ফ্যামিলী কেয়ার মেডিকেল সেন্টার

  • Home
  • Bangladesh
  • Noakhali
  • ফ্যামিলী কেয়ার মেডিকেল সেন্টার

ফ্যামিলী কেয়ার মেডিকেল সেন্টার Emergency Medical Support

প্রসঙ্গ: Hand Foot Mouth Diseaseবর্তমান সময়ে বাচ্চাদের মধ্যে HFMD বা  Hand foot mouth disease এর বেশ প্রাদুর্ভাব দেখা যা...
01/11/2023

প্রসঙ্গ: Hand Foot Mouth Disease

বর্তমান সময়ে বাচ্চাদের মধ্যে HFMD বা Hand foot mouth disease এর বেশ প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। মূলত ০-১০ বছরের বাচ্চাদের হয়ে থাকে, এবং ১ বছরের নিচে বাচ্চাদের একটু প্রকট আকারে দেখা যায়। এটি একটি ভাইরাস জনিত (Coxsackie and EnteroVirus) রোগ এবং একারণে অত্যন্ত ছোয়াচে।

লক্ষণ (Symptoms):

১. ছোট ছোট পানি ভরা ফোস্কা(blister) হাতে পায়ের তালুতে, ঠোঁটের চারপাশে, মুখের ভেতর, কনুই, হাঁটুতে এমনকি ডায়াপার এরিয়াতে দেখা যায়, দেখতে চিকেন পক্স বলে ভ্রম হয়। চিকেন পক্সের মতো সারা শরীরে হয় না।

২. এই ব্লিসটার হওয়ার আগে দুদিন জ্বর, সাথে গলা ব্যথা, মাথা ব্যথা হতে পারে ,এরপর এই rash উঠা শুরু হয়, ছড়াতে থাকে। গোটা গুলোতে খুব চুলকানি হবে , পেইনফুল হতে পারে, খেতে অনেক কষ্ট হবে।

৩. এই রোগ ৭-১০ দিনে সেরে যায়। এ রোগে জটিলতা খুব কম হয় ।

তবে এই রোগে স্নায়ু বা ব্রেইন আক্রান্ত হলে খিঁচুনি, প্রচন্ড মাথা ব্যথা, ঘাড় পিঠ শক্ত হওয়া, প্যারালাইসিস বা অজ্ঞান হতে পারে। এরকম কোন লক্ষণ দেখলে তৎক্ষনাৎ হাসপাতাল এ নিবেন।

৪. যেহেতু রোগটি ছোঁয়াচে, আক্রান্ত ব্যক্তির সর্দি, লালা, অথবা ফেটে যাওয়া ফোস্কার সংস্পর্শে আসলে অন্যদের এ রোগ সহজে হবে। এজন্য এ রোগে আক্রান্ত হলে ৭-১০ দিন ঘরে আইসোলেশনে থাকা উচিত।

কি করণীয়? (Treatment):

১. রোগটা ভাইরাসজনিত হওয়ায় এন্টিবায়োটিকের কোন প্রয়োজন নাই। এন্টি ভাইরাল ওষুধের ও প্রয়োজন নাই।জর,কাশি থাকলে সেই উপসর্গগুলোর চিকিৎসা দিলেই যথেষ্ট।

২. জ্বর বা মুখের ভেতরে ঘায়ের ব্যথা কমাতে প্যারাসিটামল বা ইবুপ্রুফেন ওষুধ সঠিক ডোজে দিতে হবে (এস্পিরিন বা ডাইক্লোফেন দেয়া যাবে না।)
বাচচার হাইড্রেশনের জন্য তরল জাতীয় খাবার খাওয়াতে হবে কারন শক্ত খাবার খেতে কষ্ট হবে মুখে ঘা বেশি হলে।
৩. তরল খাবার যেমন মিষ্টি ফলের রস ,দই, ঠান্ডা দুধ, ঠান্ডা ঝালহীন সুপ, পানি বার বার খাওয়াতে হবে।

৪. প্রতিদিন কুসুম গরম পানি ও সাবান দিয়ে গোসল করাতে হবে, আলতো করে গায়ে সাবান দিতে হবে তাতে ফোস্কা ফেটে না যায়।

৫. ফোস্কা গুলোতে পেট্রোলিয়াম জেলি, জিংক অক্সাইড পেস্ট,বা ক্যালামিন লোশন লাগাতে হবে। অতিরিক্ত চুলকালে ডাক্তারের পরামর্শ মতো 1% hydrocortisone cream লাগানো যাবে। এটি steroid তাই ডাক্তার না বললে ব্যবহার করা যাবেনা।

৬. এপসম সল্ট উইথ এসেন্সিয়াল ওয়েল পানিতে মিশিয়ে গোসল করলে ঘা তাড়াতাড়ি শুকাবে ও আরাম হবে।

৭.নখ কেটে রাখতে হবে যেন চুলকিয়ে গোটা না ফাটে।

৮. বড় বাচ্চাদের পানি ও লবণ দিয়ে গার্গল করাতে হবে দু বার।

৯.বাচ্চার পানিশূন্যতা রোধ করুন, পুষ্টিকর তরল খাবার দিন ও বাচ্চার শরীর ও নখ পরিষ্কার রাখুন , মুখের ভেতরে পরিষ্কার রাখুন, ডায়াপার কম ব্যবহার করুন, বাচ্চার ও নিজের হাত সাবান পানি দিয়ে পরিষ্কার রাখুন।

এই রোগে আতংকিত হওয়ার প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় ওষুধ খাওয়াবেন না, প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৭-১০ দিনে বাচ্চা সুস্থ হয়ে যাবে। এই সিজনে যেহেতু চিকেন পক্স, HFMD এবং ভাইরাল ফিভারসহ সহ বিভিন্ন রোগে বাচ্চারা ভুগছে বেশি, তাই জনসমাগম হয় এমন যায়গা থেকে বাচ্চা কে দূরে রাখুন। প্রচুর পানি খাওয়ান এবং নিজে খান, ভিটামিন সি সমৃদ্ধ ফল খান এবং বাইরে বের হলে সানব্লক ক্রিম ও ছাতা ব্যবহার করুন।

জনস্বার্থে:
ফ্যামিলি কেয়ার মেডিকেল সেন্টার
মেইন রোড ,জমিদারহাট বাজার,
বেগমগঞ্জ ,নোয়াখালী।
01316503030,01613699092.

10/10/2023
24/07/2023

জরুরী ভিত্তিতে এক ব্যাগ (O + Ve) রক্তের প্রয়োজন।

20/07/2023

জ্বর
********
জ্বর কোন রোগ নয়। রোগের একটি লক্ষন মাত্র।
কি কারনে জ্বর হচ্ছে তা ডায়াগনোসিস করাটাই জরুরি।

কত হলে জ্বর?
---------------
জিহবার নীচে থার্মোমিটার ২ মিনিট রাখার পর ৩৮'C বা ১০০'৪ ' F এর বেশি হলেই জ্বর।

জ্বর জ্বর ভাব:
-------------
অনেকে বলেন সারা বছর জ্বর। কিন্তু থার্মোমিটারে জিহবার নীচে ১০০'৪*F এর কম। সুতরাং এটি কোন জ্বর না।

জ্বরের চিকিৎসা?
-----------------
সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দেয়ার পাশাপাশি জ্বর কমানোর চিকিৎসা দিতে হবে।

জ্বর কমাতে যা করণীয় : কুসুম কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দেয়া, ফ্যান চালু রাখা, ঘরে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা, পানি বেশি পান করা, প্যারাসিটামল সেবন করা।

ডেঙ্গু জ্বর: কি করব?
--------------------
এই জ্বর ২ থেকে ১০ দিন থাকতে পারে। এতে প্যারাসিটামল ব্যতীত অন্য কোন জ্বর কমানোর মেডিসিন যেমন ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, নেফ্রক্সেন নেয়া যাবেনা। কারন এতে রক্ত ক্ষরনের ঝুঁকি বেড়ে যায়।

ডেঙ্গুতে প্রচণ্ড শরীর ব্যথা করে। এই জন্যই এই রোগের আরেক নাম break bone fever. প্রচণ্ড ব্যথা হলেও প্যারাসিটামল ব্যতীত কোন ব্যথা নাশক সেবন করা যাবে না।

Dr. Mohammad Shah Solaiman
MBBS, BCS. MCPS, MD, MACP
Medicine specialist.

এখন আর নয় চৌমুহনী। আপনার হাতের কাছেই প্রতিদিন পাচ্ছেন, আপনার প্রয়োজনীয় রোগের চিকিৎসক।
04/05/2023

এখন আর নয় চৌমুহনী। আপনার হাতের কাছেই প্রতিদিন পাচ্ছেন, আপনার প্রয়োজনীয় রোগের চিকিৎসক।

Address

Noakhali

Telephone

+8801613699092

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফ্যামিলী কেয়ার মেডিকেল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফ্যামিলী কেয়ার মেডিকেল সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram