আশ্রয় ফাউন্ডেশন -CFC

আশ্রয় ফাউন্ডেশন -CFC Serve For Humanitarian

👉ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন👈⏹️এখন থেকে ঘরে বসেই অনলাইনে https://surokkha.gov.bd/ অথবা সুরক্ষা অ্যপের মাধ্যমে ভ্যাক...
20/08/2021

👉ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন👈
⏹️এখন থেকে ঘরে বসেই অনলাইনে https://surokkha.gov.bd/ অথবা সুরক্ষা অ্যপের মাধ্যমে ভ্যাক্সিনের জন্য আবেদন করতে পারবেন ।

ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ এবং জনসাধারনের জন্য সর্বনিম্ন ২৫ বছর নির্ধারণ করেছে সরকার ।

তাই আর দেরি না করে যারা এখনো করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি, তারা রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রীতে।

উপরে উল্লেখিত ওয়েব সাইটে নিজের মোবাইল থেকেই নিবন্ধন করতে পারেন। বাজারে অনেক ব্যবসায়ী যার কাছে যেমন পাচ্ছে নিচ্ছে।
প্রতিদিন চৌধুরী বন্ধু সংঘের উদ্যেগে ও আশ্রয় ফাউন্ডশনের সহযোগিতায় ফ্রি নিবন্ধন করা হচ্ছে।
⏹️রেজিষ্ট্রেশন করতে জাতীয় পরিচয়পত্রের নাম্বার ও মোবাইল নাম্বার সহ যোগাযোগ করুন⬇️

সবাইকে জানাই আসন্ন পবিত্র মাহে রমজানের আশ্রয় ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা।  এই রমজান  হোক শান্তি ও সমৃদ্ধির এবং...
09/04/2021

সবাইকে জানাই আসন্ন পবিত্র মাহে রমজানের আশ্রয় ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা।
এই রমজান হোক শান্তি ও সমৃদ্ধির এবং বিশ্ব যেন পায় করোনা থেকে মুক্তি।
তাই আসুন আমরা সকলে মানবতার সেবায় এগিয়ে যাই এবং রমজানের জন্য প্রস্তুতি নিই ।

স্বপ্নের ও গর্বের মসজিদ,আলহামদুলিল্লাহ, চৌধুরীপাড়ার এলাকাবাসীর অনেক দিনের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে কাজ শুরু কর...
22/03/2021

স্বপ্নের ও গর্বের মসজিদ,
আলহামদুলিল্লাহ, চৌধুরীপাড়ার এলাকাবাসীর অনেক দিনের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে কাজ শুরু করছে আশ্রয় ফাউন্ডেশন। এইজন্য ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে অর্থ সংগ্রহ ও বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।।
আরাজী চিলারং(চৌধুরীপাড়া) জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ এগিয়ে চলছে,,,আমরা সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে,,, কারণ আল্লাহর দয়া ও রহমত ছাড়া এর কিছূই সম্ভব না,,, এবং যাদের অক্লান্ত পরিশ্রমের আয়ের টাকায় আজ আল্লাহর ঘর মসজিদ বাস্তবায়ন হতে যাচ্ছে তারাই হল আমাদের এলাকাবাসী,,,আল্লাহর দয়া ও রহমত ছাড়া যদি এলাকাবাসী এগিয়ে না আসত তা কখনো সম্ভব হতো না।
আর এই মসজিদ বস্তবায়নের লক্ষে এখনো অনেক কাজ বাকী আছে,,,আর্থিক সংকটের জন্য কি বন্ধ হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের কাজ???
তাই আসুন না আমাদের বন্ধু তালিকায় থাকা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী,, বিশেষ করে যারা চাকুরীজীবি ও শহরে বসবাস করেন সকলের দৃষ্টি আর্কষন করছি আল্লাহর ঘর মসজিদের বাকী কাজের জন্য ইট, বালি, সিমেন্ট ও আর্থিক ভাবে সাহায্য সহযোগীতা করার বিনীত অনু্রোধ করা হইল ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে।
আপনারা চাইলে যে যতটকুই পারেন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ পুনঃনির্মাণ কাজে আর্থিক সাহায্য ও সহযোগিতা করতে পারেন।
আল্লাহ আমাদের সকলের দান-অনুদান কে কবুল করুক
আগ্রহী থাকলে যোগাযোগ করুন।
০১৭৯৩৯-৮৯২৬৩( বিকাশ ও নগদ)
E-Mail:ashroyfoundation2020@gmail.com
FB Group Link: https://rb.gy/e1mdba
FGB Page Link: https://www.facebook.com/ashroyfoundation20
CEO: https://www.facebook.com/Maruf01793
Vice president: https://www.facebook.com/armin.chowdhury.90
"আশ্রয় ফাউন্ডেশন"
চৌধুরীপাড়া বন্ধু সংঘ
(একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন)
আমিন !!!
[পোষ্টটি বেশি বেশি শেয়ার ক্রুন]

