22/03/2021
স্বপ্নের ও গর্বের মসজিদ,
আলহামদুলিল্লাহ, চৌধুরীপাড়ার এলাকাবাসীর অনেক দিনের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে কাজ শুরু করছে আশ্রয় ফাউন্ডেশন। এইজন্য ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে অর্থ সংগ্রহ ও বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।।
আরাজী চিলারং(চৌধুরীপাড়া) জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ এগিয়ে চলছে,,,আমরা সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে,,, কারণ আল্লাহর দয়া ও রহমত ছাড়া এর কিছূই সম্ভব না,,, এবং যাদের অক্লান্ত পরিশ্রমের আয়ের টাকায় আজ আল্লাহর ঘর মসজিদ বাস্তবায়ন হতে যাচ্ছে তারাই হল আমাদের এলাকাবাসী,,,আল্লাহর দয়া ও রহমত ছাড়া যদি এলাকাবাসী এগিয়ে না আসত তা কখনো সম্ভব হতো না।
আর এই মসজিদ বস্তবায়নের লক্ষে এখনো অনেক কাজ বাকী আছে,,,আর্থিক সংকটের জন্য কি বন্ধ হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের কাজ???
তাই আসুন না আমাদের বন্ধু তালিকায় থাকা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী,, বিশেষ করে যারা চাকুরীজীবি ও শহরে বসবাস করেন সকলের দৃষ্টি আর্কষন করছি আল্লাহর ঘর মসজিদের বাকী কাজের জন্য ইট, বালি, সিমেন্ট ও আর্থিক ভাবে সাহায্য সহযোগীতা করার বিনীত অনু্রোধ করা হইল ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে।
আপনারা চাইলে যে যতটকুই পারেন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ পুনঃনির্মাণ কাজে আর্থিক সাহায্য ও সহযোগিতা করতে পারেন।
আল্লাহ আমাদের সকলের দান-অনুদান কে কবুল করুক
আগ্রহী থাকলে যোগাযোগ করুন।
০১৭৯৩৯-৮৯২৬৩( বিকাশ ও নগদ)
E-Mail:ashroyfoundation2020@gmail.com
FB Group Link: https://rb.gy/e1mdba
FGB Page Link: https://www.facebook.com/ashroyfoundation20
CEO: https://www.facebook.com/Maruf01793
Vice president: https://www.facebook.com/armin.chowdhury.90
"আশ্রয় ফাউন্ডেশন"
চৌধুরীপাড়া বন্ধু সংঘ
(একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন)
আমিন !!!
[পোষ্টটি বেশি বেশি শেয়ার ক্রুন]