15/05/2025
বর্ষাকালে, তীব্র গরমে গ্রামে সাপের উপদ্রব বেড়ে যায়।
সাপের কামড়ে করণীয়:
১. রোগীকে শান্ত রাখবেন:
ভয় বা আতঙ্ক যেন না পায়।
উত্তেজনা বাড়লে বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে।
২. নড়াচড়া বন্ধ রাখবেন:
যেই অঙ্গে সাপে কামড়েছে, সেটি নাড়াচাড়া করতে দেবেন না।
সম্ভব হলে রোগীকে কোলে বা স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাবেন।
৩. ব্যান্ডেজ ব্যবহার করবেন (প্রয়োজনে):
যদি কোবরা বা ক্রেট জাতীয় নিউরোটক্সিক সাপে কামড়ে থাকে, তাহলে কামড়ের স্থান থেকে সামান্য উপরে নরম কাপড় বা ব্যান্ডেজ দিয়ে হালকা চাপে বাঁধতে পারেন।
টাইট করে বাঁধবেন না, যেন রক্ত চলাচল বন্ধ না হয়।
৪. কামড়ের জায়গা পরিষ্কার রাখবেন:
পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।
কিন্তু কাটবেন না, চেপে ধরবেন না, মুখ দিয়ে টেনে বিষ বের করার চেষ্টা করবেন না।
৫. কিছু খেতে বা পান করতে দেবেন না:
পানি, খাবার, ঔষধ বা অ্যালকোহল কিছুই খেতে দেবেন না যতক্ষণ না চিকিৎসক দেখেন।
৬. দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন:
যত দ্রুত সম্ভব রোগীকে কাছাকাছি সরকারি বা বড় হাসপাতালে নিয়ে যাবেন।
প্রয়োজন হলে চিকিৎসক অ্যান্টি স্নেক ভেনম (ASV) দেবেন।
---
সাপের কামড়ে যা করবেন না (বর্জনীয়):
১.কামড়ের জায়গা কাটবেন না, চেপে ধরবেন না।
২.বরফ বা গরম পানি ব্যবহার করবেন না।
৩.ঝাড়ফুঁক বা তাবিজ ব্যবহার করবেন না।
৪.টাইট দড়ি বা রাবার দিয়ে কামড়ের স্থানে বাঁধবেন না।
৫.নিজে নিজে ওষুধ সেবন করবেন না।
৬.সাপ ধরতে বা মারতে যাবেন না (নিজের বিপদ হতে পারে)।
সচেতন হোন, সুস্থ থাকুন।
ডা: মো রাসেল ভুইয়া,
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সখিপুর, টাঙ্গাইল।