আসসালামু আলাইকুম,সন্মানিত আশ্রয় ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।আমাদের অফিশিয়াল কার্যক্রম বেশ কিছুদিন যাবত বন্ধ ছিল।আমরা আগামীকা...
22/10/2020

আসসালামু আলাইকুম,
সন্মানিত আশ্রয় ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।
আমাদের অফিশিয়াল কার্যক্রম বেশ কিছুদিন যাবত বন্ধ ছিল।
আমরা আগামীকাল অনলাইন মিটিংয়ে আশ্রয় পরিবার একত্রিত হতে যাচ্ছি ঠিক রাত ৯ টায়। মিটিংয়ে ফাউন্ডেশনের পরবর্তী পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের উপস্তিতি অত্যান্ত জরুরী। সদস্য ছাড়াও আপনারা বিশেষ অথিতি হিসেবে আমাদের মিটিংয়ে যুক্ত হয়ে মতামত প্রকাশ করতে পারেন।
প্রতিটি সদস্যের মুঠোফোনে CFC থেকে জানিয়ে দেয়া হবে এবং মিটিংয়ের ১৫ মিনিট পূর্বে ফাউন্ডেশনের Messenger গ্রুপে google meet এর লিংক শেয়ার করা হবে।
সবাইকেই join করার জন্য আহবান করা হইল।
ধন্যবাদ,
আল্লাহ হাফেজ।।

আসসালামু আলাইকুম, সম্মানিত আশ্রয় ফাউন্ডেশনের সদস্য  বৃন্দ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন,তবে যতটা ভালো থাকার কথা ঠিক তত...
19/08/2020

আসসালামু আলাইকুম,
সম্মানিত আশ্রয় ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।
আশা করি আপনারা সবাই ভালোই আছেন,তবে যতটা ভালো থাকার কথা ঠিক ততটাও না।
কেননা প্রতিনিয়ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তাই আমাদের সকলকে ভীত না হয়ে আরও বেশি নিজে সচেতন ও দায়িত্বশীল হয়ে পরিবারে সেবা দেয়া উচিত। যদি আমাদের পরিবার কে রক্ষা ও সাহায্য করতে না পারি অন্যথায় আমরা সমাজের সেবা করবো কিভাবে?
এছাড়াও আত্নীয় স্বজন দের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
আর আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম আপাতত খুব ধীর গতিতে চলমান রয়েছে। আশ্রয় ফাউন্ডেশন আছে আর থাকবেও।ইনশাআল্লাহ আমরাও একদিন অনেক বড় হব।
আমাদের চিন্তা ভাবনা মন মানসিকতাই আমাদের ও আমাদের ফাউন্ডেশনের পরিচয় বহন করছে। সমাজ সেবক ত সবাই হতে পারে না।

আমরা ইতিমধ্যে সরকারের নিকট সাহায্যের জন্য আবেদনও করেছি।কিছু পেলে পেতেও পারি। ফাউন্ডেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক প্রতিনিয়ত দেশি-বিদেশি ডোনার খুজছেন।

আমাদের সম্মানিত চেয়ারম্যান এর অনুদান হাতে পেয়েছি ।এটা আমাদের জন্য একটা খূশির সংবাদ।
ফাউন্ডেশনে প্রতিটি অনুদান/সাহায্য আমাদের কাছে চালিকাশক্তি বা টনিক হিসেবে কাজ করবে।
প্রতিটি সদস্যের সুস্থতা ও নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের ক্যাম্পেইন গুলাও থমকে আছে।
তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার একতার সাথে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হবে।
তবে এখন আমাদের ফাউন্ডেশনের সদস্য ও সেচ্ছাসেবক হিসেবে করণীয় হচ্ছে ঘরে থেকেই ফাউন্ডেশন সম্পর্কে অবগত হওয়া এবং ফাউন্ডেশনে পরামর্শ ও মতামত প্রয়োগ করা।
নিজ দায়িত্ব ও জায়গা থেকে মাসিক/সাপ্তাহিক চাদা কোষাধ্যক্ষ এর নিকট জমা দিতে অসম্ভব হলে নিজের কাছে আমানত রাখা।
আরও একটি না বললেই নয় আমাদের ফাউন্ডেশনে দেশের বিভিন্ন প্রান্ত হতে সরাসরি ফোন কল এবং ফেসবুক পেজে অনেকেই বিভিন্নরকম সাহায্যের জন্য আবেদন করছেন,সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি তাই করছি।
আমরা প্রত্যেকেই নিরাপদ জায়গায় থেকেই আমাদের ফাউন্ডেশনের প্রচারণা চালিয়ে যাবো এবং ভালো কাজে উদ্বুদ্ধ করবো। ভাবনা থেকেই হোক ভালো কাজের শুরু তবেই আমরা একদিন সমাজ টাকে বদলে দিব।
আপনার অপেক্ষায় রইলাম।
সবাইকে অনেক ধন্যবাদ এবং সবারই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
-মারুফ (সা.স)
আশ্রয় ফাউন্ডেশন।
(ইহা একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন)

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
31/07/2020

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

আজ বিকাল  বেলা স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের প্রথম ক্যাম্পেইন সম্পন্ন হলো। আমাদের প্রধান আকর্ষণ ছিল ছোট্টরা।আমরা বিভিন্ন...
10/06/2020

আজ বিকাল বেলা স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের প্রথম ক্যাম্পেইন সম্পন্ন হলো। আমাদের প্রধান আকর্ষণ ছিল ছোট্টরা।
আমরা বিভিন্ন এলাকার পাড়া-মহল্লাকে ছোট ছোট ভাগে করেছি যাতে করে ভীড় না হয় এবং সামাজিক দূরতত্বের নিয়ম রক্ষা হয়।
এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবার কর্মী ও আমাদের কয়েকজন সদস্য।
এখন থেকে প্রতিদিন আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
১/সবাইকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা।
২/স্বাস্থ্য বিধি সম্পর্কে সঠিক ধারণা দেয়া
৩/ছোট্ট ও বয়োজ্যেষ্ঠ দের নিয়ে বিশেষ সচেতনতা
৪/গরীব ও অসহায়ের জন্য সাবান ও হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করা
৫/পরিষ্কার ও পরিচ্ছন্নতার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে সঠিক শিক্ষা প্রদান করা।
(একদল অভিজ্ঞতা সম্পন্ন সেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হবে)

উপরিউক্ত সকল কার্যাবলির জন্য আমাদের সদস্য যাতবীয় খরচ বহন করছে।
তার পরেও আমরা আর্থিক সংকটের মধ্যে রয়েছি এবং নগদ অর্থ সংগ্রহের কাজ চলছে।
আপনারা যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আবারও সংগঠনের কাজ চলমান রাখার জন্য আপনাদের কাছে সাহায্য,সহযোগিতা ও পরামর্শ প্রার্থী।।
০১৭৯৩৯৮৯২৬৩(বিকাশ ও নগদ)
"আশ্রয় ফাউন্ডেশন"
চৌধুরীপাড়া বন্ধু সংঘ
(একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন)

ঈদ মোবারক!!আলহামদুলিল্লাহ আমরা আরও একটি রমজানের ঈদ উপহার পেলাম।। সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।ইনশাআল্লাহ পৃ...
24/05/2020

ঈদ মোবারক!!
আলহামদুলিল্লাহ আমরা আরও একটি রমজানের ঈদ উপহার পেলাম।।
সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ইনশাআল্লাহ পৃথিবীর এ আধার একদিন কেটে যাবে।।
এইবারের ঈদের আনন্দ না হয় ঘরে থেকেই প্রিয় মানুষদের সাথে ভাগাভাগি করে নেই।।

ভালোবাসি ঠাকুরগাঁও ❤❤
24/05/2020

ভালোবাসি ঠাকুরগাঁও ❤❤

Address

Akhanagarbazar
Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when আশ্রয় ফাউন্ডেশন -CFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram