24/01/2024
সংগৃহীত পোস্ট।
শরীফ থেকে শরিফা এবং অবজেক্টিভ রিয়েলিটি
————————————————————
ইংরেজী অবজেক্টিভ রিয়ালিটির বাংলা হতে পারে বস্তুনিষ্ঠ বাস্তবতা l
এর মানে হচ্ছে - যা বাস্তব, যার বস্তুগত প্রমাণ আছে, তা অস্বীকার করা যায় না l
ধরুন, আপনার সামনে একটি ফুটবল আছে, তা কে স্পর্শ করা যাচ্ছে, লাথি মারা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, শুধু আপনি দাবী করছেন যে ওটা ফুটবল নয়, গল্ফ বল !
এখানে আপনি অবজেক্টিভ রিয়ালিটিকে অস্বীকার করছেন, - সাইকোলজিতে এটাকে ডিনিয়ালিজম (denialism) বলে ।
অনেক সময় ডেলিরিয়াম (Delirium) যা অনেক রোগের উপসর্গ (যেমন ইনফেকশন) তা হলেও অনেকে এরকম অস্বাভাবিক আচরণ করতে পারে ।
একই ভাবে, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, বা শুনতে পাচ্ছে না, শুধু আপনি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, অর্থাৎ বাস্তবে যার অস্থিত্ত্ব নেই - সেক্ষেত্রে ডাক্তারী পরিভাষায় আপনার হালুসিনেশন (hallucination) হচ্ছে বলা হবে l
বিভিন্ন অসুখের কারনে ডেলিরিয়াম বা হালুসিনেশন হয়ে থাকে l বলাই বাহুল্য আমরা এরকম অনেক রুগী পেয়ে থাকি এবং তাঁদের চিকিৎসা করে থাকি l
অর্থাৎ বাস্তবতাকে অস্বীকার করা সুস্থতার লক্ষণ নয় l
কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম অবজেক্টিভ রিয়ালিটি অস্বীকার করা কে স্বাভাবিক ধরা হচ্ছে !
সপ্তম শ্রেণীর একটি বইয়ে এরকম একটি গল্প বলা হচ্ছে যে, শরীফ নামক একজন ছেলে হয়ে জন্ম গ্রহণ করেছে l অর্থাৎ একটি ছেলের যত বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রতঙ্গ থাকে, তার সবই আছে; কিন্তু মনে মনে সে নিজেকে মেয়ে মনে করত, মেয়েদের সাজ গোজ করতে চাইত, কিন্তু তা করতে না পেরে শেষে সে হিজড়াদের সাথে যোগ দিয়ে মেয়ে শরীফা হয়ে যায় l
এখানে লেখকেরা সুকৌশলে হিজড়াদের অধিকারের ইস্যুটাকে ট্রান্সজেন্ডারদের সাথে এক করে দিয়েছেন।
হিজড়া হচ্ছে- একটি দেহগত সমস্যা। জেনেটিক ত্রুটির কারণে অনেকে লিংগ ত্রুটি নিয়ে জন্ম নিয়ে হিজড়া হন। এটি একটি শারীরিক ত্রুটি মাত্র।
কিন্তু ট্রান্সজেন্ডার একটি মানসিক ব্যাপার । একজন ছেলেদের সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নিজেকে মেয়ে হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে (এবং ভাইস ভার্সা)।
এটা কি অব্জেক্টিভ রিয়ালিটি কে অস্বীকার করা নয় ?
এখন ঐ ছেলে যদি নিজেকে ছাত্র নয়, শিক্ষক বলে মনে করে, তাহলে তাকে কি শিক্ষক হিসেবে গণ্য করে শিক্ষকের সাথে একসাথে চেয়ারে বসতে দেয়া হবে?
ড্রাইভিং না শিখে সে নিজেকে ড্রাইভার মনে করলে তাকে কি স্কুলের গাড়ি চালাতে দেয়া হবে ?
শরীফ নিজেকে শরিফা ভেবে মেয়েদের কাপড় পরে এসে মেয়েদের সাথে বসলে, অন্য মেয়েরা যারা ছেলেদের সাথে বসতে চায় না লজ্জা বা ব্যক্তিগত নিরাপত্তার কারনে, তাদের অধিকার কি ক্ষুন্ন করা হবে না ?
সে কি মেয়েদের বাথরুম ব্যবহার করবে, নাকি শাড়ি-গয়না পরে ছেলেদের বাথরুম ব্যবহার করতে যাবে ?
--------------——————-
বলাই বাহুল্য ট্রান্সজেন্ডার একটি বিতর্কিত বিষয় l পশ্চিমা দেশগুলোতেও এটি সর্বজন স্বীকৃত নয় l
এদেরকে নিয়ে এমনকি কমেডিয়ানদের ও হাস্যরসের সীমা নেই (যদিও তাঁরা অন্য লিঙ্গ বৈষম্য নিয়ে সোচ্চার থাকেন) l
সাম্প্রতিক কালে বেশ কিছু স্টেজ শো তে Dave Chappelle, Ricky Gervais এর মত জাঁদরেল এবং জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানরা এই ব্যাপারটার আবসার্ডিটি নিয়ে যুক্তি দিয়ে অনেক হাস্যরস করেছেন l
দূর্ভগ্যের বিষয়, যে বয়সে ছেলে মেয়েরা নিজেদের চিনতে পারে না, সেই বয়ঃসন্ধি কালে বহু টিনএজার নিজেদের অঙ্গ প্রতঙ্গ কাটাকাটি করে বিপরীত লিঙ্গে পরিণত হওয়ার ব্যর্থ চেষ্টা করে নিজেদের জীবনে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসে l
অধিকাংশেরই পরিণতি হয় অনুশোচনা, লিঙ্গ পুনরুদ্ধারের ব্যর্থ পূণর্চেষ্টা, চরম ডিপ্রেশন, ড্রাগ আসক্তি এমনকি সুইসাইড l
আশ্চর্যের ব্যাপার হচ্ছে এসব দেশে ১৮ বছরের আগে মদ পানের অনুমতি দেয়া না হলেও এর চেয়ে কম বয়সী ছেলে মেয়েদের লিঙ্গ পরিবর্তনের মত বৃহৎ ব্যাপারে, এমনকি অনেক ক্ষেত্রে লিংগ পরিবর্তনের অপারেশানে ও কোন বাঁধা দেয়া হয় না !!! এগুলি হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নামে বিপজ্জনক যথেচ্ছাচার l
এগুলি হচ্ছে উন্নত বিশ্বের বড়লোকি সমস্যা l মোরাল ব্যাংক্রাপচির আরেকটি সিম্পটম। তারা তাদের অধিকাংশ জৈবিক সমস্যাগুলি যেমন খাদ্য- বস্ত্র -বাসস্থান- প্রভৃতির সমাধান করে এখন কিছু নতুন নতুন সমস্যা তৈরী করছে এবং অন্য রক্ষণশীল জাতি গুলির উপর সেগুলি চাপিয়ে দিতে চেষ্টা করছে l
আমাদের দেশে কি এটা এখন এত বড় সমস্যা যে তা সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে দিয়ে কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়াতে হবে?
বাংলাদেশের অধিকাংশ মানুষই রক্ষনশীল - মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টিয়ান নির্বিশেষে l ট্রান্সজেন্ডারের মত একটি অত্যন্ত বিতর্কিত বিষয় কি তাঁদের মূল্যবোধ, সংস্কৃতি বা ধর্ম বিশ্বাসকে প্রতিফলন করে ? তাঁরা কি চান তাঁদের কোমলমতি বাচ্চাদের অল্প বয়সে এটাকে প্রমোট করা হোক ?
আমার খুবই জানতে ইচ্ছা করে এই বইয়ের লেখকদের নিজের ছেলে যদি মেয়ে সেজে ইস্কুলে যেতে চায়, তাহলে তাঁরা কি তাদের বাহবা দিয়ে শাড়ি গয়না পরিয়ে স্কুলে পাঠাবেন ?
নাকি এটি শুধু নিরীহ ধর্ম প্রাণ সাধারণ মানুষদের জন্য, তাঁদের সংস্কৃতি, ধর্মপরায়ণতা এবং পারিবারিক মূল্যবোধ গুলিকে বিনষ্ট করার জন্য ?
কালেক্টেড এন্ড এডিটেড
লিখেছেন,,,,
নিজাম দস্তগীর
বিশেষজ্ঞ চিকিৎসক
ব্রিসবেন, অস্ট্রেলিয়া
২৪ জানুয়ারী, ২০২৪