18/05/2025
📱 আমাদের পরিবারের শিশু-কিশোরদের ইন্টারনেট আসক্তি থেকে রক্ষা করব কীভাবে?
আমার চাওয়া, আমার মেয়ে, ভাই, বোন যেন কখনোই ইন্টারনেটে আসক্ত না হয়। তারা যেন কিশোর গ্যাং, মাদক, বা অপরাধমূলক কোনো পথের দিকে না যায়। ওরা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ আর পরিবারের ভালোবাসায় বড় হয়।
🔸 সন্তানদের সময় দিন – ওদের সঙ্গে কথা বলুন, খেলুন, গল্প করুন। ওরা যেন জানে, পরিবারের ভালোবাসা মোবাইলের চেয়ে অনেক বেশি মজার।
🔸 ইন্টারনেট ব্যবহার সীমিত করুন – সময় বেঁধে দিন, বয়স উপযোগী কনটেন্ট দেখার অভ্যাস গড়ুন।
🔸 ইসলামি শিক্ষা দিন – নামাজ, কোরআন, আদব-আখলাক শেখান ছোটবেলা থেকেই।
🔸 বাস্তব জীবনের আনন্দ চিনাতে সাহায্য করুন – মাঠে খেলা, বই পড়া, প্রাকৃতিক ভ্রমণ – এসব আনন্দ তাদের মন কেড়েই নেবে।
আমরা সবাই সচেতন হলে, আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রযুক্তি-সচেতন কিন্তু নৈতিকতায় দৃঢ়।
আসুন, আজ থেকেই সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য সচেষ্ট হই।
আল্লাহ, আমাদের সন্তানদের হেফাজত করুন। ওদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ওরা যেন আপনার প্রিয় বান্দা হয়ে উঠে, আমাদের পরিবার ও সমাজের জন্য রহমত হয়ে দাঁড়ায়। আমিন।