Uttor Tarotia Community Clinic,Gharinda Union,Tangail.

Uttor Tarotia Community Clinic,Gharinda Union,Tangail. সরকারি অফিস

মেয়েটির বাবা এ*ক্সি*ডেন্টে দুনিয়া ছেড়ে চলে যাবার কিছুদিন পরেই তার মা তাকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যায়।মেয়েকে রেখে যায় ...
24/11/2025

মেয়েটির বাবা এ*ক্সি*ডেন্টে দুনিয়া ছেড়ে চলে যাবার কিছুদিন পরেই তার মা তাকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যায়।মেয়েকে রেখে যায় অর্থনৈতিক,মানষিক অনি*শ্চয়তার সাগরে। গত ৩ বছর সে তার মা-কেও দেখেনি আর। অথচ সে কতটা অবুঝ!তার দাদী পাশেই কা*ন্না করছিলো,আর সে জিজ্ঞেস করছিলো দাদী তুমি কা*ন্না করো কেন??দাদী কত সুন্দর বুঝিয়ে দিল "আমার মাথা ব্যাথা করতেছে তাই"।সবচেয়ে আ*ঘাত লাগলো এটা শুনে,মেয়েটি অবলীলায় বলছে তার বাবা বিদেশ গিয়েছে,আর তার মা গিয়েছে তার বাবা কে আনতে। সে অপেক্ষায় আছে তারা আসবে।আল্লাহ যেন অন্তত এমন শিশুদের পাশে থেকে একটু শান্তনা দেয়ার জন্য হলেও অনেকদিন বাচিয়ে রাখেন।আমিন।

© ওহেদুজ্জামান

আপনাদের আর কত সচেতন করবো?  শতশত পোস্ট , ভিডিও আপলোড করে গর্ভবতী নারীর যত্ন ও প্রস্তুতি সম্পর্ক আর কত ধারণা দিব?তবু্ও যদি...
24/11/2025

আপনাদের আর কত সচেতন করবো?
শতশত পোস্ট , ভিডিও আপলোড করে গর্ভবতী নারীর যত্ন ও প্রস্তুতি সম্পর্ক আর কত ধারণা দিব?
তবু্ও যদি এমন প্রতিবন্ধী শিশুর দেখা মেলে তাহলে খুব খারাপ লাগে। শিশুটি পুত্র সন্তান ছিল।

যার গর্ভে এমন শিশুর জন্ম হয় সে বুঝে যন্ত্রণা কি জিনিস।
আর এমন প্রতিবন্ধকতা নিয়ে যে বেঁচে থাকে সে বুঝে যন্ত্রণা কি জিনিস!

কিছু তথ্য সবসময় মনে রাখবেন তাহলে এই যন্ত্রণা থেকে রক্ষে পাবেন-
প্রথমত,
বিয়ের আগে ও গর্ভধারণের আগে দু’জনেরই থ্যালাসেমিয়া, রুবেলা ইমিউনিটি, ব্লাড গ্রুপ, ডায়াবেটিস–থাইরয়েড স্ক্রিনিং করানো জরুরি, কারণ এসব সমস্যা থেকে জন্মগত প্রতিবন্ধকতা হতে পারে।

দ্বিতীয়ত,
গর্ভধারণের অন্তত ৩ মাস আগে থেকে নিয়মিত ফোলিক অ্যাসিড খেলে শিশুর মস্তিষ্ক–মেরুদণ্ডের ত্রুটি কমে।

তৃতীয়ত,
গর্ভবতী অবস্থায় রক্তচাপ, ডায়াবেটিস, সংক্রমণ ঠিকমতো নিয়ন্ত্রণ ও প্রথম–মধ্য–শেষ তিন ধাপে আলট্রাসনোগ্রাফি করালে বেশিরভাগ জন্মগত সমস্যা আগেই ধরা যায়।

শেষত,
ধূমপান, অ্যালকোহল, ক্ষতিকর ওষুধ, অপুষ্টি ও ভাইরাল ইনফেকশন (যেমন রুবেলা) এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজন।

পোস্ট লিখেছেন-
মোহাম্মদ জনী
চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক।

স্ক্যাবিস সাধারণ একটি চর্মরোগ। অতীতে ছিলো, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এটা ভয়াবহ আর সর্বগ্রাসী আকার ধারণ করেছে শুধুমাত্র আমা...
01/11/2025

স্ক্যাবিস সাধারণ একটি চর্মরোগ। অতীতে ছিলো, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এটা ভয়াবহ আর সর্বগ্রাসী আকার ধারণ করেছে শুধুমাত্র আমাদের খাসলতের কারণে।

আমি যে দুই জায়গায় চেম্বার করি সেখানে অধিকাংশ রোগীই স্ক্যাবিসের। প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ এই রোগে আক্রান্ত। তাই সচেতন হওয়া এখন সময়ের দাবি। আসুন স্ক্যাবিসের আদ্যোপান্ত জেনে নেই..

