24/11/2025
মেয়েটির বাবা এ*ক্সি*ডেন্টে দুনিয়া ছেড়ে চলে যাবার কিছুদিন পরেই তার মা তাকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যায়।মেয়েকে রেখে যায় অর্থনৈতিক,মানষিক অনি*শ্চয়তার সাগরে। গত ৩ বছর সে তার মা-কেও দেখেনি আর। অথচ সে কতটা অবুঝ!তার দাদী পাশেই কা*ন্না করছিলো,আর সে জিজ্ঞেস করছিলো দাদী তুমি কা*ন্না করো কেন??দাদী কত সুন্দর বুঝিয়ে দিল "আমার মাথা ব্যাথা করতেছে তাই"।সবচেয়ে আ*ঘাত লাগলো এটা শুনে,মেয়েটি অবলীলায় বলছে তার বাবা বিদেশ গিয়েছে,আর তার মা গিয়েছে তার বাবা কে আনতে। সে অপেক্ষায় আছে তারা আসবে।আল্লাহ যেন অন্তত এমন শিশুদের পাশে থেকে একটু শান্তনা দেয়ার জন্য হলেও অনেকদিন বাচিয়ে রাখেন।আমিন।
© ওহেদুজ্জামান