
10/06/2025
তপ্ত দুপুর, সূর্য মারে ঝাঁজ,
ঘামে ভিজে অস্থির আজ কাজ।
ফ্যানের নিচেও শান্তি নাহি আর,
গরম যেন অগ্নি-উপহার।
আইসক্রিম আর ঠান্ডা জল চাই,
লুচি-পরোটা আজ মুখে নাহি ঠাঁই।
বিন্দু বিন্দু ঘাম ঝরে অবিরত,
কষ্টে ভরা জীবনটা ক্ষত-বিক্ষত।
কবে আসবে বর্ষা, মেঘ কালো করে?
কবে নামবে শান্তি এই জনম ধরে?
গরমের দিনে এই একটাই আশা,
ঠান্ডা হাওয়া আনবে সুবাতাসা।