27/06/2021
দাঁত তুললে কি চোখের ক্ষতি হয়?আসুন জেনে নিই।
চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে,দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা।এটি একেবারেই ভুল ও ভ্রান্ত ধারনা।দাঁত প্রদাহ হলে ব্যাথা অতি দ্রুত কান ও চোখে ছড়িয়ে পড়ে।পাল্পপাইটিস নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারন হয়ে দাঁড়ায় রোগীদের নিকট।কেননা ব্যাথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে দাঁত ব্যাথা করে সে পাশের চোখের দিকে।আর এতেই অধিকাংশ ভুক্তভূগী মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে।এছাড়া উপরের মাড়ির দাঁতের শিকড় গুলা চোখের কাছাকাছি অবস্থান করায়,তাই এটি রুগীদের দূর্ভাবনার কারন।
এই ধারনা গুলা সম্পূর্ন ভুল।কেননা দাঁত ও চোখ দুটি আলাদা আলাদা স্নায়ু তন্ত্রের সাথে জড়িত।এদের স্নায়ু তন্ত্র ও রক্ত প্রবাহ সন্ত্রত।চোখের স্নায়ু তন্ত্র অপথালমিক নার্ভ।চোখের রক্ত প্রবাহিত হয় অপথালমিক ও ল্যাক্রিমাল আর্টারী দ্বারা।অন্যদিকে উপরের মাড়ির দাঁতের স্নায়ু তন্ত্র হলো ট্রাইজেমিনাল নার্ভ।উপরের মাড়ির দাঁতের স্নায়ুপ্রবাহ দেয়া হলো অ্যান্টিরিয়র,পোস্টেরিয়র,মিডেল সুপ্রিরিয়র নার্ভে।আর নিচের মাড়ির দাঁতের স্নায়ু প্রবাহ দেয়া হলো ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।
দাঁত সহজে তুলতে নেই,দাঁতের অনেক চিকিৎসা আছে যা সাধারণত আমরা জানি না।দাঁত এ-র চিকিৎসা নিন, দাঁত সংরক্ষণ করুন। যাইহোক, যে দাঁতের চিকিৎসা নেই বা চিকিৎসা করলে ভালো হবে না সেই দাঁতগুলো তুলে ফেলতে হয়।সুতরাং দাঁত তুলার জন্য বা উঠানোর জন্য আর কোন চিন্তা নয়।
**আপনি দাঁতের যত্ন নিন, দাঁত আপনার যত্ন নিবে**