18/04/2022
আসসালামু আলাইকুম।
সম্মানিত,
"তালম ইউনিয়ন ব্লাড ডোনার এসোসিয়েশন "
এর সকল সদস্যবৃন্দ দের শুভেচ্ছা ও অভিনন্দন🌺
আমাদের সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য:-👉
মানব সমাজে রক্তের চাহিদা ও তার সরবরাহ আর দশটি প্রাত্যহিক চাহিদার মতই। আমরা জানি না কার, কখন, কোথায় রক্তের প্রয়োজন পড়বে বা প্রয়োজন দেখা দিবে। যখন,যেখানে, যে সময়ে প্রয়োজন হোকনা কেন তা যেন সংকট তৈরি না করে আর অনিরাপদ উৎস হতে সংগৃহীত না হয়। তার সঠিক গবেষনা, পরিকল্পনা ও বাস্তবায়ন করাই আমাদের উদ্দেশ্য। আর যেন একটিও মানুষ এই দেশে নিরাপদ রক্তের অভাবের শিকার না হয় বা নিরাপদ রক্তের অভাবে মৃত্যু না ঘটে তার লক্ষ্যে কাজ করে যাওয়া ই আমাদের লক্ষ্য ।
#কিছু_কথা_না_বললেই_নয়........👇
একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের আশীর্বাদে জীবন ও জগতের উন্নতি হওয়া সত্বেও রক্তের কোন বিকল্প আবিস্কার হয়নি। রক্তের বিকল্প শুধু রক্ত যা টাকার পরিমাপে মূল্যায়ন অসম্ভব। প্রতিনিয়ত রক্তের অভাবে ঝরে যায় হাজারো প্রাণ। কিন্তু সামাজিকভাবে পশ্চাদপদ বাংলাদেশের সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা নিতান্তই অপ্রতুল। এর কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রক্তদান সম্পর্কে সচেতন নই, রক্তদানের কথা শুনলে আমরা ভয় পাই। কিন্তু আমরা যদি রক্তদান সম্পর্কে জানতে পারি, নিজেকে সচেতন করতে পারি তাহলে রক্তদান সম্পর্কে ভয়টাকেও আমরা জয় করতে পারি। কারণ ১৮-৫৭ বছরের সকল নারী ও পুরুষ শারিরীকভাবে সুস্থ্য থাকলে ১২০ দিন পর পর এক ব্যাগ রক্ত দান করতে পারে। এক্ষেত্রে ছেলেদের ওজন হতে হয় ৪৮ কেজি আর মেয়েদের ৪৫। রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি এবং রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার মহৎ উদ্দেশ্য নিয়ে. ২ জুন ২০২১ তারিখে তালম ইউনিয়ন ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এর কার্যক্রম শুরু করি।
মহান আল্লাহ তায়ালার রহমতে সংগঠনটা অনেকটাই এগিয়ে চলছে
আপনারা নিজ-নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসেন তাহলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো ইন্নশা আল্লাহ ✅
*রমজান মাস ইফতারের কিছু আয়োজন করতে পারব✅
*অনেক পরিবার আছে ঈদে কোন কিছু কিনতে পারবে না........তাদেরকে ঈদ উপহার দেবার চেষ্টা করি.............
আমরা অনেক সময় অনেক টাকা অপ্রয়োজনে ব্যয় করি
আসুন সবাই একসাথে মিলে মিশে কিছু একটা করার চেষ্টা করি
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন