Ever Fashion Blood Bank

Ever Fashion Blood Bank সেচ্ছায় করি রক্তদান � হাসবে রোগী, বাঁচবে প্রাণ �

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান- ১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট২. কুর্মিটোলা জেনারেল হাস...
21/07/2025

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

Donate Blood, Save Life.

07/06/2025

🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা! 🕋
ঈদ মানে ত্যাগ, কোরবানির মহত্ত্ব ও হৃদয়ের পবিত্রতা।
এই পবিত্র দিনে আল্লাহ আমাদের ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভের সুযোগ করে দেন।

আসুন, ঈদ-উল-আযহার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে—
ভ্রাতৃত্ব, সহানুভূতি ও ভালোবাসায় গড়ে তুলি একটি মানবিক সমাজ।

✨ আপনাদের এবং আপনাদের পরিবারের প্রতি রইল ঈদের অফুরন্ত শুভেচ্ছা ও দোয়া।
ঈদ মোবারক! 🌸

নোটিশ ❤️
04/06/2025

নোটিশ ❤️

📱 আমাদের পরিবারের শিশু-কিশোরদের ইন্টারনেট আসক্তি থেকে রক্ষা করব কীভাবে?আমার চাওয়া, আমার মেয়ে, ভাই, বোন যেন কখনোই ইন্টারন...
18/05/2025

📱 আমাদের পরিবারের শিশু-কিশোরদের ইন্টারনেট আসক্তি থেকে রক্ষা করব কীভাবে?
আমার চাওয়া, আমার মেয়ে, ভাই, বোন যেন কখনোই ইন্টারনেটে আসক্ত না হয়। তারা যেন কিশোর গ্যাং, মাদক, বা অপরাধমূলক কোনো পথের দিকে না যায়। ওরা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ আর পরিবারের ভালোবাসায় বড় হয়।
🔸 সন্তানদের সময় দিন – ওদের সঙ্গে কথা বলুন, খেলুন, গল্প করুন। ওরা যেন জানে, পরিবারের ভালোবাসা মোবাইলের চেয়ে অনেক বেশি মজার।
🔸 ইন্টারনেট ব্যবহার সীমিত করুন – সময় বেঁধে দিন, বয়স উপযোগী কনটেন্ট দেখার অভ্যাস গড়ুন।
🔸 ইসলামি শিক্ষা দিন – নামাজ, কোরআন, আদব-আখলাক শেখান ছোটবেলা থেকেই।
🔸 বাস্তব জীবনের আনন্দ চিনাতে সাহায্য করুন – মাঠে খেলা, বই পড়া, প্রাকৃতিক ভ্রমণ – এসব আনন্দ তাদের মন কেড়েই নেবে।
আমরা সবাই সচেতন হলে, আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রযুক্তি-সচেতন কিন্তু নৈতিকতায় দৃঢ়।
আসুন, আজ থেকেই সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য সচেষ্ট হই।

আল্লাহ, আমাদের সন্তানদের হেফাজত করুন। ওদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ওরা যেন আপনার প্রিয় বান্দা হয়ে উঠে, আমাদের পরিবার ও সমাজের জন্য রহমত হয়ে দাঁড়ায়। আমিন।



অপারেশনের রোগীর জন্য Rj Habib এর AB+ রক্তদান।আমরা রোগী ও রক্তদাতার সুস্থতা কামনা করছি।
22/04/2025

অপারেশনের রোগীর জন্য Rj Habib এর AB+ রক্তদান।আমরা রোগী ও রক্তদাতার সুস্থতা কামনা করছি।

16/04/2025

কুইজ প্রতিযোগিতায় অংশ নিন এবং আপনার মেধা যাচাই করুন!
আজকের প্রশ্ন: ০২) বাংলাদেশের সর্বমোট সিমান্ত দৈর্ঘ্য কত?
সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতিদিন লটারীর মাধ্যেমে দৈনিক একজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রতিদিন একজন করে বিজয়ী পাবেন ২০ টাকা মোবাইল রিচার্জ ।
বিজয়ীদের মধ্যে থেকে প্রতি মাসে লটারীর মাধ্যেমে ১ম, ২য়, ৩য় এই তিনজনের নাম ঘোষণা করা হবে, এই তিনজন বিজয়ী পাবেন নেত্র আইটি সেন্টারের পক্ষ থেকে আকর্ষনীয় গিফট।
নিয়মাবলী
📌সঠিক উত্তর দিতে হবে বানান সঠিক থাকতে হবে)
📌সর্বনিম্ন দুইজনকে ম্যানশন করতে হবে।
📌পোস্ট শেয়ার করতে হবে (আইডি লক থাকেলে কমেন্টে শেয়ার করতে হবে)।
📌পোস্ট করার ২৪ ঘন্টার মধ্যে সঠিক উত্তর দিতে হবে।
সবাই কুইজে অংশগ্রহন করুন।
প্রতিদিনের প্রশ্ন পেতে আমাদের সোশ্যাল মিডিয়া পেইজ গুলো ফলো করুন।
আমাদের গত কালকের বিজয়ী: Dipty Sarkar
আমাদের এডমিনের সাথে যোগাযোগ করে নাম্বার শেয়ার করবেন আপনার নাম্বারে রিচার্জ
করে দেওয়া হবে।

20/02/2025

জরুরী B- রক্ত দরকার।

লোকেশন : টঙ্গী

It's real love ❤️. Thank you very much Md Imran নতুন বছর শুরু মহৎ কর্ম সাধনে ❤️Ever Fashion Blood Bank
20/01/2025

It's real love ❤️. Thank you very much Md Imran

নতুন বছর শুরু মহৎ কর্ম সাধনে ❤️

Ever Fashion Blood Bank

রক্তে বিনিময়ে কেনা এই দেশে মোর,সরকার ফ্যাসিবাদী, নেতারা বর্বর।এ যুগের যোদ্ধা সার্থক তখনি,অন্যায় রুখে দাও আজকেই, এখনি। বি...
16/12/2024

রক্তে বিনিময়ে কেনা এই দেশে মোর,
সরকার ফ্যাসিবাদী, নেতারা বর্বর।
এ যুগের যোদ্ধা সার্থক তখনি,
অন্যায় রুখে দাও আজকেই, এখনি।

বিজয় দিবসের শুভেচছা 🇧🇩

অপারেশনের রোগীকে ২য় বারের মতো রক্তদান করেছেন আমাদের স্টোরের রমজান। ❤️রক্তদাতা এবং রোগীর সুস্থতা কামনা করছি। 🤲
24/10/2024

অপারেশনের রোগীকে ২য় বারের মতো রক্তদান করেছেন আমাদের স্টোরের রমজান। ❤️

রক্তদাতা এবং রোগীর সুস্থতা কামনা করছি। 🤲

রক্তশূন্যতায় ভোগা রোগীকে ৪র্থ বারের মতো B+ রক্তদান করলেন আমাদের স্টোরের স্বপন। ❤️রক্তদাতা এবং রোগীর সুস্থতা কামনা করছি। ...
23/10/2024

রক্তশূন্যতায় ভোগা রোগীকে ৪র্থ বারের মতো B+ রক্তদান করলেন আমাদের স্টোরের স্বপন। ❤️

রক্তদাতা এবং রোগীর সুস্থতা কামনা করছি। ❤️🩸

Address

Ever Fashion Tongi Ltd
Tongi
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ever Fashion Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category