♦️ স্ক্যাবিস কী?

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র সংক্রামক চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র এক ধরনের পরজীবী মাইট দ্বারা হয়। এই মাইট ত্বকের নিচে গর্ত করে ডিম পাড়ে, যার ফলে তীব্র চুলকানি হয়—বিশেষ করে রাতে।

♦️ লক্ষণ ও জটিলতা:

-চরম চুলকানি, বিশেষ করে রাতে

-ত্বকে ফুসকুড়ি, ঘা ও ইনফেকশন

-ঘর্ষণের ফলে পুঁজ জমা

-একজন আক্রান্ত হলে সহজেই পুরো পরিবারে ছড়িয়ে পড়ে

-দীর্ঘদিন থাকলে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেলুলাইটিস বা কিডনির জটিলতা হতে পারে

-শিশুদের মানসিক অস্থিরতা ও ঘুমের ব্যাঘাত

♦️ চিকিৎসাঃ

1️⃣ ডাক্তারের পরামর্শে Permethrin গ্রুপের ক্রিম

-গলা থেকে পা পর্যন্ত রাতের বেলা পুরো শরীরে মেখে সকালে ধুয়ে ফেলবেন।

-শরীরের এক ইঞ্চি অংশও বাদ দেবেন না।

-প্রয়োজনে ৭ দিন পর একই নিয়মে পুনরায় ব্যবহার করুন।

-ব্যবহারের পর সব পোশাক, বিছানার চাদর, বালিশের কাভার গরম পানিতে কমপক্ষে ৩০ মিনিট সিদ্ধ করে ধুয়ে ফেলুন।

2️⃣ চুলকানি কমাতে:

-শিশুদের জন্য অ্যান্টিহিস্টামিন সিরাপ

-বড়দের জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট

-এছাড়াও আপনার শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসক মহোদয় আরো কিছু ঔষধ লিখে দেবেন। সেগুলো পূর্ণ ডোজ ব্যবহার করবেন।

♦️ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন:

-আক্রান্ত ব্যক্তির সব পোশাক, তোয়ালে, বিছানার চাদর গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকান।

-ব্যবহৃত জিনিস ২–৩ দিন আলাদা করে রাখুন

স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে রোগ। আপনি একা সচেতন হলেন কিন্তু আপনার পাশের মানুষটি গায়ে লাগালো না। লাভ নাই। তার থেকে স্ক্যাবিসের জীবানু আবারো আপনার শরীরে আসবে। তাই আশেপাশের সবাইকে সচেতন করতে লেখাটি শেয়ার করুন।

ডা. মাহফুজ বাঁধন

তুমি যখন সিগারেট ধরাও, তখন হয়তো মনে হয় "একটা দিয়েই বা কী হবে?"কিন্তু ঠিক সেই একটাই সিগারেট,তোমার সন্তানের বাবাকে,তোমার ম...
01/11/2025

তুমি যখন সিগারেট ধরাও, তখন হয়তো মনে হয়
"একটা দিয়েই বা কী হবে?"
কিন্তু ঠিক সেই একটাই সিগারেট,
তোমার সন্তানের বাবাকে,
তোমার মায়ের বুকের ধনকে,
তোমার স্ত্রীর প্রিয় মানুষটাকে
দিনে দিনে কেড়ে নিচ্ছে।

তুমি ধোঁয়া ছাড়ো,
আর তোমার পাশে থাকা মানুষটা শ্বাস নেয় সেই মৃত্যুর গন্ধ।

আজ যদি তোমার ছেলে বা মেয়ে তোমার হাতে সিগারেট দেখে জিজ্ঞেস করে
“বাবা, তুমি কেন নিজেকে কষ্ট দাও?”
তখন তোমার উত্তরটা কী হবে?

তুমি হয়তো অনেক কিছু না পেয়ে হাল ছেড়েছো,
কিন্তু এখনো দেরি হয়নি—
নিজেকে ফেরানোর, ফুসফুসকে বাঁচানোর, ভালোবাসার মানুষগুলোর জন্য বদলে যাওয়ার সময় এখনো আছে।

একটা সিগারেট নয়, হাজারটা সম্পর্ক ধ্বংস করে দেয়।
থেমে যাও — তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা হয়তো এটিই হবে।
প্রিয় মানুষকে জানাও, বেচেঁ থাকুক প্রিয় মানুষ, বাচুঁক হাসিঁ

Dr-Abdur Rahman

গর্ভাবস্থায় ফলিক এসিড আপনার সন্তানকে এমন Anencephaly থেকে বাচাতে পারে।তাই আপনি ও আপনার পরিবারকে করুন সচেতন
27/10/2025

গর্ভাবস্থায় ফলিক এসিড আপনার সন্তানকে এমন Anencephaly থেকে বাচাতে পারে।
তাই আপনি ও আপনার পরিবারকে করুন সচেতন

যদি আমি আগেই জানতাম..."নিশ্চুপ হয়ে বসে আছেন এক মা। চোখের সামনে তার শিশুটি—একটুও নড়ছে না কোমর থেকে নিচের দিকে।ডাক্তার বলল...
27/10/2025

যদি আমি আগেই জানতাম..."

নিশ্চুপ হয়ে বসে আছেন এক মা। চোখের সামনে তার শিশুটি—একটুও নড়ছে না কোমর থেকে নিচের দিকে।
ডাক্তার বললেন, “আপনার বাচ্চার জন্ম হয়েছে Spina Bifida নিয়ে… ওর মেরুদণ্ডটা ঠিকভাবে গঠিত হয়নি।”
মায়ের মুখ শুকিয়ে গেল। তিনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন।

হাসপাতালের করিডরে কেবল একটা কথাই কানে বাজছিল—
“এই ত্রুটি হলে বাচ্চা হয়তো কখনো হাঁটতে পারবে না…”

কেন এমন হলো?
সে তো নিয়মিত খাবার খেয়েছে, প্রার্থনা করেছে, আল্লাহর কাছে সুস্থ সন্তান চেয়েছে।
কিন্তু জানেন কি?
এই ভয়ংকর জন্মগত ত্রুটি—Spina Bifida, অনেক সময় একেবারেই প্রতিরোধ করা সম্ভব ছিল…
একটা ছোট্ট ট্যাবলেট খেলে।
হ্যাঁ, নামটা ফলিক অ্যাসিড (Folic Acid)।

গর্ভাবস্থার শুরুতে বা গর্ভধারণের আগে থেকেই যদি একজন নারী প্রতিদিন মাত্র ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খেতে পারেন,
তাহলে Spina Bifida ও Neural Tube Defect হওয়ার ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়।

এ রোগে শিশুর মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্র সঠিকভাবে গঠিত হয় না।
কারও পিঠে দেখা যায় জন্মদাগ বা চুলের গুচ্ছ, কারও ক্ষেত্রে মেরুদণ্ডের অংশ ফেটে বাইরে বেরিয়ে আসে।
ফলে দেখা দিতে পারে আজীবন চলাচল অক্ষমতা, পায়খানা-প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা কিংবা মানসিক বিকাশের প্রতিবন্ধকতা।

চিকিৎসা আছে—কিন্তু তা কঠিন, ব্যয়বহুল এবং সবসময় সফল হয় না।
তাই প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা।

যেভাবে বাঁচানো যায়—

গর্ভধারণের আগে থেকেই প্রতিদিন ফলিক অ্যাসিড খাওয়া শুরু করুন।

গর্ভাবস্থার প্রথম ৩ মাস নিয়মিত চালিয়ে যান।

সবসময় চিকিৎসকের পরামর্শে চলুন।

মনে রাখবেন
একটি ছোট ট্যাবলেট হয়তো আপনার সন্তানের আজীবনের অন্ধকার থেকে রক্ষা করবে।
এই সচেতনতা একজন মা, একজন পরিবার, এমনকি একটি প্রজন্মকে বাঁচাতে পারে।

চলুন, প্রতিটি গর্ভবতী মায়ের হাতে পৌঁছে দিই এই বার্তাটি।
একটি শেয়ার হয়তো কোনো শিশুর জীবন বদলে দেবে

Dr-Abdur Rahman
এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)
এফসিপিএস (অর্থোপেডিক্স), পিজিটি (সার্জারি), সিসিডি (বারডেম)

ছবি: Medical Media

ভাবুন তো, একজন চিকিৎসক শুধু বলেছিলেন—“রোগী ছোঁয়ার আগে হাত ধুয়ে নিন।” আর সেই কথার জন্যই তাঁকে পাগল ঘোষণা করে পিটিয়ে হত...
19/10/2025

ভাবুন তো, একজন চিকিৎসক শুধু বলেছিলেন—“রোগী ছোঁয়ার আগে হাত ধুয়ে নিন।” আর সেই কথার জন্যই তাঁকে পাগল ঘোষণা করে পিটিয়ে হত্যা করা হয়েছিল!
এই মানুষটির নাম ইগনাজ স্যামেলওয়াইজ, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রথম “হাইজিন হিরো”।

অষ্টাদশ শতকে ভিয়েনার এক হাসপাতালে প্রতিদিন মারা যেত অসংখ্য প্রসূতি। কেউ জানতো না কেন। ইগনাজ দেখলেন—ডাক্তাররা মর্গে মৃতদেহ পরীক্ষা করে সোজা রোগী দেখতে যান, হাত না ধুয়েই। তিনি নির্দেশ দিলেন—“হাত ক্লোরিনে ধুয়ে নিন।”
অলৌকিকভাবে প্রসূতি মৃত্যুর হার কমে গেল ৯৯%। কিন্তু তখনকার ডাক্তার সমাজ বিশ্বাস করতো—রোগ হয় দুষ্ট আত্মার কারণে, জীবাণুর কারণে নয়। ফলে তাঁকে ‘পাগল’ বলা হলো, চাকরি গেল, শেষে তাঁকে মানসিক হাসপাতালে পাঠিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

কিন্তু সত্য চিরকাল টিকে থাকে। বহু বছর পর লুই পাস্তুর ও জোসেফ লিস্টার তাঁর তত্ত্ব প্রমাণ করেন—রোগ আসলে জীবাণু থেকেই হয়। আজ আমরা যেভাবে হাত ধোয়া, স্যানিটাইজার, স্টেরিলাইজার ব্যবহার করি—সবকিছুর শিকড় সেই স্যামেলওয়াইজের ভাবনায়।

আজ বিশ্ব হাত ধোয়া দিবসে তাঁকেই মনে করি—যিনি নিজের প্রাণ দিয়ে শিখিয়েছিলেন,
“একটা পরিষ্কার হাত, এক পৃথিবীকে বাঁচাতে পারে।”

__সংগৃহিত।

জীবন্ত মানুষের শরীরে ১০টা পোকা!বয়স ৫০ হবে লোকটার।আজকে ছোট একটা অপারেশন করলাম—কারণ, পায়ে ফোড়া।বললো, “বাবা রাতে ঘুমাতে পার...
18/10/2025

জীবন্ত মানুষের শরীরে ১০টা পোকা!

বয়স ৫০ হবে লোকটার।
আজকে ছোট একটা অপারেশন করলাম—কারণ, পায়ে ফোড়া।
বললো, “বাবা রাতে ঘুমাতে পারি না, মনে হয় পোকা কামড়ায়…”

প্রথমে আমিও ভেবেছিলাম, হয়তো ব্যথার অতিরঞ্জন।
কিন্তু অপারেশন টেবিলে শুইয়ে যখন সামান্য কেটে দেখি—
ভেতর থেকে একটার পর একটা জীবন্ত পোকা বের হচ্ছে!
একটা না, দুইটা না—মোট ১০টা ম্যাগগট (maggot)!

ভাবতে পারেন?
জীবন্ত মানুষের শরীরের ভেতরে ১০টা পোকা বাস করছিলো!

লোকটা বললো,
“দুই মাস আগে একটা ওষ্ঠা খাইছিলাম, পরে একটু ব্যথা করছিলো… ফার্মেসি থেকে ক্রিম আর ট্যাবলেট খাইছিলাম।”
এই অযত্ন, এই অবহেলাই আজ পোকায় ভরা ক্ষত এনে দিয়েছে!

একটা ছোট ফোঁড়া বা ওষ্ঠা থেকে শুরু হয়ে,
সংক্রমণ বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছায় যে—
শেষমেশ পা কেটে ফেলাও লাগতে পারে।

দয়া করে নিজের শরীরকে অবহেলা করবেন না।

“ফার্মেসির ওষুধে ঠিক হয়ে যাবে” ভেবে সময় নষ্ট করবেন না।

ব্যথা বা ক্ষত যদি না সারে—তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান।

একটু সচেতনতা হয়তো একজীবন বাঁচিয়ে দিতে পারে।
প্লিজ আপনার ডায়বেটিস আক্রান্ত বাবা৷ মার খোজ রাখুন, শেয়ার করে সচেতন করুন প্রিয়জনকে, পেইজটি ফলো করে থাকুন আপডেটেড সব সময়

Dr-Abdur Rahman

06/10/2025
জানা জরুরী। ইদানীং কেন যেন-"ভুলে যাবার সমস্যাটা আমাদের অনেকেরই খুব বাড়ছে!!!হঠাৎ কোনো কথা মনে করতে পরছে না, মনোযোগ ধরে রা...
06/10/2025

জানা জরুরী। ইদানীং কেন যেন-"ভুলে যাবার
সমস্যাটা আমাদের অনেকেরই খুব বাড়ছে!!!

হঠাৎ কোনো কথা মনে করতে পরছে না, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে কিংবা মাথায় ঝাপসা ভাব কাজ করছে—এ অবস্থাকেই বলা হয় ‘ব্রেন ফগ’। এটি আসলে কোনো রোগ নয়, বরং শারীরিক ও মানসিক ক্লান্তি, ঘুমের অভাব কিংবা জীবনযাত্রার বিশৃঙ্খলার কারণে তৈরি হওয়া একটি অবস্থা। তবে দীর্ঘস্থায়ী হলে এটি কাজের দক্ষতা ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কেন হয় ব্রেন ফগ?
• পর্যাপ্ত ঘুমের অভাব
• অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা
• অপুষ্টিকর খাবার ও পানিশূন্যতা
• হরমোনের অসামঞ্জস্য
• কিছু ওষুধ বা স্বাস্থ্য সমস্যার পার্শ্বপ্রতিক্রিয়া
মুক্তির উপায়
• পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে।
• সুষম খাদ্যগ্রহণ করুন: মাছ, ডিম, বাদাম, শাকসবজি ও ফল মস্তিষ্কের জন্য উপকারী।
• নিয়মিত ব্যায়াম করুন: হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় এবং মন সতেজ রাখে।
• স্ট্রেস কমান: মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
• ডিজিটাল ডিটক্স করুন: মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের সামনে দীর্ঘসময় কাটানো কমিয়ে দিন।
বিশেষজ্ঞরা বলেন, জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন এনে ব্রেন ফগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় বা দৈনন্দিন কাজ ব্যাহত করে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

#রিপোর্টঃ লাইফস্টাইল, দৈনিক জনকণ্ঠ।

বিচ্ছু সন্তান প্রসবের পর সন্তান পিঠে রাখে। আর এই সন্তানেরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকার সত্বেও মা কি...
27/09/2025

বিচ্ছু সন্তান প্রসবের পর সন্তান পিঠে রাখে। আর এই সন্তানেরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকার সত্বেও মা কিছু বলেন না, অভিযোগ করেন না। নিরবে কষ্ট পান এবং এই সন্তানেরা তার মাংস খেতে থাকে। মা বিচ্ছু মারা যায় এবং সন্তানেরা বড় হয়। জীবন উপভোগ করে। বর্তমান সমাজে অনেক পিতা-মাতা বিচ্ছুর মতো নিরবে কষ্ট পান। রোদ বৃষ্টির পরোয়া না করে সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে যান।কিন্তু এ-ই সন্তানেরা যখন বড় হয় তারা অন্য কারো ভালোবাসার মূল্য দেওয়ার জন্য তাদের পিতা-মাতার সাথে দেখা করতে চায় না। এমনকি ভালোবাসার জন্য বাবা-মাকে ফেলে দূরে চলে যায়,আবার এই ভালোবাসার জন্য কখনো কখনো নিজেকে শেষ করে দেয় , আফসোস তাদের জন্য। তারা কি মনে করে যে, তারা তাদের পিতা-মাতা হৃদয়ে কষ্ট দিয়ে সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপন করবে!

সংগৃহীত

Address

Tangail

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801717628119

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttor Tarotia Community Clinic,Gharinda Union,Tangail. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram