11/04/2025
ঢাকায় থেকে ৫০ হাজার টাকা ইনকাম করা আর ঠাকুরগাঁও এ থেকে ২০-২২ হাজার টাকা ইনকাম করা সমান।। এখানে বাসা ভাড়া লাগেনা।। খাওয়ার খরচ অনেক কম।। আমার পিচ্চিটা খুব ভালো একটা পরিবেশে বড় হচ্ছে।। খেলাধুলার সুযোগ পাচ্ছে।। দাদা ও নানা বাড়ির সবাইক পাচ্ছে।। আমি তাকে যথেষ্ট সময় দিতে পারছি।।ধুলিবিহীন নির্মল পরিবেশে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।। ঢাকায় আমি সব কিছু ছেড়ে শুধু আমার স্ত্রী সন্তান কে সময় দেওয়ার জন্য খালি হাতেই চলে আসি আল্লাহর উপর তাওয়াক্কুল করে।। এরপর খুব অল্প সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীর একটা সার্কুলার হয় তারা দেশের বিভিন্ন জেলায় মেডিকেল অফিসার নিবে।।সেখানে এপ্লিকেশন করে আবার পরীক্ষায় সিলেক্টেড হই আর আল্লাহর রহমতে আমার নিজ জেলাতেই পোস্টিং হয়।। আমি সবসময় হারাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি।।আল্লাহ আমাকে সাহায্য করেছেন।। সত্যি কথা বলতে কিছু ডায়াগনস্টিক সেন্টার আসলেই খারাপ তবে সবাই না।। আমি এক জায়গায় প্রথম দিকে কিছুদিন প্রাকটিস করছিলাম কিন্তু তারা কিছুদিন যাওয়ার পর সুস্থ রোগীকেও অযথা টেস্ট এর জন্য চাপ দিতো।।এরপর আমি সেটা ছেড়ে দেই।।আর হালাল কিছুর সন্ধান করতে থাকি।। এরপর একটি নার্সিং ইনস্টিটিউটে লেকচারার হিসেবে যোগ দেই গেস্ট টিচার হিসেবে।। এরপর সশস্ত্র বাহিনীর এখানে।। সাথে ২ টা নার্সিং ইনস্টিটিউটের লেকচারার (গেস্ট টিচার) হিসেবে আছি।। স্বাধীনভাবে নিজের মতো এক জায়গায় চেম্বার করি যেখানে আমাকে টেস্ট লিখার জন্য কেউ চাপ দেয় না।। আমার এসব অর্জন তেমন কিছুই না,, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পছন্দ করি।। আলহামদুলিল্লাহ আমার থেকেও অনেকে অনেক ভালো জায়গায় আছেন।। আরো ভালো জায়গায় যান দোয়া রইলো।।
আল্লাহ কুরআনে নেক কার স্ত্রী ও সন্তান কে চক্ষু শীতলকারী বলেছেন এবং এরকম স্ত্রী সন্তান এর জন্য দোয়া করতে বলেছেন :
আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’ সূরা ফুরকান আয়াত ৭৪।।
আমি হয়তো এই সময় গুলো আর কখনোই পেতাম না।।বর্তমানে এত বেশি ফেতনা যে পরিবারের সাথে থাকাটা খুব জরুরী।। অযথা সন্তানাদিদের ভালোবাসা থেকে বঞ্চিত করার কোন মানে হয় না।। মানুষ জন সারা জীবন কথা বলবেই।। দিনশেষে আপনি অল্পে সন্তুষ্ট থাকতে পারলে আপনার জন্য খুব সহজ।।আল্লাহ সবাইকে ভালো রাখুক।। ফিলিস্তিনী মুসলিম দের জন্য আমাদের দোয়া,টাকা আর তাদের পন্য বর্জন কে কবুল করুক,,,মুসলিম দেশের শাসক দের ঐক্যবদ্ধ হওয়ার তওফিক দিক, আমিন।।
নার্সিং students দের জন্য আমার পেজ:
https://www.facebook.com/share/1EKwsFw1ZT/
My FB page for online consultation as General Physician:
https://www.facebook.com/share/1C2n6Na6vc/