Dr OMAR FARUK RUBEL

Dr OMAR FARUK RUBEL শারীরিক যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন ০১৭৫২৯৮৮৪৬৭
(1)

15/08/2025
👉 পৃথিবীর ৮৮ টি দেশে হোমিওপ্যাথি ! 🏥 WHO এর একটি রিপোর্ট (2019) অনুযায়ী, পৃথিবীর অন্তত ৮৮টি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা চর্...
13/08/2025

👉 পৃথিবীর ৮৮ টি দেশে হোমিওপ্যাথি !
🏥 WHO এর একটি রিপোর্ট (2019) অনুযায়ী, পৃথিবীর অন্তত ৮৮টি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা হয় এবং প্রায় ৫০টিরও বেশি দেশে এটি আইনত স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।

অনেকে এখনো মনে করেন হোমিওপ্যাথি বুঝি শুধু আমাদের উপমহাদেশেই চলে। উন্নত বিশ্বে এসবের কদর নেই। অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সবখানেই হোমিওপ্যাথি একটি প্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থা, যদিও নিয়মকানুন ও কাঠামো ভিন্ন।

প্রথমে ইউরোপের কথা বলি।

🏥 জার্মানি, যেখানে হ্যানিম্যান নিজে হোমিওপ্যাথির জন্ম দিয়েছেন, আজও সেখানে এটি সরকারি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা। জার্মানিতে প্রায় ৭,০০০ এরও বেশি হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন এবং বহু জার্মান নাগরিক তাদের প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথি বেছে নেন। ২০১৮ সালের একটি জার্মান হেলথ ইনস্যুরেন্স রিপোর্টে (Techniker Krankenkasse) বলা হয়েছে, জার্মানিতে প্রতি ১০ জনে ৭ জন মানুষ হোমিওপ্যাথি ব্যবহার করে থাকেন।

🏥 এরপর সুইজারল্যান্ড। ২০১২ সালে সুইস সরকার একটি বিস্তারিত গবেষণা করে দেখেছে হোমিওপ্যাথি শুধু নিরাপদ নয়, কার্যকর এবং খরচেও সাশ্রয়ী। সেই গবেষণার ভিত্তিতে ২০১৭ সাল থেকে হোমিওপ্যাথি সেখানে সরকারি হেলথ ইন্স্যুরেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, সরকারি স্বাস্থ্যসেবার ভেতরেই একজন নাগরিক হোমিও ট্রিটমেন্ট নিতে পারেন।

🏥 ফ্রান্সেও হোমিওপ্যাথির জনপ্রিয়তা ব্যাপক। ফ্রান্সের প্রায় ৩০,০০০ এর বেশি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক ওষুধ রাখেন এবং ৪২% ফ্রেঞ্চ চিকিৎসক হোমিওপ্যাথি ব্যবহারে প্রশিক্ষিত। যদিও সম্প্রতি কিছু রাজনৈতিক সিদ্ধান্তে reimbursements কমেছে, কিন্তু জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা একটুও কমেনি।

🏥 ইউকে-তে হোমিওপ্যাথির ইতিহাস বহু পুরনো। রাণী দ্বিতীয় এলিজাবেথ হোমিওপ্যাথির একজন বড় সমর্থক ছিলেন। আজও রয়্যাল ফ্যামিলির জন্য একজন রেসিডেন্ট হোমিওপ্যাথ থাকে। ১৯৪৮ সালে তৈরি হওয়া NHS-এর (National Health Service) অধীনেও হোমিও ট্রিটমেন্ট দেওয়া হতো, যদিও পরবর্তীতে বাজেট সংকোচনের কারণে কিছুটা কমেছে।

🏥 কানাডায় হোমিওপ্যাথি একটি লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসা পেশা। বিশেষ করে অন্টারিও প্রদেশে “College of Homeopaths of Ontario” দ্বারা রেজিস্ট্রেশন ও নিয়মাবলী পরিচালিত হয়। রোগীরা সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন, এবং অনেক ক্ষেত্রে প্রাইভেট ইন্স্যুরেন্স কভার করে থাকে।

🏥 অস্ট্রেলিয়ায় National Institute of Complementary Medicine-এর অধীনে হোমিওপ্যাথি নিয়ে একাধিক গবেষণা হয়েছে। যদিও কিছু বিতর্ক রয়েছে, তথাপি সেখানকার বহু মানুষ হোমিওপ্যাথিকে সাপ্লিমেন্টারি থেরাপি হিসেবে নেন।

🏥 আমেরিকাতে হোমিওপ্যাথির FDA রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে বহুদিন ধরে। United States Homeopathic Pharmacopeia (HPUS) অনুসারে ওষুধ প্রস্তত হয়। বহু Integrative Medicine Center-এ হোমিওপ্যাথিক চিকিৎসা দেয়া হয়। আমেরিকার National Center for Complementary and Integrative Health (NCCIH) হোমিওপ্যাথি নিয়ে রেগুলার গবেষণা করে।

🏥 ভারতের কথা না বললেই নয়। যদিও উন্নয়নশীল দেশ, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হোমিওপ্যাথিক চিকিৎসক ভারতেই আছেন প্রায় ৩ লাখের বেশি। সেখানকার AYUSH মন্ত্রণালয় পুরো হোমিওপ্যাথিক শিক্ষা, গবেষণা, নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এবং সরকারি হাসপাতালেও হোমিওপ্যাথিক ইউনিট রয়েছে।
🏥 আর বাংলাদেশ ত আছেই
WHO এর একটি রিপোর্ট (2019) অনুযায়ী, পৃথিবীর অন্তত ৮৮টি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা হয় এবং প্রায় ৫০টিরও বেশি দেশে এটি আইনত স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।

তাই যারা ভাবেন হোমিওপ্যাথি বুঝি গ্রাম্য চিকিৎসা, তারা অন্ধকারে আছেন। উন্নত বিশ্বের বহু চিকিৎসক আজ এই পথ্যকে evidence-based complementary medicine হিসেবে গ্রহণ করছেন। পার্থক্য শুধু তারা নিয়ম মেনে করে, আমরা অনেকসময় সেটা না বুঝেই চলি।

Post

27/05/2025

অনেক বড় একটা কোম্পানী হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানীর কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, ‘আমাদের কোম্পানীর লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী, সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত।’ একজন সহকর্মীর মত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল।

তবে এরপর তারা কৌতুহলী হয়ে উঠলো এই ভেবে যে ’আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? ।একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ভ হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যে ভেতরে তাকিয়েছিলো সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিলো। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছো ‘তুমি’ নিজে।

তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে, —তোমার জীবন তখন বদলে যায় না, যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়......

, তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও।
তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন পরিপূর্ণ হয়ে উঠে

(২৫) এক গ্রামে দুই বন্ধু ছিল। একজনের বয়স ৬, অন্যজনের বয়স ৯ বছর। একদিন দুইবন্ধু একসাথে গোসল করতে গিয়ে ৯ বছরের বন্ধুটি পানিতে পড়ে গেলো। বন্ধুটি ডুবে যাচ্ছে দেখে, ৬ বছরের বন্ধুটি পাশে রাখা দড়িবাধা বালতিটিকে দ্রুত জলের মধ্যে ছুড়ে দিল। এরপরে ৯ বছরের বন্ধুটি ধরে ফেলল। ৬ বছরের বাচ্চাটা নিজের সর্বোচ্চ জোর লাগিয়ে তার বন্ধুটিকে পাড়ে টেনে তুলল।

বাড়িতে এসে যখন তারা ঘটনাটা সবাইকে বলল কেউ বিশ্বাস করল না। ৯ বছরের বন্ধুটির যে ওজন তা একা টেনে ওঠানোর ক্ষমতা ৬ বছরের বাচ্চাটার থাকার কথা না। তাই কেউই তাদের কথা বিশ্বাস করল না।

ঐ গ্রামে একজন জ্ঞানী বুজুর্গ লোক ছিল। সবাই লোকটাকে সম্মান করত। এই লোকটা কিন্তু বাচ্চা দুটোর কথা বিশ্বাস করে নিয়েছিল। এমন একজন জ্ঞানী মানুষ কথাটা বিশ্বাস করে নিল, তখন সবার মনে হল, নিশ্চই এর মাঝে কোন ব্যাপার আছে। গ্রামের লোক গুলো এবার সেই লোককে গিয়ে বলল, জনাব আপনি একটু বুঝিয়ে বলুন তো কি ঘটেছিল? জ্ঞানী লোকটা বললেন- আমি কি বলব? বাচ্চারা বলছে না? ওরা যা বলছে তাই ঘটেছিল। আর কি ঘটবে?

এবার কেউ কেউ সেই জ্ঞানী লোককেও অবিশ্বাস করে বসল। কেউ কেউ বলল, আপনি বুঝিয়ে বলুন কি করে ৬ বছরের এই বাচ্চা ৯ বছরের এই বাচ্চাকে জল থেকে টেনে তুলল? এটা কি সম্ভব নাকি?

জ্ঞানী লোকটি বললেন- সম্ভব। কারণ বাচ্চাটা যখন এই কাজটি করছিল, তখন তার আশপাশে কেউই ছিল না এটা স্মরণ করিয়ে দেওয়ার মত যে, "তোমার দ্বারা এটা সম্ভব না"। ... মানুষের জীবনী শক্তির অধিকাংশই শেষ হয়ে যায় শুধু পাশের মানুষের নেগেটিভ কথা শুনতে শুনতে। লক্ষ্য করে দেখবেন, আপনি যখন কোন ভালো কাজ করতে যাচ্ছেন, তখন একগাদা মানুষ জড় হয়ে আপনাকে নিরুৎসাহিত করবে। একটি কাজের শুরুতে অন্তত শতবার আপনাকে শুনতে হবে যে, এটা তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা সম্ভব না, এটা খুব কঠিন, এটা খুব অসম্ভব, এভাবে হয় না ইত্যাদি ইত্যাদি। ফলে যে উদ্দিপনা নিয়ে আপনি কাজ শুরু করতে চেয়েছিলেন তার ২/৩ অংশই শেষ হয়ে যায়। মনে রাখা খুব জরুরী তা হল, কেউ যখন বলবে যে তুমি এটা পারবে না। তখন সে আসলে তার নিজের অপারগতাকেই উপস্থাপন করে। সে নিজে কখনো কাজটি করতে পারেনি বলেই সে বিশ্বাস করে আপনিও পারবেন না।

যদি সত্যিই ভালো কিছু করতে চান তবে এই ধরণের মানুষকে উপেক্ষা করার মত ক্ষমতা আপনার থাকতে হবে। এটা খুব জরুরী। যত তাড়াতাড়ি এই নেগেটিভ চিন্তার মানুষকে আপনি উপেক্ষা করতে পারবেন আপনার সাফল্য ততোটাই নিশ্চিত।

26/05/2025

ভুল করে যে অন্যায় করে তার বিবেক সংশোধিত হয়। যেনে শুনে অন্যায়কারীর বিবেক নাহি রয়।

30/03/2025

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Address

Maa Homeo Health Care Center Bamnachara Rashid Market Bajra Road Ulipur Kurigram
Ulipur

Opening Hours

Monday 09:00 - 12:00
16:00 - 22:00
Tuesday 10:00 - 12:00
16:00 - 21:00
Wednesday 09:00 - 12:00
16:00 - 21:00
Thursday 10:00 - 12:00
16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 10:00 - 12:00
16:00 - 21:00
Sunday 09:00 - 12:00
16:00 - 22:00

Telephone

+8801752988467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr OMAR FARUK RUBEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr OMAR FARUK RUBEL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram