09/10/2025
আপনাকে যদি বলি যে ছোট্ট একটা চারাগাছ থেকে এরকম দানবাকৃতি হতে বাঁশগুলোর সময় লেগেছে ৫ বছর তাহলে কি অবাক হবেন?
নিশ্চয়ই হবেন না। কোন কোন জাতের বাঁশ ৫ বছর সময় নিয়ে এরকম বড় হতেই পারে।
তবে আপনাকে যদি বলি যে, এই বাঁশের চারাটা লাগানোর পর ৪ থেকে ৫ বছর পর্যন্ত এটি প্রায় এরকম ছোটই থেকে যাবে, এবং তারপর হঠাৎ মাত্র ৪০ থেকে ৪৫ দিনে এটা প্রায় ৭-৮ তলা বিল্ডিং এর সমান লম্বা হয়ে যাবে, তাহলে হয়তো এটা শুনে আপনার চোখ কপালে উঠে যেতে পারে।
"চায়নিজ ব্যাম্বু" নামের এই বাঁশগাছগুলো মাটিতে রোপনের পর প্রথম ৫ বছর সময়টায় এরা মাটির নিচে একটা স্ট্রং শেকড়ের বেইজ তৈরি করে। এসময় গাছটির খুব একটা বাহ্যিক গ্রোথ না থাকলেও নিয়মিত যত্ন নিতে হয়।
তারপর হঠাৎ পঞ্চম বছরে এটির বাহ্যিক গ্রোথ শুরু হয় এবং মাত্র ছয় সপ্তাহের মধ্যে এই বাঁশগাছটি প্রায় ৮০ ফুটের মত লম্বা হয়ে যায়!
জি আপনি ঠিকই পড়েছেন, মাত্র ৬ সপ্তাহে। তবে এরজন্য বাঁশটিকে একটা দীর্ঘ সময় ধরে মাটির নিচে অনেক শেকড় তৈরির জন্য কাজ করতে হয়েছে।
আচ্ছা একবার ভেবে দেখুনতো, কৃষক যদি হাল ছেড়ে দিতো?
সেরকম গ্রোথ হচ্ছেনা দেখে পানি দেওয়া বন্ধ করে দিতো?
যদি যত্ন নেয়া বন্ধ করে দিতো? তাহলে সেই বাঁশগাছটি কি কখনো এরকম বিশাল হতে পারতো?
আপনার সন্তানকে ছোটবেলা থেকেই হেলদি লাইফস্টাইল শেখান।
তাকে বিভিন্ন এ্যাক্টিভিটির মাধ্যমে ভালো খাদ্যাভ্যাস শেখান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা শেখান।
সঠিক সময়ে ঘুমানো শেখান।
নিজের কাজগুলো নিজেই করতে শেখান।
একটু ধৈর্য ধরে শেখাতে থাকুন। একটু সময়, অর্থ, ও মনোযোগ ইনভেস্ট করতে থাকুন তার শেকড়টা মজবুত করার জন্য।
হয়তো তার ফল আপনি এখনই দেখতে পাবেন না, তবে ভবিষ্যতে আপনার এই চারাটিই অন্য চারাগুলো ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে ইন শা আল্লাহ্।
Collected