16/12/2024
করোনা টিকার সাইড এফেক্ট থেকে মুক্তির পথ:
--------------------------------------------------------
করোনার টিকা দেয়ার পরে অনেকেরই এলার্জি দেখা দিয়েছে। তবে এতে আতংকিত হওয়ার কোনো কারণ নেই।
আমি এটাই মনে করি যে আপনি কিছু নিয়ম নীতি মেনে চলুন এবং কিছু প্রাকৃতিক খাদ্য দিয়ে দেহ থেকে টক্সিক উপাদান বা বিষাক্ত উপাদান গুলো ধীরে ধীরে বের করুন। এছাড়া কিছু ভেষজ দিয়ে আপনার শরীরকে ডিটক্স করুন। কেননা হাজার বছর ধরে শরীরে কোনো বিষাক্ত উপাদান ঢুকে গেলে কিভাবে দেহকে বিষমুক্ত করতে হয় সেই
ঐতিহ্যের প্রেক্ষাপটে এবং তখনকার হাকীম, কবিরাজদের ঔষধ নীতি অনুযায়ী আমি এগুলো
নিয়ে গবেষণা করেছি এবং সহজ নিয়ম বের করেছি যা প্রত্যেকে করতে পারবেন চেষ্টা করলে।
এগুলো আমি নিজে টিকা দেয়ার পর এলার্জি আক্রান্ত হয়ে নিজে প্রাক্টিস করে উপকার পেয়েছি এবং অসংখ্য মানুষকে বলেছি তারাও উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ।
প্রথমত : শাক- সবজির স্যুপ/ জুস ইত্যাদি সেবন।
যেমন : শষা, পেপে, গাজর, পালংশাক, করলা, এভোকাডো, ব্রাম্মীশাক, ভীট, মুলা ইত্যাদি।
দ্বিতীয়ত : ফলমুলের জুস মধ্যে যেমন : লেবু / মাল্টা/কমলা ও লেবু জাতীয় বিভিন্ন সাইট্রাস ফল,
আপেল, ডালিম, যয়তুন, ডুমুর, তেতুল ইত্যাদির জুস।
তৃতীয়ত : কিছু ভেষজ ঔষধ যেমন :
১.চ্যাবনপ্রাশ,
২. সিরাপ / ক্যাপসুল ছাফি,
৩. সিরাপ দিনার,
৪. সিরাপ আপেলিন অথবা সিনকারা অথবা যারা সিরাপ খেতে পারেননা ট্যাবলেট সুভিট খাবেন। ৫. এপল ভিনেগার।
৬. স্পিরুলিনা ক্যাপসুল লিনা ।
৭. মাজুন ওশবা এগুলো সব হামদার্দের সেন্টারে পাবেন।
চতুর্থ :
কিছু পথ্য বা ঘরোয়া উপাদান :
১. মেথি,
২.তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আদা দিয়ে সুলেমানি চা বা রঙ চা প্রত্যেহ ২ বার বা সকাল বিকাল।
৩.থানকুনি পাতা, তুলশী পাতা ও পুদিনা পাতার ভর্তা।
পঞ্চম : কিছু জড়িবুটি যেমন :
১.মরিঙ্গা ( সজনেপাতা)
২.চিরতা, কালোমেঘ, নিশিন্দা পাতা।
৩. ত্রিফলা (আমলকি,বহেড়া, হরিতকি)
৪. নিম পাতা, পেয়ারা পাতা, বরই পাতা।
৫. কাচা হলুদ, আম-আদা (জংলি আদা), গুলঞ্চ
এগুলো দিয়ে বটিকা তৈরী করতে পারেন অথবা পাউডার করে গরম পানি দিয়ে চায়ের মত খেতে পারেন।
সবকিছু একসাথে করতে যাবেননা এবং পরিমাপ এখানে বড় বিষয় তাই আপনার শারীরিক অবস্থা হারবাল চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবস্থা নিবেন। আপনার যে এন্টিবডিটা টিকা দূর্বল করেছে আপনি দৈহিক পরিশ্রম / ব্যায়াম / এক্সারসাইজ / জিম / বা খুব বেশী ঘাম ঝরানো কায়িক পরিশ্রম করে এন্টিবডিটাকে আবার মজবুত করুন।
আমার কাজ হচ্ছে আপনার কাছে বার্তা পৌছানো মানা না মানা আপনার সিদ্ধান্ত।
সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
মা আসসালাম।