
27/04/2022
২৭/০৪/২০২২ ইং মিরপুর ফোরামের ইফতার পার্টি অনুষ্টিত হয়।
এবং দীর্ঘ আলোচনার পর চলমান কার্যকরী পরিষদের মেজোরিটি সদস্য ব্যাক্তিগত কাজের
জন্য সংগঠনের কাজ করার অপারগতা প্রকাশ করলে।
গঠনতন্ত্র অনুযায়ী কমিটি বিলুপ্ত হয়।
এবং সংগঠন পরিচালনা করার ক্ষমতা প্রতিষ্টাতা সদস্যদের উপর বর্তায়।
উপস্থিত প্রতিষ্টাতা সদস্যগন
নতুন একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন।
নিম্ম রুপ
আহবায়ক - শামীম খান
সদস্য সচিব - রাজিবুল ইসলাম
সম্মানিত সদস্য
ইমামুল ইসলাম রনী
রাশেদুজ্জামান রনী
মাসুম আহম্মেদ।
প্রতিষ্টাতা সদস্যদের পক্ষে মুখপাত্র ছিলেন
প্রতিষ্টাতা সদস্য
জনাব, ঈমামুল ইসলাম রনী