহৃত
হালকা ও আরামদায়ক
৩. সেন্ট্রাল ভেনাস ক্যানুলা (Central Venous Cannula)
বড় শিরায় (যেমন jugular, subclavian বা femoral vein) প্রবেশ করানো হয়
দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য
৪. আর্টেরিয়াল ক্যানুলা (Arterial Cannula)
ধমনীতে প্রবেশ করানো হয় (যেমন radial artery)
রক্তচাপ মনিটরিং বা ABG (Arterial Blood Gas) পরীক্ষার জন্য ব্যবহৃত
৫. ইন্টারোসিয়াস ক্যানুলা (Intraosseous Cannula)
হাড়ের মধ্যে ঢুকিয়ে জরুরি অবস্থায় ফ্লুইড বা ওষুধ দেওয়ার জন্য
৬. ফোলি ক্যানুলা (Foley Cannula)
এটি আসলে ইউরিনারি ক্যাথেটার, তবে অনেক সময় ভুলভাবে "ক্যানুলা" বলা হয়