
26/02/2024
চিকিৎসা বিজ্ঞান তার সাফল্য ও দিন, দিনে উৎকর্ষতা বৃদ্ধি করে কতটা আমাদের সাধ্যের মধ্যে হতে পারে যার নাগাল হয়ত সহজেই পেতে পারি কিন্তু তার সঠিক তথ্য-তাল্লাশ হয়ত সময়ে পেয়ে উঠিনা।বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের মধ্যে চিকিৎসার সম্পর্ক সুবিদিত, বিশেষত দক্ষিণ ভারতের চিকিৎসা পরিষেবা যেমন সে দেশের কাছে আকর্ষণীয় ঠিক প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের কাছেও তা গ্রহনীয়।কিন্তু সে দেশের মানুষের কাছে তার নিজের দেশের মানুষ হিসাবে যতটা বুঝে নেওয়া সহজ ততটা নিঁখুত জানা বা বোঝাটা বাংলাদেশ থেকে কোনোভাবেই সম্ভব নয়।
আমরা তাই একটি সেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকারবদ্ধ হয়েছি বেশকিছু দক্ষিণ ভারতীয় প্রতিষ্ঠিত চিকিৎসাকেন্দ্র যাদের সেবা ও সেবার নিরিখে সাফল্যকে প্রাধান্য দিয়ে প্রকৃতই তাদের চিকিৎসাজগতে নিজেদের সততা ও বিজ্ঞান মনস্কতার পরিচয় রেখে আর্ত ও বিপদগ্রস্থের পাশে থাকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের বাণিজ্যিক প্রসারের পেশাগত বিজ্ঞাপনের শরীক না হয়ে সামাজিক দায়বদ্ধতায় তাদের খোঁজখবর সবার সামনে উপস্থিত করব।
এই সামগ্রিক বিষয়টি পরিচালিত হবে একজন চিকিৎসা পিপাসু রোগীর একদম সহযোগীতাকারি সেতুর মতো। রোগীর সাধ্য ও তার সুস্থতার স্বাদ মিলিয়ে দেবার এক বন্ধুত্বপূর্ণ প্রয়াস। আধুনিক পরিষেবা প্রদানকারী সংস্থা হিসাবে আমরা আমাদের তথ্য ভিত্তিক সমস্ত তথ্য দেওয়া-নেওয়ার মাধ্যমে সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে বা বুঝে সেইসব বিষয় রোগী ও তাদের পরিজনদের সঙ্গে আলোচনা করে সমস্তটাই দ্বায়িত্ব সহকারে সততানিষ্ঠ সমাধানে সচেষ্ট থাকব।
এই পর্বে আমরা দুইদেশের কিছু প্রথিতযশা চিকিৎসক যেমন রাখছি, থাকছে কিছু চিকিৎসাজগতের স্বনামধন্য সেবা প্রতিষ্ঠান অবশ্যই সঙ্গে থাকবে দুইদেশের নিরলস কিছু সেচ্ছাসেবী ও সুলভে থাকা খাওয়ার মতো পরিচালককারীগণ। পরিশীলিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে "সাধ" ও "সাধ্যের" কাছাকাছি সহজে পৌঁছে দেওয়ার অঙ্গীকার।