
01/04/2025
#আমন ধানের সারের পরিমান ও প্রয়োগ পদ্ধতি:
#মধ্যম ও দীর্ঘ মেয়াদি জাতের জন্য
(যে সকল জাতের জীবনকাল ১২০+ দিনের বেশি)
#বিঘা প্রতি (৩৩ শতাংশে) সারের ডোজ:
ইউরিয়া ২৫ কেজি
টিএসপি ১২ কেজি
পটাশ ১৬ কেজি
জিপসাম ১০ কেজি
ম্যাগসার ৩ কেজি
জিংক(মনো) ১ কেজি (আলাদাভাবে)
#সার প্রয়োগ পদ্ধতি:
#চারা রোপনের আগে -
টিএসপি ১২ কেজি
পটাশ ১০ কেজি
জিপসাম ১০ কেজি
ম্যাগসার ৩ কেজি
জিংক(মনো) ১ কেজি (জিংক সার আলাদাভাবে ১-২ দিন আগে ছিটালে আরো ভালো হয়)
#প্রথম কিস্তি:
ইউরিয়া সার চারা রোপনের ১০-১৫ দিনে ১০ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
#দ্বিতীয় কিস্তি:
চারা রোপনের ২৫-৩০ দিনে ১০ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
#তৃতীয় কিস্তি:
চারা রোপনের ৪০-৫০ দিনের মধ্যে ৫ কেজি ইউরিয়া সারের সাথে বাকি ৬ কেজি পটাশ সার মিশিয়ে প্রয়োগ করতে হবে।
#আগাম জাতের জন্য: (বিঘা প্রতি ৩৩ শতাংশে)
(যে সকল জাতের জীবনকাল ১২০ দিনের কম)
ইউরিয়া ২০ কেজি
টিএসপি ৮ কেজি
পটাশ ১৩ কেজি
জিপসাম ৭ কেজি
ম্যাগসার ৩ কেজি
জিংক ১.০ কেজি (মনো)
#সার প্রয়োগ পদ্ধতি:
#চারা রোপনের আগে:
ইউরিয়া ৫ কেজি
টিএসপি ৮ কেজি
পটাশ ৮ কেজি
জিপসাম ৭ কেজি
ম্যাগসার ৩ কেজি
জিংক ১ কেজি (মনো) (জিংক সার আলাদাভাবে ১-২ দিন আগে প্রয়োগ করা ভালো)
#প্রথম কিস্তি:
ইউরিয়া সার চারা রোপনের ১০-১৫ দিনে ১০ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
#দ্বিতীয় কিস্তি:
চারা রোপনের ৩৫-৪০ দিনে ০৫ কেজি ইউরিয়া সারের সাথে বাকি পটাশ (এমওপি) ৫ কেজি মিশিয়ে প্রয়োগ করতে হবে।
বি:দ্র:
#পটাশ সার গাছ শুকনো অবস্থায় উপরি প্রয়োগ করতে হবে।
#চারা রোপনের ৪০-৫০ দিনের মধ্যে (জাত ভেদে) ইউরিয়া সার প্রয়োগ শেষ করতে হবে।
#বৃষ্টির আগে ও পরে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।
#দুপুর বেলা প্রচন্ড রোদে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।
#শেষ বিকেলে ইউরিয়া সার প্রয়োগ করা ভালো।