Tree Doctor

Tree Doctor We provide information, service and training on urban agriculture. we sell quallity plants and related components within reasonable price.

পুদিনা পাতা (Mint leaf) একটি সুগন্ধি এবং ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ যা সাধারণত সারা বছরই পাওয়া যায়, তবে এটি গ্রীষ্মকাল (মার্...
22/09/2025

পুদিনা পাতা (Mint leaf) একটি সুগন্ধি এবং ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ যা সাধারণত সারা বছরই পাওয়া যায়, তবে এটি গ্রীষ্মকাল (মার্চ থেকে জুন) এবং বর্ষাকালে (জুলাই থেকে সেপ্টেম্বর) বেশি পাওয়া যায়। এ সময় আবহাওয়া গরম ও আর্দ্র থাকে, যা পুদিনাপাতা বৃদ্ধির জন্য উপযোগী। এই পাতার প্রধান বৈশিষ্ট্য হলো এর সতেজ সুগন্ধ, যা খাবারের স্বাদ বাড়াতে ও শরীরকে সজীব রাখতে সহায়তা দেয়। পুদিনা পাতা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হজমশক্তি বৃদ্ধি করে, পেটের গ্যাস ও অম্লতা কমায়, এবং সর্দি-কাশি দূর করতে কার্যকর। পুদিনার মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। এ ছাড়া এটি মানসিক চাপ কমাতে এবং স্বাস্থ্যের সার্বিক উন্নতিতে সহায়ক।
এটি সহজে টব বা বেলকুনিতে চাষ করা যায়, এবং এর জন্য তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না। নিচে কিছু দিকনির্দেশনা দেওয়া হলো পুদিনা চাষ ও এর যত্ন সম্পর্কে:

১. পুদিনা চাষের সহজলভ্যতা:

• জমি বা টবের মাটি: পুদিনা হালকা, বেলে দোআঁশ মাটিতে ভাল হয়। মাটির পানি নিস্কাশনের সুবিধা থাকতে হবে।

• ছাদবাগান বা বেলকুনি: পুদিনা ছোট টবে ছাদবাগান বা বেলকুনিতে সহজে চাষ করা যায়। টবে ছিদ্র থাকতে হবে যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে।

• আলো ও ছায়া: পুদিনা অর্ধেক ছায়াযুক্ত স্থানে ভালো হয়, তবে পর্যাপ্ত সূর্যের আলোও প্রয়োজন।

২. পুদিনা পাতার যত্ন:

• পানি দেওয়া: পুদিনা নিয়মিত পানি পছন্দ করে, তবে অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে। মাটি হালকা ভেজা রাখতে হবে।

• সার প্রয়োগ: সাধারণত পুদিনার জন্য ভারী সারের প্রয়োজন হয় না। তবে মাঝে মাঝে জৈব সার বা কম্পোস্ট প্রয়োগ করলে ভাল হয়।

• শাখা ছাঁটাই: পুদিনার গাছ দ্রুত বেড়ে ওঠে, তাই নিয়মিত শাখা ছাঁটাই করা উচিত যাতে গাছ ঘন ও স্বাস্থ্যকর হয়।

• পোকামাকড় প্রতিরোধ: পুদিনা গাছে সাধারণত রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। তবে মাকড়সা বা ছোট ছোট পোকা হলে সাবান পানি স্প্রে করা যেতে পারে।

৩. পুদিনা চাষের সুবিধা:

• পুদিনা দ্রুত বৃদ্ধি পায়, ফলে এটি চাষে তেমন ঝামেলা হয় না।

• এটি সহজেই কাটা এবং ব্যবহার করা যায়।

• ছাদে বা বারান্দায় অল্প জায়গায়ও প্রচুর পুদিনা উৎপাদন সম্ভব।

আপনি যদি ছাদবাগান বা বারান্দায় ফুল ,ফল, সবজির পাশাপাশি ভেষজ গাছ চাষে আগ্রহী হন, পুদিনা হতে পারে একটি চমৎকার ও সহজলভ্য উদ্ভিদ।

আমাদের অফিসঃ ৫৯, মিয়া টাওয়ার, দ্বিতীয় তলা, পশ্চিম আগারগাঁও, ঢাকা- ১২০৭
যোগাযোগ :০১৯০৯১১০৬০১
www.thegreensavers.org
গ্রিন সেভার্স, ঢাকা- ১২০৭।

গাছ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ, যা অক্সিজেন সরবরাহ, কার্বন ডাই অক্সাইড শোষণ, ফল, ঔষধ, ও খাদ্য সরবরাহ করে জীবনের প্রত...
21/09/2025

গাছ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ, যা অক্সিজেন সরবরাহ, কার্বন ডাই অক্সাইড শোষণ, ফল, ঔষধ, ও খাদ্য সরবরাহ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিটি গাছ যেন প্রাণবন্ত থাকে, সেই লক্ষ্যেই নিয়মিত চলছে আমাদের যত্নের কাজ।
মুনিজ মঞ্জুর ,গুলশান-২-এ আমাদের ‘ট্রি ডক্টর’ মো নিলয় তার নির্ধারিত মেইনটেন্যান্স কার্যক্রমের অংশ হিসেবে গাছগুলোর পরিচর্যায় নিয়োজিত।

✅ কি ধরনের সেবা পাবেন?
• গাছের স্বাস্থ্যের মূল্যায়ন।
• পোকামাকড় ও রোগের সমস্যা সমাধান।
• সার ও পানি ব্যবস্থাপনার সঠিক পরামর্শ।
• মাটির উর্বরতা পরীক্ষা এবং উন্নতির পরিকল্পনা।
• মৌসুম অনুযায়ী গাছের পরিচর্যার দিকনির্দেশনা।

আমাদের এক্সপার্টদের সঠিক গাইডেন্স এবং ট্রি ডক্টরদের যথাযথ পরিচর্যা আপনার বাগানকে সুস্থ, সবুজ ও ফলনশীল রাখতে সাহায্য করবে।
📞 কল করুন এখনই: 01909-110601,
01909-110600
🌐 ভিজিট করুন: www.thegreensavers.org




বাসা বাড়ির বারান্দায় বা ছাদে মরিচ গাছ প্রায় সবারই থাকে। আজকে মরিচ গাছের একটি পোকা নিয়ে জানবো যার  কারণে গাছের পাতা কুঁকড়...
20/09/2025

বাসা বাড়ির বারান্দায় বা ছাদে মরিচ গাছ প্রায় সবারই থাকে। আজকে মরিচ গাছের একটি পোকা নিয়ে জানবো যার কারণে গাছের পাতা কুঁকড়ে যায় এবং ফলন ও কমে যায়।
মরিচ গাছে থ্রিপস পোকার (Scirtothrips dorsalis) আক্রমণ ক্ষতিরধরন ও রোগেরলক্ষন:
১/ পাতার উপরের দিকে ছোটছোট থ্রিপস পোকার উপস্থিতি বুঝা যায় তবে খালি চোখে দেখতে পাওয়া যায় না।
২/ এই পোকা পাতার উপরের অংশে থেকে পাতার রস শোষণ করে থাকে ফলে মরিচ গাছের পাতা শুকিয়ে যায়, পাতার মধ্য শিরার আশেপাশে বাদামী বর্ণের হয়ে যায়।
৩/ আক্রান্ত পাতা দেখতে বিকৃত রূপ ধারন করে নৌকার খোলের মতো করে পাতা উপরের দিকে বেঁকে বা কুঁকড়ে যায়।
প্র‍্য়োজনীয় দমন ব্যবস্থাঃ
১/ আক্রান্ত পাতা এবং গাছের শীর্ষের পাতা ও কাণ্ড ছিঁড়ে ফেলতে হবে এবং ধ্বংস বা পুড়িয়ে ফেলতে হবে।
২/ আক্রান্ত মরিচ গাছে এবং গাছের পাতায় হাত দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে।
৩/ অতি সামান্য পরিমান সাবান বা ডিটারজেণ্ট, ১ বা ২ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে সুবিধা পাওয়া যায়।
৪/ হলুদ স্টিকি বা আঠালো ট্র্যাপ ব্যবহার করে পোকা দমন করা যেতে পারে।
৫/ ১২ গ্রাম ভাঙ্গা বা অর্ধেক ভাঙ্গা নিমবীজ ১ লিটার পানিতে ১ দিন ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে নিয়ে পাতার উপরের দিকে স্প্রে করতে হবে।
৬/ রাসায়নিক কীটনাশক হিসাবে ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশক যেমনঃ ইমিটাফ / এডমায়ার / টিডো প্রতি ১ লিটার পানিতে ০.৫ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে।
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে 01909110601 নম্বরে ফোন করে অথবা সরাসরি গ্রিন সেভার্সের (৫৯, মিয়াটাওয়ার, দ্বিতীয়তলা, পশ্চিমআগারগাঁও) অফিসে এসে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহন করতে পারবেন।
গ্রিন সেভার্স, ঢাকা- ১২০৭।

একটি গাছ মানে একটি প্রাণ, একটি আশ্রয়, একটি শ্বাস।🌱প্রতিটি গাছ যেন প্রাণবন্ত থাকে, সেই লক্ষ্যেই নিয়মিত চলছে আমাদের যত্নে...
18/09/2025

একটি গাছ মানে একটি প্রাণ, একটি আশ্রয়, একটি শ্বাস।🌱
প্রতিটি গাছ যেন প্রাণবন্ত থাকে, সেই লক্ষ্যেই নিয়মিত চলছে আমাদের যত্নের কাজ।
মিস সোনিয়া ,বসুন্ধরা আমাদের ‘ট্রি ডক্টর’ মো দেলোয়ার তার মেইনটেন্যান্স কার্যক্রমের অংশ হিসেবে গাছগুলোর পরিচর্যায় নিয়োজিত।
আপনার ছাদকে করুন সবুজ ও প্রাণবন্ত। 🌱
তাই আমরা নিয়ে এসেছি বাগান সেবা—একটি সম্পূর্ণ গার্ডেন কেয়ার সল্যুশন।
আমাদের ট্রি ডক্টররা আপনাকে দিচ্ছেন:
গাছের স্বাস্থ্য পরীক্ষা – গাছের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান।
কীটপতঙ্গ নিয়ন্ত্রণ – কীটপতঙ্গ থেকে গাছকে সুরক্ষা।
পরিচর্যা ও পরামর্শ – প্রতিদিনের যত্নে প্রয়োজনীয় গাইডলাইন।
শুধু একটি কল বা বুকিং করলেই আপনার দরজায় পৌঁছে যাবে পেশাদার ট্রি ডক্টর! আপনার বাগানের সবুজ স্পন্দন ধরে রাখতে ভরসা রাখুন গ্রীন সেভার্সে। বাগানের গাছ থাকুক সুস্থ সতেজ, চারপাশে বয়ে আসুক নির্মল বাতাসের ছোঁয়া! 🌼
তবে আর দেরি কেন- আজই বুক করুন, এবং আপনার বাগানকে সঠিক যত্ন দিন! 🌱
এ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
মোবাইলঃ 01909-110601, 01909-110600
ই-মেইলঃ service.greensavers@gmail.com
ওয়েবসাইটঃ www.thegreensavers.org


#বাগানসেবা

মানুষ প্রকৃতিপ্রেমী আর প্রকৃতি তার সৌন্দর্যকে মোহনীয় জাদুতে পৃথিবিকে বিস্ময়ে ভরিয়ে রেখেছে। ছাদের ছোট পরিসরে পরিকল্পিতভাব...
17/09/2025

মানুষ প্রকৃতিপ্রেমী আর প্রকৃতি তার সৌন্দর্যকে মোহনীয় জাদুতে পৃথিবিকে বিস্ময়ে ভরিয়ে রেখেছে। ছাদের ছোট পরিসরে পরিকল্পিতভাবে বাগান করে সহজেই নিজের চাহিদা পূরণ করা যেতে পারে।গাছের সবুজ পাতা আর সতেজ ফল শহরের ধুলোবালির মধ্যে এক টুকরো স্বস্তির পরিবেশ তৈরি করে।
🍁ফুল,ফল আর সতেজ সবজিতে ভরে উঠুক আপনার বাগান।🍁
✅পরিচর্যায় থাকুক আমাদের গাছের ডাক্তার।☺️

প্রতিটি গাছ যেন প্রাণবন্ত থাকে, সেই লক্ষ্যেই নিয়মিত চলছে আমাদের যত্নের কাজ।
মি. ইমতিয়াজ , গুলশান-১-এ আমাদের ‘ট্রি ডক্টর’ মো:দেলোয়ার তার নির্ধারিত মেইনটেন্যান্স কার্যক্রমের অংশ হিসেবে গাছগুলোর পরিচর্যায় নিয়োজিত।

✅ পরিপাটি সবুজ পরিবেশ
✅ নিয়মিত পানি ও পুষ্টি সরবরাহ
✅ গাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ
✅ পোকামাকড় নিয়ন্ত্রণ

আপনার প্রতিষ্ঠানে বা বাসায় নিয়মিত গাছের পরিচর্যার প্রয়োজন হলে —
📞 যোগাযোগ করুন: 01909-110601, 01909-110600
অথবা
💬 বিস্তারিত জানতে কমেন্ট করুন আমাদের পেজে।

#সবুজপরিচর্যা

প্রতিদিনের খাদ্যতালিকায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মরিচ। ঝাল খাবার তৈরির সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো মরিচ। এই মরিচ...
16/09/2025

প্রতিদিনের খাদ্যতালিকায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মরিচ। ঝাল খাবার তৈরির সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো মরিচ। এই মরিচ আবার নানাভাবে খাবারে ব্যবহার করা হয়। রান্নায় তো ব্যবহার হয়ই, পাশাপাশি খাবারের সঙ্গে অনেকে কাঁচা মরিচ খেয়ে থাকেন।

কিন্তু মাঝে মধ্যেই মরিচের দাম আকাশ ছুঁয়ে যায়। তখন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মরিচ কিনতে খুব সমস্যা হয়। তাই বাড়ির ছাদে কিংবা বারান্দা বা বাগানে কম জায়গাতেই চাষ করতে পারেন কাঁচা মরিচ।

★সাধারণত মরিচ চাষের উপযুক্ত সময় হলো মে-জুন। এছাড়া শীতকালের শুরুতে অক্টোবর মাসেও মরিচের বীজ বপন করা যায়। এসময় বীজ বপন করলে মরিচের ভালো ফলন পাওয়া যায়। তবে টবে চাষের জন্য মরিচ গাছ বছরের যেকোনো সময় লাগাতে পারবেন। ঠিক মতো পানি পেলে মরিচ গাছ কিন্তু একেবারে সুন্দর ভাবে বেড়ে উঠতে পারবে।

★মরিচ গাছ চাষের জন্য খুব বড় টব না হলেও চলবে। মাঝারি আকারের টব নিতে হবে এবং সেই টবে দোআঁশ মাটির সঙ্গে সামান্য গোবর সার নিয়ে নিতে হবে। তবে মরিচের বীজ বপন করার আগে বীজকে অবশ্যই ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

★প্রতিদিন ভালো করে পানিও সার দিতে হবে। তবে চারাগাছ কিংবা বীজ থেকে চারা বের হওয়ার পরে কখনোই কড়া রোদে রাখা যাবে না। তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে বা জানালার কাছে রাখতে হবে।

★মরিচ গাছ আস্তে আস্তে বড় হলে যদি কোন এক দিকে ঝুঁকে যায়, তাহলে কোন একটা লাঠি দিয়ে গাছকে সোজা করে দাঁড় করিয়ে রাখুন।

★কিছুদিন পরেই গাছে ফুল দেখা যাবে এবং ফুল ঝরে গিয়ে মরিচ হবে।

★মাঝে মাঝে সার হিসেবে ভার্মিকম্পোজ দিতে পারেন। যদি সেটা না পান তাহলে পাতা পচা সার দিন।

★মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া এক ধরনের রোগ, সেক্ষেত্রে মাঝে মধ্যে পানির মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে এই পানি স্প্রে করতে পারেন।

আমাদের অফিসঃ ৫৯, মিয়া টাওয়ার, দ্বিতীয় তলা, পশ্চিম আগারগাঁও, ঢাকা- ১২০৭
যোগাযোগঃ০১৯০৯১১০৬০১
www.thegreensavers.org
গ্রিন সেভার্স, ঢাকা- ১২০৭।

শহুরে জীবনের কর্মব্যস্ততায় বাগানের সঠিক যত্ন নেওয়া প্রায়ই কঠিন হয়ে পড়ে। কিন্তু গাছগুলোও তো আপনার প্রতিনিয়ত যত্ন চায়! তা...
15/09/2025

শহুরে জীবনের কর্মব্যস্ততায় বাগানের সঠিক যত্ন নেওয়া প্রায়ই কঠিন হয়ে পড়ে। কিন্তু গাছগুলোও তো আপনার প্রতিনিয়ত যত্ন চায়! তাই আমরা নিয়ে এসেছি ট্রি ডক্টর সেবা—একটি সম্পূর্ণ গার্ডেন কেয়ার সল্যুশন। 🌱
আমাদের ট্রি ডক্টররা আপনাকে দিচ্ছেন: 🌿 গাছের স্বাস্থ্য পরীক্ষা – গাছের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান।
🐞 কীটপতঙ্গ নিয়ন্ত্রণ – কীটপতঙ্গ থেকে গাছকে সুরক্ষা।
🍃 পরিচর্যা ও পরামর্শ – প্রতিদিনের যত্নে প্রয়োজনীয় গাইডলাইন।
শুধু একটি কল বা বুকিং করলেই আপনার দরজায় পৌঁছে যাবে পেশাদার ট্রি ডক্টর! আপনার বাগানের সবুজ স্পন্দন ধরে রাখতে ভরসা রাখুন গ্রিন সেভারসে। বাগানের গাছ থাকুক সুস্থ সতেজ, চারপাশে বয়ে আসুক নির্মল বাতাসের ছোঁয়া! 🌼🌞
তবে আর দেরি কেন- আজই বুক করুন, এবং আপনার বাগানকে সঠিক যত্ন দিন! 🌱💚


#বাগানসেবা



আপনার অফিস, লন কিংবা ছাদবাগানের গাছপালার সঠিক পরিচর্যা এবং যত্ন নিশ্চিত করতে গ্রিন সেভার্স দিচ্ছে বাগান সেবা প্যাকেজের স...
14/09/2025

আপনার অফিস, লন কিংবা ছাদবাগানের গাছপালার সঠিক পরিচর্যা এবং যত্ন নিশ্চিত করতে গ্রিন সেভার্স দিচ্ছে বাগান সেবা প্যাকেজের সাথে প্রতি মাসে ফ্রি এক্সপার্ট ভিজিট।

প্রতিটি গাছ যেন প্রাণবন্ত থাকে, সেই লক্ষ্যেই নিয়মিত চলছে আমাদের যত্নের কাজ।
মিস নিলা হোসনে আরা ,গুলশান-২-এ আমাদের ‘ট্রি ডক্টর’ মো দেলোয়ার তার নির্ধারিত মেইনটেন্যান্স কার্যক্রমের অংশ হিসেবে গাছগুলোর পরিচর্যায় নিয়োজিত।

✅ কি ধরনের সেবা পাবেন?
• গাছের স্বাস্থ্যের মূল্যায়ন।
• পোকামাকড় ও রোগের সমস্যা সমাধান।
• সার ও পানি ব্যবস্থাপনার সঠিক পরামর্শ।
• মাটির উর্বরতা পরীক্ষা এবং উন্নতির পরিকল্পনা।
• মৌসুম অনুযায়ী গাছের পরিচর্যার দিকনির্দেশনা।

আমাদের এক্সপার্টদের সঠিক গাইডেন্স এবং ট্রি ডক্টরদের যথাযথ পরিচর্যা আপনার বাগানকে সুস্থ, সবুজ ও ফলনশীল রাখতে সাহায্য করবে।
📞 কল করুন এখনই: 01909-110601,
01909-110600
🌐 ভিজিট করুন: www.thegreensavers.org




ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ একটি জনপ্রিয় সবজি। ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণে থাকে। এটি আপনার দেহের রোগ প্রতি...
13/09/2025

ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ একটি জনপ্রিয় সবজি। ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণে থাকে। এটি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এতে ফাইবার, আয়রন এবং অন্যান্য খনিজ উচ্চ পরিমাণে রয়েছে আর ক্যালরির পরিমাণ সামান্য। ক্যাপসিকামের আকার-আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে সাধারণত ফল গোলাকার ও ত্বক পুরু হয়। এটি আমাদের দেশের প্রচলিত সবজি না হলেও সম্প্রতি এর চাষ প্রসারিত হচ্ছে।
★ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষের পদ্ধতি
মাটিঃবেলে দোআঁশ বা দোআঁশ মাটি ক্যাপসিকাম চাষের জন্য ভালো। ক্যাপসিকাম গাছের সহ্যশক্তি কম থাকায় মাটি ঝুরঝুর করে ব্যবহার করা উচিত। ক্যাপসিকামের গাছ গ্রীষ্ম, বর্ষা, শীত সব মৌসুমে চাষ করা যায়।

বীজ বপনের সময়ঃ অক্টোবর থেকে নভেম্বর মাস।

চারা রোপণঃ টবে গাছ লাগানো ক্ষেত্রে উপযুক্ত মাটি ও ৩০-৪০দিন বয়সের চারা প্রয়োজন। যে কোনো সাইজের টবে এই গাছ রোপণ করা যায়। তবে একটি টবে একটি গাছ রোপণ করাই উত্তম।

সার প্রয়োগঃ মাটি বাছাই করা হলে তার সঙ্গে ১/৩ অংশ গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এবং জিংক অক্সাইড ভালো করে মেশানোর পর টবে প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর ইউরিয়া ও এমওপি দু’ভাগে ২০ ও ৩০ দিন পর প্রয়োগ করতে হবে। সূর্যের তাপে চারা রোপণ করলে চারার ক্ষতি হয়। তাই বিকালে চারা রোপণ করাই ভালো।

পরিচর্যাঃ গাছের গোড়ায় আগাছা জন্মাতে দেয়া যাবে না। আগাছা দেখলেই নিড়ানি দিয়ে ফেলে দিতে হবে। মিষ্টি মরিচ গাছের সহ্যশক্তি কম থাকায় খরা বা জলাবদ্ধতা কোনোটাই সহ্য করতে পারে না। তাই প্রয়োজন মতো পানি দিতে হবে এবং জলাবদ্ধতা রোধে সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। গাছ হেলে পড়া রোধে খুঁটির ব্যবস্থা করতে হবে।

বালাই ব্যবস্থাপনাঃ মিষ্টি মরিচ গাছে সাধারণত কিছু পোকামাকড়, ছত্রাক ও ভাইরাসজনিত রোগের আক্রমণ হয়ে থাকে। পোকার মধ্যে জাবপোকা, এফিড, থ্রিপস, লালমাকড় ও মাইট আক্রমণ করে। ছত্রাকজনিত সাধারণত এনথ্রাকনোজ, উইল্কল্ট রোগে আক্রান্ত হয়।

ভাইরাসজনিত রোগে পাতায় হলদে দাগ পড়ে এবং পাতা কুঁকড়ে আসে। এ রোগে গাছ তুলে মাটিতে পুঁতে ফেলা বা পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই। ভাইরাসজনিত রোগের জন্য তেমন কোনো কীটনাশক পাওয়া যায় না। এছাড়া পোকা বা ছত্রাকজনিত রোগের আক্রমণ হলে কৃষিকর্মীর পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে।

ফসল সংগ্রহঃ মিষ্টি মরিচ সাধারণত সবুজ অবস্থায় খাওয়া হয়। তাই মরিচের রঙ লালচে হওয়ার আগে পরিপক্ক সবুজ অবস্থা সংগ্রহ করতে হবে। সপ্তাহে একবার মরিচ সংগ্রহই উত্তম।

আমাদের অফিসঃ ৫৯, মিয়া টাওয়ার, দ্বিতীয় তলা, পশ্চিম আগারগাঁও, ঢাকা- ১২০৭
www.thegreensavers.org
যোগাযোগঃ০১৯০৯১১০৬০১
গ্রিন সেভার্স, ঢাকা- ১২০৭।

গাছের পাতা পুড়ে  যাওয়ার সমস্যা চোখে পড়ছে এখন বেশি। বিশেষ করে টবের গাছে এই সমস্যা সবচেয়ে বেশি। আজকে গাছের পাতা পুড়ে যাওয়...
11/09/2025

গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা চোখে পড়ছে এখন বেশি। বিশেষ করে টবের গাছে এই সমস্যা সবচেয়ে বেশি। আজকে গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা যাকঃ
১/ অতিরিক্ত রোদের কারণে গাছের পাতা পুড়ে যায়। গরমকালে গাছের শিকড় গাছের সব পাতায় খাবার পৌঁছে দিতে পারে না, ফলে গাছে সরাসরি সূর্যের আলো পড়লে গাছের পাতা পুড়ে যায়। তাই গাছে ছায়ার ব্যবস্থা করে দিতে হবে। ছোট টব হলে ছায়ায় রাখতে হবে। বড় টব হলে টবের নিচে প্লাস্টিকের পাত্র বা ইট দিয়ে রাখতে হবে৷ সরাসরি মাটির সাথে টব লেগে থাকলে গাছে হিট শক হয়।
২/ আর্দ্রতা কমে গেলে গাছে পানির অভাব হয়। তখন গাছ পাতা থেকে পানি শুষে নেয়। পাতায় পর্যাপ্ত পানি না থাকার কারণে গাছের পাতা পুড়ে যায়। তাই গাছ সকালে রোদ, দুপুরে ছায়া পাবে এমন জায়গায় রাখতে হবে এবং বিকালে গাছে পানি দিতে হবে।
৩/ গাছে মালচিং করে দিলে ভালো। মালচিং হিসাবে কোকোপিট বা শুকনো পাতা ব্যবহার করতে হবে।
৪/ গাছের পাতায় পানি লেগে থাকলে তার উপর সূর্যের আলো পড়লে অনেক সময় গাছের পাতা পুড়ে যায়, কারণ পাতার উপরিভাগের পানি ম্যাগনিফাইং গ্লাসের মত কাজ করে। তাই টবের গাছে সকালে বা বিকালে পানি দিতে হবে। দুপুরে গাছে পানি দেওয়া যাবে না।
৫/ তীব্র গরমে গাছে পানি দেওয়া যাবে না। তাহলে গাছের পাতা পুড়ে যাবে। পানি দেওয়ার আগে মাটি ঠান্ডা করে নিতে হবে তারপর গাছে পানি দিতে হবে।
৬/ মাটি খুব বেশি কাদা হয়ে গেলে মাটি হালকা করে খুচিয়ে দিতে হবে।
৭/ গাছের গোড়ার মাটি এঁটেল মাটি হলে পাতা পুড়ে যায়। শিকড়সহ গাছ উঠিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর মাটি পরিবর্তন করে মাটির সাথে ছত্রাকনাশক মিশিয়ে গাছ আবার নতুন করে বসাতে হবে।
৮/ গাছে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার দেওয়া ভালো। এতে গাছের বৃদ্ধি ভালো হবে।
আমাদের অফিসঃ ৫৯ মিয়া টাওয়ার, দ্বিতীয় তলা, পশ্চিম আগারগাঁও, ঢাকা- ১২০৭




শাক-সবজি আমাদের শরীরের ভিটামিন ও খনিজ পর্দাথের উৎস। সুতরাং শাক-সবজি যত টাটকা খাওয়া যায় ততই ভাল। স্বাস্থ্য ভাল রাখার জন...
10/09/2025

শাক-সবজি আমাদের শরীরের ভিটামিন ও খনিজ পর্দাথের উৎস। সুতরাং শাক-সবজি যত টাটকা খাওয়া যায় ততই ভাল। স্বাস্থ্য ভাল রাখার জন্য শহরের বাসিন্দারা টাটকা সবজির জন্য মূলত বাজারের উপর নির্ভরশীল। অথচ অল্প পরিশ্রমেই বাড়ির ছাদে, বারান্দায়, বড়-মাঝারি-ছোট বিভিন্ন আকারের টবে পছন্দ মাফিক শাক-সবজির আবাদ করতে পারে। টবে আবাদযোগ্য শাক-সবজি হল টমেটো, বেগুন, মরিচ, শশা, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, মটরশুটি, কলমি শুটি, কলমি শাক, লাউ, পুঁই শাক, পেঁপে, পুদিনা পাতা, ধনে পাতা, থানকুঁনি, লেটুস, ব্রোকলি ইত্যাদি।
আপনার প্রতিষ্ঠানে বা বাসায় নিয়মিত গাছের পরিচর্যার প্রয়োজন হলে —
📞 যোগাযোগ করুন: 01909-110601, 01909-110600
অথবা
💬 বিস্তারিত জানতে কমেন্ট করুন আমাদের পেজে।
আমাদের অফিসঃ ৫৯, মিয়া টাওয়ার, দ্বিতীয় তলা, পশ্চিম আগারগাঁও, ঢাকা- ১২০৭
www.thegreensavers.org
গ্রিন সেভার্স, ঢাকা- ১২০৭।


ছাদবাগানের গাছগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে?পাতা হলুদ? নতুন কুঁড়ি আসছে না? কী করবেন বুঝে উঠতে পারছেন না?বাগান আপনার, কিন্তু ত...
09/09/2025

ছাদবাগানের গাছগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে?
পাতা হলুদ? নতুন কুঁড়ি আসছে না? কী করবেন বুঝে উঠতে পারছেন না?
বাগান আপনার, কিন্তু তার যত্নের দায়িত্ব আমাদের।

গাছের স্বাস্থ্য, সৌন্দর্য ও সঠিক বৃদ্ধি নিশ্চিত করাই আমাদের মূল কাজ।
আপনার প্রতিষ্ঠানে বা বাসায় নিয়মিত গাছের পরিচর্যার প্রয়োজন হলে —
📞 যোগাযোগ করুন: 01909-110601, 01909-110600
অথবা
💬 বিস্তারিত জানতে কমেন্ট করুন আমাদের পেজে।
-যত্নে বাঁচুক সবুজ-

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Tree Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tree Doctor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram