Abdullah Dental Care

Abdullah Dental Care Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Abdullah Dental Care, Médecin, Democratic Republic of the.

বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে যারা অবহেলা করেন, তারা এই লেখাটা পড়েন।পরফাইরোমোনাস জিনজাইভালিস। দাঁতে থাকা ৬০০+ প্রজাতির ব্যা...
25/04/2025

বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে যারা অবহেলা করেন, তারা এই লেখাটা পড়েন।

পরফাইরোমোনাস জিনজাইভালিস। দাঁতে থাকা ৬০০+ প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে একটি। ২০১৯ সালে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি আলঝেইমার রোগীদের মস্তিষ্কে খুঁজে পাওয়া যায়, যা মূলত দাঁতের ক্যাভিটি থেকে রক্তনালির মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়।

এবার আসি অন্য গল্পে। ইদুর নিয়ে একটা গবেষণা হয়। দেখা যায়, ইদুরের দাঁত থেকেও একই ব্যাকটেরিয়া রক্তের সাথে ব্রেইনে পৌঁছায়। এরপর গোটা মস্তিষ্কজুড়ে তৈরি করে ব্যাকটেরিয়ার কলোনি।

কলোনিগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিশেষ এক প্রোটিন তৈরি করে। ধীরে ধীরে স্নায়ুকোষ ধ্বংস করাই এই প্রোটিনের কাজ। যা আলঝেইমার রোগের কারণ। ইদুরের এই গবেষণা থেকে জানা যায়, এই ব্যাকটেরিয়া আলঝেইমারের জন্য দায়ী।

তবে মানুষের মস্তিষ্কে এই ব্যাকটেরিয়া একইভাবে কাজ করে কি না, তা এখনও পরিস্কার জানা যায়নি। প্রয়োজন আরও বিস্তর গবেষণার। ব্যপারটি নিশ্চিত হলে আলঝেইমার চিকিৎসার নতুন কিছু দিক উন্মোচন হবে। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

দাঁতের চিকিৎসা ব্যায়বহুল কেনো?দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পণ্যের মধ্যে বাতাস, বিদ্যুৎ এবং পানি ছাড়া সবকিছুই দেশের বাইরের পণ্...
02/02/2025

দাঁতের চিকিৎসা ব্যায়বহুল কেনো?

দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পণ্যের মধ্যে বাতাস, বিদ্যুৎ এবং পানি ছাড়া সবকিছুই দেশের বাইরের পণ্য।
দেশে বিভিন্ন আমদানীকারক রয়েছে,যারা দেশের বাইরে থেকে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পণ্য আমদানি করে থাকে।এরমধ্যে জাপান,দক্ষিণ কোরিয়া,জার্মানি,আমেরিকা,ভারত এবং চায়নার পণ্য উন্নতম।অর্থাৎ পণ্যের দাম আমদানীকারকদের উপর নির্ভর করে!

দাঁতের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির একটা বড় অংশ একবারের বেশী ব্যবহার করা যায়না। অর্থাৎ যদি আপনার একটা দাঁতের চিকিৎসার জন্য ৬ বার যেতে হয় তবে ৬ বারই আপনার জন্য নতুন পণ্য ব্যবহার করতে হবে,যেগুলো দেশের বাইরে থেকে আমদানীকৃত।

দাঁতের ফিলিং করতে গেলে সাধারণ মানুষ ভাবে এগুলো অনেক সস্তা!একটা জাপানি ফিলিং ৩/৪ গ্রামের দাম ১০ হাজেরও অধিক।আবার এই ফিলিং দেবার আগে বন্ডিং নামে একটা আঠালো জিনিস ব্যবহার করা হয় যেটার ২/৩ এমএল এর দাম ৮-১০ হাজার আবার কিছু কিছু তারচেয়েও অধিক।এটা না দিলে ফিলিং আটকাবে না।আবার এই বন্ডিং আটকানোর জন্য আলাদা একটা কাজ করা হয় যাকে ইচিং বলে,যেটা ছাড়া বন্ডিং আটকাবে না!যেটার ৫ মিলির মূল্য ২-৩ হাজার টাকা।এত কিছুর পরেও ফিলিং আটকাবে না ,যদিনা এটাতে আলাদা একধরণের মেশিনের মাধ্যমে নীল আলো দেয়া না হয়(যেটার ওয়েভলেন্থ নির্ধারিত)।আর এই ফিলিং করতে যে শুধু এসবই লাগে সেটাই নয় আলাদা যন্ত্রপাতি লাগে যেগুলোর কিছু একবারের বেশী ব্যবহার করা যায়না আবার কিছু একাধিকবার ব্যবহার করা গেলেও সেগুলো ১০০ ভাগ জীবাণুমুক্ত করতে হয়।

যন্ত্রপাতি শতভাগ জীবাণুমুক্ত করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের জন্য যে স্টেরিলাইজার যন্ত্র ব্যবহার করা হয় তার দাম দেড় লক্ষ টাকার মত (ভাল মানের)।এই যন্ত্রে পানি এবং বিদ্যুৎ এর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়।তবে সাধারণ কোন পানি ব্যবহার করা যায়না।ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হয় এসব যন্ত্রে।অর্থাৎ পানিটাও কেনা!

ঠিক একইভাবে একটা রুট ক্যানেল করতে গেলে ৭/৮ রকমের মেডিসিন ব্যবহার করা হয়।ব্যবহৃত যন্ত্রপাতি সবগুলোই বিদেশী।যদি আপনার দাঁতের কাজের সময় কোন যন্ত্র নষ্ট নয় তবে নিশ্চয় ডাক্তার আপনার থেকে সেটার ক্ষতিপূরণ নিবেন না।তাহলে ডাক্তারের এই ক্ষতি পোষাবে কিভাবে? তাহলে বুজতে পারছেন অত্যন্ত মূল্যবান এগুলোর একটা নূন্যতম ক্ষয়ের খরচ চিকিৎসার সঙ্গে যুক্ত হয়।

একজন ডাক্তারের সময় এবং অভিজ্ঞতার মূল্যায়ন অবশ্যই করতে হবে।যদি হিসেব করে দেখেন তাহলে দেখবেন ডাক্তারের শ্রমের মূল্য নেই বললেই চলে।কারণ আমাদের মত দেশে আমাদের পক্ষে অধিক মূল্যে চিকিৎসা করা সম্ভব নয়।নূন্যতম চিকিৎসা ব্যায় হিসেব করে চিকিৎসা দেয়া হয়।

এছাড়া একটা ডেন্টাল ক্লিনিক বা ডেন্টাল চেম্বারের স্টাফ,ইলেকট্রনিক খরচ সবকিছুতো আছেই।মজার ব্যাপার হচ্ছে সিটি কর্পোরেশন এলাকাতে আলাদা ক্যাটাগরিতে ডেন্টাল চেম্বারের ময়লা ফেলার জন্য নির্ধারিত টাকা কর্পোরেশনকে দিতে হয়!অর্থাৎ ময়লাও হিসেব করে ফেলতে হয়।

এখন আপনি বলতে পারেন অনেকে অনেক সস্তায় তাহলে ডেন্টাল চিকিৎসা দেয় কিভাবে?আসলে ডেন্টালেও মেডইন জিঞ্জারা আছে 😄
যেটা আপনার স্বাস্থের জন্য মারাত্মক হুমকি!এবং জীবাণুমুক্ত ছাড়া যন্ত্রপাতি ব্যবহার,এক রোগীর সুঁচ,গ্লাভস ইত্যাদি আরেক রোগীতে ব্যবহারে আপনি মরণঘাতী রোগ AIDS,HEPATITIS সহ রক্ত ও থুঁতুর মাধ্যমে ছড়ানো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।আপনার আজকের সস্তা চিকিৎসা আপনাকে আগামীতে কিভাবে ভোগাবে আপনি টেরও পাবেন না।

এটা খুবই ছোট একটা চিত্র তুলে ধরলাম।এতকিছুর পরেও যদি আপনার কাছে মনে হয় সস্তার চিকিৎসাই মানসম্পন্ন তাহলে আপনি বোকার রাজ্যেই থেকে গেলেন।আপনার সঙ্গে তর্কে না জড়ানোই শ্রেয়।আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করি।

আপনার কষ্টের টাকার সঠিক ব্যবহার করতে শিখুন।আপনি ও আপনার পরিবার বুঝে শুনে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিন।ভূল চিকিৎসা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন।

আজকে আলীনকিপুর স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
15/12/2024

আজকে আলীনকিপুর স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম।  দাঁত ও মুখের পরামর্শের জন্য চলে আসুন আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আগা...
14/12/2024

সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। দাঁত ও মুখের পরামর্শের জন্য চলে আসুন আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আগামী কাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।সাথে আছে মেডিসিন,গাইনী ও চক্ষু সেবা।

17/11/2024
অ্যামালগাম (Amalgam) ফিলিং যা আমাদের অনেকের কাছে পরিচিত কালো ফিলিং নামে। অনেকেই এই ফিলিং দিয়ে থাকেন রোগীর মুখে কারণ এটা ...
07/09/2023

অ্যামালগাম (Amalgam) ফিলিং যা আমাদের অনেকের কাছে পরিচিত কালো ফিলিং নামে। অনেকেই এই ফিলিং দিয়ে থাকেন রোগীর মুখে কারণ এটা দামে সস্তা, স্থায়িত্ব বেশি। কিন্তু অনেকেই যেটা জানেন না, এই ফিলিং এ থাকে এক প্রকার নিউরোটক্সিন যার নাম - "মার্কারি"। এই মার্কারি ধীরে ধীরে ক্ষয় হয়, হয়ে জমা হয় আপনার শরীরে। যা আপনার শরীরের জন্য মাত্রাতিরিক্ত খারাপ। এ বাদের অ্যামালগাম ফিলিং আপনার দাঁতের আর যেসব ক্ষতি করে তার মধ্যে রয়েছে -

১) এটা আপনার দাঁতকে দূর্বল করে ফেলে।
২) দাঁতে শিরশিরে অনুভূতি'র জন্ম দেয়।
৩) এই ফিলিং দেওয়ার ফলে দাঁত ভেঙ্গে যেতে পারে বা দাঁতে ফাটল ধরে।
৪) এই ফিলিং দাঁতে দিতে আপনার দাঁতের ভালো অংশ কেটে ফেলতে হয়।
৫) এই ফিলিং এর অন্যতম উপাদান "মার্কারি" থেকে বিভিন্ন রোগ হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়।
৬) এই ফিলিং আপনার দাঁতের রঙ এর সাথে মেলে না।

এর সমাধান হিসেবে আধুনিক ডেন্টিস্ট্রি'তে ব্যবহৃত হচ্ছে Composite Resin Fillings। এতে ক্ষতিকারক অ্যামালগাম নেই, দাঁতের রঙ এর সাথে ফিলিং এর রঙ মিলে যায়, দাঁতের ভালো অংশ ফেলে দিতে হয় না এই ফিলিং দিতে, দাঁতকে শক্ত করে এবং কোন প্রকার শিরশিরে অনুভূতির জন্ম দেয় না।

সিদ্ধান্ত আপনার হাতে। ক্ষতিকর অ্যামালগাম ফিলিং মুখে রাখবেন নাকি তার পরিবর্তে Composite Resin ব্যবহার করবেন। কারণ মনে রাখবেন মুখ আপনার শরীরের প্রবেশদ্বার এবং দাঁত দিয়ে চিবানোর পরেই সব খাবার পেটে যায়। এমনকি বাংলাদেশে সরকারি ভাবে এই ফিলিং ব্যবহার নিষিদ্ধ। তাই এমন ফিলিং আপনার মুখে থাকলে দ্রুত তা পরিবর্তন করে ফেলুন।

সুস্থ্য দাঁত সুন্দর হাসি,যদিও পেসেন্টর দাঁত দেখা যাচ্ছে না,পেসেন্ট মনে হয় মুচকি হাসি দিতে পছন্দ করে।🥰🥰🥰।দাঁত ও মুখের আধু...
02/09/2023

সুস্থ্য দাঁত সুন্দর হাসি,যদিও পেসেন্টর দাঁত দেখা যাচ্ছে না,পেসেন্ট মনে হয় মুচকি হাসি দিতে পছন্দ করে।🥰🥰🥰।দাঁত ও মুখের আধুনিক ও উন্নত সেবা নিতে চলে আসুন আবদুল্লাহ ডেন্টাল কেয়ার এ।হাসনাবাদ, দক্ষিণ বাজার,মাদ্রাসা রোড।

দন্ত চিকিৎসা পেশায়, ডেন্টাল সার্জন এবং ডেন্টাল টেকনোলজিস্ট গন দীর্ঘসময় ধরে দরজা জানালা বদ্ধ ঘরে,হেলোজেন লাইটের আলোতে মান...
29/08/2023

দন্ত চিকিৎসা পেশায়, ডেন্টাল সার্জন এবং ডেন্টাল টেকনোলজিস্ট গন দীর্ঘসময় ধরে দরজা জানালা বদ্ধ ঘরে,হেলোজেন লাইটের আলোতে মানব দেহের সব থেকে জীবানুর ভাগাড় মুখ গহব্বরের ভিতরে দাঁতের কাজ করেন।আপনার সুস্থ সুন্দর জীবনের অতন্দ্র এই প্রহরিরা,অল্প বয়সেই চোখের এবং ব্যাকপেইন সমস্যায় পতিত হয়।স্ট্রেসফুল পেশার কারনে,তাদের জীবন ও খুব স্ট্রেসফুল হয়ে যায়।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দাঁতের চিকিৎসার খরচ খুবই কম।এর মধ্যেও আপনারা ডেন্টিস্ট এর চেম্বারে গিয়ে দামাদামি করেন।জিনিস যেটা ভাল, দাম তার নায্য হওয়া উচিত।
যত বেশি ডিসকাউন্ট, তত বেশি কোয়ালিটি কম্প্রোমাইজ। তাই ডেন্টিস্ট কে নায্য মুল্য প্রদান করুন,ভাল সেবা বুঝে নিন।

আসসালামু আলাইকুম। আবদুল্লাহ ডেন্টাল কেয়ার ও মেডিকেল হলের পক্ষ থেকে সাবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।আল্লহর রহমতে ও আপন...
29/08/2023

আসসালামু আলাইকুম। আবদুল্লাহ ডেন্টাল কেয়ার ও মেডিকেল হলের পক্ষ থেকে সাবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।আল্লহর রহমতে ও আপনাদের ভালোবাসায় আমরা ৫ মাস অতিক্রম করে ফেললাম।সবাই পাশে থাকবেন এবং দোয়া করবেন।

চেম্বার:হাসনাবাদ,দক্ষিণ বাজার
নবাব জেন্টস গ্যালারীর সাথে,মাদ্রাসা রোড

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801837445984

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Abdullah Dental Care publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Abdullah Dental Care:

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Type