02/02/2025
দাঁতের চিকিৎসা ব্যায়বহুল কেনো?
দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পণ্যের মধ্যে বাতাস, বিদ্যুৎ এবং পানি ছাড়া সবকিছুই দেশের বাইরের পণ্য।
দেশে বিভিন্ন আমদানীকারক রয়েছে,যারা দেশের বাইরে থেকে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পণ্য আমদানি করে থাকে।এরমধ্যে জাপান,দক্ষিণ কোরিয়া,জার্মানি,আমেরিকা,ভারত এবং চায়নার পণ্য উন্নতম।অর্থাৎ পণ্যের দাম আমদানীকারকদের উপর নির্ভর করে!
দাঁতের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির একটা বড় অংশ একবারের বেশী ব্যবহার করা যায়না। অর্থাৎ যদি আপনার একটা দাঁতের চিকিৎসার জন্য ৬ বার যেতে হয় তবে ৬ বারই আপনার জন্য নতুন পণ্য ব্যবহার করতে হবে,যেগুলো দেশের বাইরে থেকে আমদানীকৃত।
দাঁতের ফিলিং করতে গেলে সাধারণ মানুষ ভাবে এগুলো অনেক সস্তা!একটা জাপানি ফিলিং ৩/৪ গ্রামের দাম ১০ হাজেরও অধিক।আবার এই ফিলিং দেবার আগে বন্ডিং নামে একটা আঠালো জিনিস ব্যবহার করা হয় যেটার ২/৩ এমএল এর দাম ৮-১০ হাজার আবার কিছু কিছু তারচেয়েও অধিক।এটা না দিলে ফিলিং আটকাবে না।আবার এই বন্ডিং আটকানোর জন্য আলাদা একটা কাজ করা হয় যাকে ইচিং বলে,যেটা ছাড়া বন্ডিং আটকাবে না!যেটার ৫ মিলির মূল্য ২-৩ হাজার টাকা।এত কিছুর পরেও ফিলিং আটকাবে না ,যদিনা এটাতে আলাদা একধরণের মেশিনের মাধ্যমে নীল আলো দেয়া না হয়(যেটার ওয়েভলেন্থ নির্ধারিত)।আর এই ফিলিং করতে যে শুধু এসবই লাগে সেটাই নয় আলাদা যন্ত্রপাতি লাগে যেগুলোর কিছু একবারের বেশী ব্যবহার করা যায়না আবার কিছু একাধিকবার ব্যবহার করা গেলেও সেগুলো ১০০ ভাগ জীবাণুমুক্ত করতে হয়।
যন্ত্রপাতি শতভাগ জীবাণুমুক্ত করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের জন্য যে স্টেরিলাইজার যন্ত্র ব্যবহার করা হয় তার দাম দেড় লক্ষ টাকার মত (ভাল মানের)।এই যন্ত্রে পানি এবং বিদ্যুৎ এর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়।তবে সাধারণ কোন পানি ব্যবহার করা যায়না।ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হয় এসব যন্ত্রে।অর্থাৎ পানিটাও কেনা!
ঠিক একইভাবে একটা রুট ক্যানেল করতে গেলে ৭/৮ রকমের মেডিসিন ব্যবহার করা হয়।ব্যবহৃত যন্ত্রপাতি সবগুলোই বিদেশী।যদি আপনার দাঁতের কাজের সময় কোন যন্ত্র নষ্ট নয় তবে নিশ্চয় ডাক্তার আপনার থেকে সেটার ক্ষতিপূরণ নিবেন না।তাহলে ডাক্তারের এই ক্ষতি পোষাবে কিভাবে? তাহলে বুজতে পারছেন অত্যন্ত মূল্যবান এগুলোর একটা নূন্যতম ক্ষয়ের খরচ চিকিৎসার সঙ্গে যুক্ত হয়।
একজন ডাক্তারের সময় এবং অভিজ্ঞতার মূল্যায়ন অবশ্যই করতে হবে।যদি হিসেব করে দেখেন তাহলে দেখবেন ডাক্তারের শ্রমের মূল্য নেই বললেই চলে।কারণ আমাদের মত দেশে আমাদের পক্ষে অধিক মূল্যে চিকিৎসা করা সম্ভব নয়।নূন্যতম চিকিৎসা ব্যায় হিসেব করে চিকিৎসা দেয়া হয়।
এছাড়া একটা ডেন্টাল ক্লিনিক বা ডেন্টাল চেম্বারের স্টাফ,ইলেকট্রনিক খরচ সবকিছুতো আছেই।মজার ব্যাপার হচ্ছে সিটি কর্পোরেশন এলাকাতে আলাদা ক্যাটাগরিতে ডেন্টাল চেম্বারের ময়লা ফেলার জন্য নির্ধারিত টাকা কর্পোরেশনকে দিতে হয়!অর্থাৎ ময়লাও হিসেব করে ফেলতে হয়।
এখন আপনি বলতে পারেন অনেকে অনেক সস্তায় তাহলে ডেন্টাল চিকিৎসা দেয় কিভাবে?আসলে ডেন্টালেও মেডইন জিঞ্জারা আছে 😄
যেটা আপনার স্বাস্থের জন্য মারাত্মক হুমকি!এবং জীবাণুমুক্ত ছাড়া যন্ত্রপাতি ব্যবহার,এক রোগীর সুঁচ,গ্লাভস ইত্যাদি আরেক রোগীতে ব্যবহারে আপনি মরণঘাতী রোগ AIDS,HEPATITIS সহ রক্ত ও থুঁতুর মাধ্যমে ছড়ানো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।আপনার আজকের সস্তা চিকিৎসা আপনাকে আগামীতে কিভাবে ভোগাবে আপনি টেরও পাবেন না।
এটা খুবই ছোট একটা চিত্র তুলে ধরলাম।এতকিছুর পরেও যদি আপনার কাছে মনে হয় সস্তার চিকিৎসাই মানসম্পন্ন তাহলে আপনি বোকার রাজ্যেই থেকে গেলেন।আপনার সঙ্গে তর্কে না জড়ানোই শ্রেয়।আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করি।
আপনার কষ্টের টাকার সঠিক ব্যবহার করতে শিখুন।আপনি ও আপনার পরিবার বুঝে শুনে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিন।ভূল চিকিৎসা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন।