Nursing made easy

Nursing made easy Here you will get the classes of your 1st year to final year..

এরকম রোগী কেউ কী দেখেছেন??
17/05/2025

এরকম রোগী কেউ কী দেখেছেন??

17/04/2025

এই ভিডিওটি নার্সিং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক – "হার্ট" বা হৃদপিণ্ড নিয়ে ভাইভা প্রশ্নোত্তর আলোচনা নিয়ে তৈরি।। যারা নার্সিং ভাইভার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি হবে চমৎকার একটি গাইডলাইন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে হার্ট সম্পর্কিত ভাইভা নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না।




















14/04/2025

আশা করি ইসিজি লিড বসানো নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়েছে ।।ভিডিও ২ টি আপনাদের সারা জীবন কাজে লাগবে ইংশা আল্লাহ ।।

13/04/2025

Follow our page to get more information..

জিহবা দেখবেন যদি ভিজা থাকে তাহলে No dehydration..যদি হালকা ভিজা থাকে তাহলে mild dehydration..আর যদি একদম শুকনা তাহলে Severe dehydration...এই একটা মনে রাখলেই হবে।। এছাড়া আমরা চোখ দেখেও dehydration বুঝি।।
Eye normal =No dehydration
Eye sunken(ভিতরে ঢুকে যাওয়া)=Mild dehydration
Eye very Sunken(খুব ভিতরে ঢুকে যাওয়া) =Severe dehydration..









ঢাকায় থেকে ৫০ হাজার টাকা ইনকাম করা আর ঠাকুরগাঁও এ থেকে ২০-২২  হাজার টাকা ইনকাম করা সমান।। এখানে বাসা ভাড়া লাগেনা।। খাওয়া...
11/04/2025

ঢাকায় থেকে ৫০ হাজার টাকা ইনকাম করা আর ঠাকুরগাঁও এ থেকে ২০-২২ হাজার টাকা ইনকাম করা সমান।। এখানে বাসা ভাড়া লাগেনা।। খাওয়ার খরচ অনেক কম।। আমার পিচ্চিটা খুব ভালো একটা পরিবেশে বড় হচ্ছে।। খেলাধুলার সুযোগ পাচ্ছে।। দাদা ও নানা বাড়ির সবাইক পাচ্ছে।। আমি তাকে যথেষ্ট সময় দিতে পারছি।।ধুলিবিহীন নির্মল পরিবেশে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।। ঢাকায় আমি সব কিছু ছেড়ে শুধু আমার স্ত্রী সন্তান কে সময় দেওয়ার জন্য খালি হাতেই চলে আসি আল্লাহর উপর তাওয়াক্কুল করে।। এরপর খুব অল্প সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীর একটা সার্কুলার হয় তারা দেশের বিভিন্ন জেলায় মেডিকেল অফিসার নিবে।।সেখানে এপ্লিকেশন করে আবার পরীক্ষায় সিলেক্টেড হই আর আল্লাহর রহমতে আমার নিজ জেলাতেই পোস্টিং হয়।। আমি সবসময় হারাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি।।আল্লাহ আমাকে সাহায্য করেছেন।। সত্যি কথা বলতে কিছু ডায়াগনস্টিক সেন্টার আসলেই খারাপ তবে সবাই না।। আমি এক জায়গায় প্রথম দিকে কিছুদিন প্রাকটিস করছিলাম কিন্তু তারা কিছুদিন যাওয়ার পর সুস্থ রোগীকেও অযথা টেস্ট এর জন্য চাপ দিতো।।এরপর আমি সেটা ছেড়ে দেই।।আর হালাল কিছুর সন্ধান করতে থাকি।। এরপর একটি নার্সিং ইনস্টিটিউটে লেকচারার হিসেবে যোগ দেই গেস্ট টিচার হিসেবে।। এরপর সশস্ত্র বাহিনীর এখানে।। সাথে ২ টা নার্সিং ইনস্টিটিউটের লেকচারার (গেস্ট টিচার) হিসেবে আছি।। স্বাধীনভাবে নিজের মতো এক জায়গায় চেম্বার করি যেখানে আমাকে টেস্ট লিখার জন্য কেউ চাপ দেয় না।। আমার এসব অর্জন তেমন কিছুই না,, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পছন্দ করি।। আলহামদুলিল্লাহ আমার থেকেও অনেকে অনেক ভালো জায়গায় আছেন।। আরো ভালো জায়গায় যান দোয়া রইলো।।
আল্লাহ কুরআনে নেক কার স্ত্রী ও সন্তান কে চক্ষু শীতলকারী বলেছেন এবং এরকম স্ত্রী সন্তান এর জন্য দোয়া করতে বলেছেন :
আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’ সূরা ফুরকান আয়াত ৭৪।।

আমি হয়তো এই সময় গুলো আর কখনোই পেতাম না।।বর্তমানে এত বেশি ফেতনা যে পরিবারের সাথে থাকাটা খুব জরুরী।। অযথা সন্তানাদিদের ভালোবাসা থেকে বঞ্চিত করার কোন মানে হয় না।। মানুষ জন সারা জীবন কথা বলবেই।। দিনশেষে আপনি অল্পে সন্তুষ্ট থাকতে পারলে আপনার জন্য খুব সহজ।।আল্লাহ সবাইকে ভালো রাখুক।। ফিলিস্তিনী মুসলিম দের জন্য আমাদের দোয়া,টাকা আর তাদের পন্য বর্জন কে কবুল করুক,,,মুসলিম দেশের শাসক দের ঐক্যবদ্ধ হওয়ার তওফিক দিক, আমিন।।

নার্সিং students দের জন্য আমার পেজ:
https://www.facebook.com/share/1EKwsFw1ZT/
My FB page for online consultation as General Physician:
https://www.facebook.com/share/1C2n6Na6vc/










10/04/2025

সিলেটে ঈদের ছুটিতে ৯ দিনে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ২৭৫ টি নরমাল ডেলিভারী।। হাসপাতাল আর ক্লিনিক গুলোতে যে কি রকম সিজারের বানিজ্য চলে বলা বাহুল্য।। আমরা আশা রাখি এই ট্রেডিশন বন্ধ হয়ে যাবে।। প্রয়োজন ছাড়া সিজার নয়।। নরমাল ডেলিভারীতেই মা বাচ্চা প্রসব করবে।।









  bud of tongue
09/04/2025

bud of tongue









07/04/2025

১২ ই, এপ্রিল, সবাই প্রস্তুত হয়ে যান।। রোড মার্চ টু গাজা ইংশা আল্লাহ।।






https://www.facebook.com/share/v/1FZFS5fdA8/

07/04/2025



আপনি কি জানেন??
ইয়েমেন এর হুতিরা যেটা পেরেছে আর পৃথিবী বাসীর কেউই বর্তমানে সেটা পারেনি।। ইহুদীদের সহায়তা করতে যাবতীয় যুদ্ধের ট্যাংক,মিসাইল,অস্ত্র দিতো আমেরিকা এবং সেটা লোহিত সাগর দিয়ে আনতে চাইলে লোহিত সাগরে অবস্থিত ইয়েমেন সেখানে বিদ্রোহ করলে তারা লেজ গুটিয়ে চলে যায় ও বর্তমানে আরব রাষ্ট্র গুলো দিয়ে সেগুলো সরবারহ করছে।।

07/04/2025






Pls raise your voice for gaza..
Pray for them..
Avoid their business products..
Give financial support to them by authentic organization..
You can donate here which is 100% authentic..
https://www.facebook.com/share/16MsroUTDd/




হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ
গভ. রেজিষ্ট্রেশন নং S13879/22
ডনেশন লিংক- https://hcsb.org.bd/donate/
website- www.hcsb.org.bd
Mobile/What's app:-
01406-970907
01919-889294
01727-216100

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing made easy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category