তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী. বাত ব্যথা প্রতিবন্ধী প্যারালাইসিস পরামর্শ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী. বাত ব্যথা প্রতিবন্ধী প্যারালাইসিস পরামর্শ

তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী. বাত ব্যথা প্রতিবন্ধী প্যারালাইসিস পরামর্শ প্রতিবন্ধী, প্যারালাইসিস, ঘাড়, কোমর, ব?

17/01/2025

হাসিনাকে নিয়ে ভারতীয় পার্লামেন্টে তোলপাড়,
পাসপোর্ট ভিসা ছাড়া হাসিনা দিল্লি পর্যন্ত কিভাবে আসলো? মোদির প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন এই সাংসদ।

13/05/2024

ফেনীতে স্বা"মীর প*র*কি*য়া ধ*রলে*ন স্ত্রী অ*ত*পর===

13/05/2024
11/05/2024

বাত ব্যথা প্যারালাইসিস ও প্রতিবন্ধীদের জন্য সুখবর..
রোগী দেখবেন প্রতিদিন
ঘাট ব্যাথা হাটু ব্যাথা স্ট্রোক
মুখ বেঁকে যাওয়া সেরিব্রাল পালসি
প্রতিবন্ধি শিশু ও গোড়ালি ব্যথা।
আঘাত জনিত ব্যথা।
হাড় ক্ষয় জনিত রোগ।
জয়েন্ট শক্ত হয়ে যাওয়া।
বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যা।
পা বাঁকা( ক্লাব ফিট)
স্পিচ থেরাপি রোগীদের জন্য স্বাস্থ্যসেবা
যোগাযোগ
শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক।
ফায়ার সার্ভিস সংলগ্ন
সিটি প্লাজা নিচতলা
সিরিয়াল নং 01851277240
আমরা যে কোন ধরনের বাত-ব্যথার রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে। ফিজিওথেরাপি দিয়ে আমরা সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা করি।দীর্ঘদিনের ব্যথাজনিত রোগীরা আসতে পারেন নির্ভয়ে এবং দীর্ঘদিন প্রতিবন্ধী এবং বাচ্চাদের সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে সুস্থ করার চেষ্টা করি।
যোগাযোগ করুন: শহিদ শহিদুল্লা কায়সার সড়ক ফায়ার সার্ভিস সংলগ্ন ফেনী,সিটি প্লাজা নিচ তলায় WhatsApp ও ইমু নাম্বার 01851277240

11/05/2024

উচিত শিক্ষা দিলেন চাচা পাতি মার্কা না থাকে

24/05/2023

...গার্মেন্টসে পোশাকের বদলে তৈরি হচ্ছে জাল টাকা।।
....বড় সাহেব বেড়া হাজার হাজার কোটি টাকা সুইস

ব্যাংকে রাখবে আর দেশের সাধারণ মানুষ নাকি
কষ্টে জীবন যাপন করবে

31/03/2023

আন্তরিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা
দিয়ে থাকি আমরা আসুক ভিডিওটি শেয়ার করুন ভালো লাগবে আমাদের প্রতিষ্ঠানে আমন্ত্রণ রইল..

17/02/2023

বাত ব্যথা ও প্যারালাইসিস
প্রতিবন্ধী রোগীদের জন্য সুখবর
আধুনিক এবং মানসম্মত ফিজিওথেরাপি চিকিৎসা আমরাই দিয়ে থাকি আদি যোগাযোগ করুন তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী...01851277240

03/02/2023

বাত ব্যাথা প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর
আন্তরিক সেবাই আমাদের মহান কর্ম... …
তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী

কোমর ব্যথার কারণ...**লাম্বার স্পনডাইলোসিস-কোমরে পাঁচটি হাড় আছে। এই হাড়গুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায়, ...
03/02/2023

কোমর ব্যথার কারণ...
**লাম্বার স্পনডাইলোসিস-
কোমরে পাঁচটি হাড় আছে। এই হাড়গুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায়, তখন তাকে লাম্বার স্পনডাইলোসিস বলে।
**পিএল আইডি-
কোমর ব্যথার অন্যতম কারণ পিএল আইডি। ৩০ থেকে ৪০ বছর যাদের বয়স তাদের এ সমস্যাটি হতে পারে। মানুষের হাড়ের মধ্যে ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটি পূরণ থাকে তালের শাঁসের মতো ডিস্ক বা চাকতি দিয়ে। এই চাকতি যদি কোন কারণে বের হয়ে যায়, তখন স্নায়ুর ওপরে চাপ পরে। যার ফলে কোমরে ব্যথা তৈরি হয়।
** নন স্পেসিফিক লো ব্যাক পেইন-
মূলত অনির্দিষ্ট কারণে হাড়, মাংসপেশি, স্নায়ু তিনটি উপাদানের সামঞ্জস্য নষ্ট হলে এই ব্যথা হয়। এই সমস্যাটি তরুণ বয়সে বেশি হয়ে থাকে।
****অন্যান্য কারণ-
এছাড়া বিভিন্ন কারণে কোমরে ব্যথা হয়। মেরুদন্ডের টিউমার ও ইনফেকশন হলে কোমরে ব্যথা হয়। মাংসপেশি শক্ত হয়ে গেলে বা মাংসপেশি দুর্বল হয়ে পড়লে কোমরে ব্যথা হয়। শরীরের ওজন বেড়ে গেলে কোমরে ব্যথা হয়। একটানা হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে কিংবা কোলে কিছু বহন করলে কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে।
কোমর ব্যথার লক্ষণঃ
কোমর ব্যথার লক্ষণ, যা কোমরের পেছন দিয়ে ঊরুর পেছন দিয়ে, কাফ মাসেলের পেছন দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল বা ছোট আঙ্গুলে চলে আসে। এছাড়াও কিছু সাধারণ উপসর্গ আছে, যেমনঃ আপনার দীর্ঘ সময়ের জন্য বসে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা আরও খারাপ হওয়া। অনেক সময় ব্যথা পা এবং হাঁটুতে ছড়িয়ে পড়ে। উঠতে ও বসতে পিঠে সারাক্ষণ ব্যথা হওয়া।
*****অল্প বয়সেই কোমর ব্যথা কেন হয়?
১. যারা অফিসে দীর্ঘক্ষণ বসে একই ভঙ্গিতে কাজ করেন। এতে দেখা যায়, কোমরে ব্যথা বেড়ে যায়।
২. বসার চেয়ার টেবিল ঠিকমতো না হলে বা ঠিকমতো না বসলে বা সামনে-পেছনে ঝুঁকে বসলে কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে।
৩. দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে বা বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালে কোমর ব্যথা হতে পারে। ড্রাইভিংয়ের সময় পেছনে কিছু সাপোর্ট নেওয়া উচিত।
৪. যারা শুয়ে বা কাত হয়ে বই পড়েন বা অন্য কাজ করেন, তাদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং অল্প বয়সেই কোমর ব্যথা অনুভূত হয়।
৫. অনেকেই আছেন যারা কোনো ভারী জিনিস সঠিক নিয়মে তোলেন না। ফলে মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যথা হয়।
............ উপসর্গ...............
*প্রথমে কোমরে অল্প ব্যথা থাকলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে।
*অনেক সময় হয়তো রোগী হাঁটতেই পারে না।
*ব্যথা কখনও কখনও কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে।
*পায়ে ঝিনঝিন ধরে থাকে।
*অধিকাংশ ক্ষেত্রে চিৎ হয়ে শুয়ে থাকলে এ ব্যথা কিছুটা কমে আসে।
*কোমরে সামান্য নড়াচড়া হলেই এ ব্যথা বেড়ে যায়।
*সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে সমস্যা হতে পারে।
*হাঁটতে গেলে পা খিঁচে আসে বা আটকে যেতে পারে।
*ব্যথা দুই পায়ে বা যেকোনো এক পায়ে নামতে পারে।
*কোমরের মাংসপেশি কামড়ানো ও শক্ত ভাব হয়ে যাওয়া।
*পা অবশ ও ভারী হয়ে যায়, পায়ের শক্তি কমে যায়।
*প্রাত্যহিক কাজে, যেমন- নামাজ পড়া, তোলা পানিতে গোসল করা, হাঁটাহাঁটি করা ইত্যাদিতে কোমরে ব্যথা হয়।

****ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কোমর ব্যথা সম্পূর্ণ ভাল হয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী. বাত ব্যথা প্রতিবন্ধী প্যারালাইসিস পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share