Seba Hospital

Seba Hospital অত্যাধু‌নিক ও উন্নত চি‌কিৎসা, সেবা হসপিটাল ২৪ ঘন্টা নিয়োজিত

🩺 উচ্চ রক্তচাপ? খাবারেই হতে পারে সমাধান!উচ্চ রক্তচাপ (Hypertension) এখন ঘরে ঘরে একটি সাধারণ সমস্যা। কিন্তু কিছু নিয়মিত ...
01/08/2025

🩺 উচ্চ রক্তচাপ? খাবারেই হতে পারে সমাধান!

উচ্চ রক্তচাপ (Hypertension) এখন ঘরে ঘরে একটি সাধারণ সমস্যা। কিন্তু কিছু নিয়মিত খাবার ও খাদ্যাভ্যাস পাল্টালেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই নীরব ঘাতককে।

🥦🍎 উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী খাবারসমূহ:

✅ কলা – পটাশিয়াম সমৃদ্ধ, রক্তচাপ কমায়
✅ ওটস – সকালের আদর্শ খাবার, হৃৎপিণ্ডবান্ধব
✅ রসুন – রক্তনালিকে প্রশস্ত করে, প্রেশার কমায়
✅ বিটরুট – নাইট্রেট সমৃদ্ধ, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
✅ পালং শাক – ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ
✅ আমন্ড ও ওয়ালনাট – ভালো ফ্যাট সরবরাহ করে
✅ কম লবণযুক্ত খাবার – লবণ কমালেই প্রেশার কমে

🍽️ খাওয়ার নিয়ম ও পরামর্শ:

🔹 প্রতিদিন ৫-৬ বেলার ছোট ছোট পরিমাণে খাবার খান।
🔹 প্রতিদিন অন্তত ৫ গ্লাস পানি পান করুন।
🔹 লবণ সীমিত করুন (প্রতিদিন ১ চা চামচের কম)।
🔹 প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত চিপস বা ফাস্টফুড এড়িয়ে চলুন।
🔹 চিনি, সাদা চাল, পরিশোধিত তেল কম ব্যবহার করুন।
🔹 নিয়মিত হাঁটা বা ব্যায়াম করুন (৩০ মিনিট/দিন)।
🔹 ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন।

🧠 মনে রাখবেন:
আপনার খাদ্যই হতে পারে আপনার ওষুধ।

প্রেশার নিয়ন্ত্রণে রাখুন, জীবনকে ভালোবাসুন ❤️

#সেবাহসপিটাল

আজ শুক্রবার।  রোগী দেখছেন অভিজ্ঞ ডক্টর।সেবা হসপিটাল।
01/08/2025

আজ শুক্রবার।
রোগী দেখছেন অভিজ্ঞ ডক্টর।
সেবা হসপিটাল।

23/07/2025

চিকিৎসা ব্যবস্থায় আমার আস্থা এবং ভরসা সেবা হসপিটাল ❤️

21/07/2025
অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে সেবা হসপিটালে ।  শনি থেকে বৃহস্পতিবার রোগী দেখছেন ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
13/07/2025

অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে সেবা হসপিটালে । শনি থেকে বৃহস্পতিবার রোগী দেখছেন
ডাঃ মোঃ আমিনুল ইসলাম।

আলহামদুলিল্লাহ। সেবা হসপিটালে স্বল্প খরচে  এ নিয়মিত বিভিন্ন অপারেশন হচ্ছে।একটি লাইফোমা (টিউমার) অপারেশন ।সেবা হসপিটাল। ...
12/07/2025

আলহামদুলিল্লাহ।
সেবা হসপিটালে স্বল্প খরচে এ নিয়মিত বিভিন্ন অপারেশন হচ্ছে।
একটি লাইফোমা (টিউমার) অপারেশন ।
সেবা হসপিটাল।
মধুপুর রোড, তেঁতুলতলা, ধনবাড়ী টাঙ্গাইল।

আজ শুক্রবার।  রোগী দেখছেন ডাক্তার সজীব আবেদীন।
11/07/2025

আজ শুক্রবার। রোগী দেখছেন ডাক্তার সজীব আবেদীন।

🌿 অতিরিক্ত গ্যাস: নিঃশব্দ বিপদ! জানুন কারণ, প্রতিকার ও পরামর্শ 🌿👉 অনেকেই অল্পতেই পেট ফুলে যাওয়া, ঢেকুর, অস্বস্তি বা হঠাৎ...
11/07/2025

🌿 অতিরিক্ত গ্যাস: নিঃশব্দ বিপদ! জানুন কারণ, প্রতিকার ও পরামর্শ 🌿
👉 অনেকেই অল্পতেই পেট ফুলে যাওয়া, ঢেকুর, অস্বস্তি বা হঠাৎ পেটব্যথায় ভোগেন? সাবধান! এটা হতে পারে অতিরিক্ত গ্যাসের সমস্যা!
🔍 কেন হয় অতিরিক্ত গ্যাস?
✅ খুব দ্রুত খাবার খেলে
✅ অতিরিক্ত তেল-মসলা, ভাজা খাবার খেলে
✅ অনিয়মিত খাদ্যাভ্যাস
✅ দীর্ঘক্ষণ খালি পেটে থাকা
✅ অতিরিক্ত চা/কফি, ধূমপান বা কার্বনেটেড ড্রিঙ্কস
✅ হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য
✅ টেনশন বা দুশ্চিন্তা
✅ সমাধান ও প্রতিকার:
🥗 নিয়মিত ও সময়মতো খাওয়া
🚶‍♀️ প্রতিদিন ৩০ মিনিট হালকা হাঁটা
💧 পর্যাপ্ত পানি পান করা
🧘‍♂️ স্ট্রেস কমাতে মেডিটেশন বা দোয়া-জিকির
🍽️ একবারে বেশি না খেয়ে অল্প করে বারবার খাওয়া
🌿 প্রাকৃতিক উপায়: আদা, জিরা, পুদিনা পাতার রস
🕰️ রাতে খাবারের অন্তত ২ ঘণ্টা পর ঘুমানো
⚠️ ঝুঁকি ও মারাত্মক সমস্যা:
❗ ক্রনিক গ্যাসে আলসার, অ্যাসিড রিফ্লাক্স বা আইবিএস (IBS) হতে পারে
❗ পেটে চাপ পড়ে হার্ট বা ফুসফুসে সমস্যা হতে পারে
❗ দীর্ঘমেয়াদী অজীর্ণতা ও মানসিক অস্বস্তি
🚫 যে খাবারগুলো এড়িয়ে চলা জরুরি:
মসুর ডাল, ছোলা
গরু-খাসির চর্বিযুক্ত মাংস
পেঁয়াজ, রসুন বেশি খাওয়া
কোলা, সোডা জাতীয় পানীয়
কাঁচা কলা, বাঁধাকপি, শিম
অতিরিক্ত ঝাল ও ফাস্টফুড
💡 বিশেষ পরামর্শ:
📌 সমস্যা নিয়মিত হলে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের পরামর্শ নিন
📌 ঘরোয়া চিকিৎসায় উন্নতি না হলে দেরি না করে পরীক্ষা করান
📌 অনেকে গ্যাসকে হালকা মনে করে, কিন্তু এটা সময়মতো নিয়ন্ত্রণ না করলে বড় অসুখে রূপ নিতে পারে!
📢 পোস্টটি শেয়ার করুন, কারও উপকারে আসতে পারে!

উন্নত বিশ্বে উন্নত চিকিৎসায়, সেবা হসপিটাল আরো এক ধাপ এগিয়ে 🚑
11/07/2025

উন্নত বিশ্বে উন্নত চিকিৎসায়, সেবা হসপিটাল আরো এক ধাপ এগিয়ে 🚑

অত্যাধু‌নিক ও উন্নত চি‌কিৎসা, সেবা হসপিটাল ধনবাড়ীতে ২৪ ঘন্টা নিয়োজিত🩺🏥
07/07/2025

অত্যাধু‌নিক ও উন্নত চি‌কিৎসা, সেবা হসপিটাল ধনবাড়ীতে ২৪ ঘন্টা নিয়োজিত🩺🏥

Address

Dhhanbari
Tangail
1997

Alerts

Be the first to know and let us send you an email when Seba Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram