আসসালামু আলাইকুম ,
আমি আপনাদের সাথে আমার জীবনের কষ্টকর অভিজ্ঞতার কথা বলবো। আমি দীর্ঘ দশ বছর ধরে পাইলসের সমস্যায় ভুগছিলাম। প্রথমে আমার মল কষা; পরে রক্ত যেতো। পরে আস্তে আস্তে মলদ্বারের মধ্যে অনেক গুলো বড় মাংসপিণ্ড বের হলো। তার সাথে ছিল চুলকানি ও জ্বালাপোড়া। যখন বাথরুম করতে যেতাম তখন অনেক ভয় লাগতো, কারণ এই মাংসপিণ্ড গুলো এত প্রচন্ড ব্যাথা করতো যা সহ্য করার ঊর্ধ্বে ছিলো।তার সাথে কাটার মত ফুটতো। যা ভাষায় বর্ণনা করার মত না। প্রথম যখন রক্ত পরা শুরু হলো তখন এ্যালোপ্যাথী ডাক্তারের কাছে যাই এবং আমার সমস্যার কথা বলি। ডাক্তার আপা আমাকে দেখে বলে আপনার পাইলসের সমস্যা । তার পর থেকে চিকিৎসা শুরু করি। দীর্ঘ পাঁচ বছর ধরে ওষুধ খেয়েছি। কোন কিছুই হয়নি, পাঁচ বছরে অনেকটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো তারপরে গেলাম হোমিও ডাক্তারের কাছে। হোমিও ওষুধ দীর্ঘ তিন থেকে চার বছর খেয়েছি। তাতেও কোনো সমাধান পাইনি। ওষুধের কোর্স গুলো কমপ্লিট করতাম ঔষধ চলাকালীন ভালো থাকতাম। তার পরে আবার ফিরে আসতো।এভাবে দীর্ঘদিন শরীরের কষ্ট আর টাকা দুইটায় নষ্ট হলো।
তারপরে একটা আয়ুর্বেদিক ওষুধ পাই যা আমি ছয় মাসের একটা কোর্স কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ তারপর থেকে দীর্ঘ ৭ বছর ধরে ভালো আছি। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি আমার টাকা পয়সা নষ্ট করেছি ও শারীরিক দিক থেকে অনেক কষ্ট ভোগ করার পরে দীর্ঘদিন যাবৎ আয়ুর্বেদিক ওষুধ খেয়ে ভালো আছি। তাই আপনারা যারা পাইলসের সমস্যা ভুগছেন তারা এই পাইলসকে অবহেলা না করে অবশ্যই সঠিক চিকিৎসা নিন।
নিচের লক্ষন গুলোর মধ্যে যদি আপনার কোন ১ টি ও থাকে তা হলে বুঝবেন আপনি পাইলেসের সমস্যাই ভুগছেন। মল কষা হয়, রক্ত যায্ জ্বালাপোড়া, ব্যথা, ফুলা, গেজ, মাংস পিন্ড ভিতরে, মাংস পিন্ড বাহিরে, পুঁজ পানি বের হওয়্ কৃমি বা চুলকানি ইত্যাদি লক্ষন থাকলে প্রাথমিকভাবে ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হয়ে নিন অথবা চিকিৎসার জন্য আমাদেরকে কল করে রোগের বিস্তারিত বলুন। আমরা আপনার সমস্যা শুনে রোগের বর্তমান অবস্থা ও মাত্রা অনুযায়ী আয়ুর্বেদিক ভেষজ প্রদান করব।
পাইলস এবং ফিসার গুলির জন্য এই আয়ুর্বেদিক টি খুব ভালো কাজ করে। এই ভেষজটি শুধু তার রোগের উপরে কাজ করে । পাইলসের জন্য এই আয়ুর্বেদিক উচ্চ -মানের ভেষজ ব্যবহার করে তৈরি করা হয় এবং এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক গাছ গাছড়া দিয়ে তৈরি। তাই এটা অতি কার্যকর এবং নিরাপদ। এই আয়ুর্বেদিকটি আপনার পাইলেসের প্রদাহ কমাতে সাহায্য করবে এবং প্রাকৃতিক রেচক হিসাবে কাজ করবে। এই আয়ুর্বেদিকটির বৈশিষ্ট্য -এটি প্রো-পাচনকারী আয়ুর্বেদিক ভেষজ যা হজমে উন্নতি করতে এবং পাইলস বা ফিসার থেকে পুনরুদ্ধারের গতি বাড়াতে সাহায্য করে। সুতরাং, যদি আপনি আপনার পাইলস সমস্যার কা্যকরী সমাধান চান তা হলে আমাদের এই আয়ুর্বেদিক ভেষজটি গ্রহন করতে পারেন।