Dr. Md Rasel Bhuiyan

Dr. Md Rasel Bhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md Rasel Bhuiyan, Doctor, Tangail.

Post Partum Psychosis ( প্রসব পরবর্তী মানসিক রোগ) ভদ্রমহিলা ৮ দিন আগে সন্তান প্রসব করেছেন। কাল থেকে এমন অস্বাভাবিক আচরণ ...
16/05/2025

Post Partum Psychosis ( প্রসব পরবর্তী মানসিক রোগ)

ভদ্রমহিলা ৮ দিন আগে সন্তান প্রসব করেছেন। কাল থেকে এমন অস্বাভাবিক আচরণ করছেন। সে তার বাচ্চাকে হত্যা করে রক্ত খেতে চায়। এটি একটি মারাত্মক মানসিক রোগ। সাধারণত প্রসব পরবর্তী মহিলাদের প্রতি ৫০০ জনে ১ জনের এই রোগ দেখা দেয়। রোগী বাচ্চাকে একা পেলে কিন্তু সত্যি সত্যি মেরে ফেলবে। এই রোগকে- পোস্ট পারটাম সাইকোসিস(Post Partum Psychosis) বলে।

তারা গত দুইদিন যাবত মাহাত-ফকির-কবিরাজি করিয়েছেন। উপায়ন্তর না পেয়ে আজকে হাসপাতালে নিয়ে আসছেন।

(সংগৃহীত)

বর্ষাকালে, তীব্র গরমে গ্রামে সাপের উপদ্রব বেড়ে যায়। সাপের কামড়ে করণীয়:১. রোগীকে শান্ত রাখবেন:ভয় বা আতঙ্ক যেন না পায়।উ...
15/05/2025

বর্ষাকালে, তীব্র গরমে গ্রামে সাপের উপদ্রব বেড়ে যায়।

সাপের কামড়ে করণীয়:

১. রোগীকে শান্ত রাখবেন:

ভয় বা আতঙ্ক যেন না পায়।
উত্তেজনা বাড়লে বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে।

২. নড়াচড়া বন্ধ রাখবেন:

যেই অঙ্গে সাপে কামড়েছে, সেটি নাড়াচাড়া করতে দেবেন না।
সম্ভব হলে রোগীকে কোলে বা স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাবেন।

৩. ব্যান্ডেজ ব্যবহার করবেন (প্রয়োজনে):

যদি কোবরা বা ক্রেট জাতীয় নিউরোটক্সিক সাপে কামড়ে থাকে, তাহলে কামড়ের স্থান থেকে সামান্য উপরে নরম কাপড় বা ব্যান্ডেজ দিয়ে হালকা চাপে বাঁধতে পারেন।
টাইট করে বাঁধবেন না, যেন রক্ত চলাচল বন্ধ না হয়।

৪. কামড়ের জায়গা পরিষ্কার রাখবেন:

পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।
কিন্তু কাটবেন না, চেপে ধরবেন না, মুখ দিয়ে টেনে বিষ বের করার চেষ্টা করবেন না।

৫. কিছু খেতে বা পান করতে দেবেন না:

পানি, খাবার, ঔষধ বা অ্যালকোহল কিছুই খেতে দেবেন না যতক্ষণ না চিকিৎসক দেখেন।

৬. দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন:

যত দ্রুত সম্ভব রোগীকে কাছাকাছি সরকারি বা বড় হাসপাতালে নিয়ে যাবেন।
প্রয়োজন হলে চিকিৎসক অ্যান্টি স্নেক ভেনম (ASV) দেবেন।

---

সাপের কামড়ে যা করবেন না (বর্জনীয়):

১.কামড়ের জায়গা কাটবেন না, চেপে ধরবেন না।

২.বরফ বা গরম পানি ব্যবহার করবেন না।

৩.ঝাড়ফুঁক বা তাবিজ ব্যবহার করবেন না।

৪.টাইট দড়ি বা রাবার দিয়ে কামড়ের স্থানে বাঁধবেন না।

৫.নিজে নিজে ওষুধ সেবন করবেন না।

৬.সাপ ধরতে বা মারতে যাবেন না (নিজের বিপদ হতে পারে)।

সচেতন হোন, সুস্থ থাকুন।

ডা: মো রাসেল ভুইয়া,
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সখিপুর, টাঙ্গাইল।

আলহামদুলিল্লাহ্ সেবা নিন সুস্থ থাকুন,,,
15/05/2025

আলহামদুলিল্লাহ্ সেবা নিন সুস্থ থাকুন,,,

Accident করে হাত ভেঙে আসছিল। আলহামদুলিল্লাহ্ অপারেশন ছাড়াই ঠিক হয়ে গেছে। নিরাপদ চিকিৎসা হোক আপনার অধিকার,,,,
13/05/2025

Accident করে হাত ভেঙে আসছিল। আলহামদুলিল্লাহ্ অপারেশন ছাড়াই ঠিক হয়ে গেছে। নিরাপদ চিকিৎসা হোক আপনার অধিকার,,,,

তীব্র গরমে এসব উপদেশ মেনে চলুন,,,
11/05/2025

তীব্র গরমে এসব উপদেশ মেনে চলুন,,,

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Rasel Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category