রোধ ফাউন্ডেশন মায়ের হাসি ক্লিনিক

  • Home
  • রোধ ফাউন্ডেশন মায়ের হাসি ক্লিনিক

রোধ ফাউন্ডেশন মায়ের হাসি ক্লিনিক Rural Organization for Human Development Foundation

15/12/2023
30/08/2023

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তনে নারী ও কিশোরীদের সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি স্বাস্থ্.....

29/04/2023

✳️এলার্জির সমস্যা?? ✳️
🔰এলার্জি কি??
এলার্জি হচ্ছে ইমিউন সিস্টেমের একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের কোনো এলার্জেনের কারণে শরীরে হাইপারসেনসিটিভিটি দেখায় কিংবা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখায়।
💊এলার্জির ঔষধ কি কি??
এলার্জির ঔষধ কে দুটি জেনারেশন এ ভাগ করা হয়।
১. প্রথম জেনারেশন।
২. দ্বিতীয় জেনারেশন।
🔰প্রথম জেনারেশন(এ গুলো খেলে ঘুম হবে) Chlorpheniramine, Diphenhydramine, Promethazine, Dimenhydrinate, Cyclizine, Meclizine, Brompheniramine, Azatadine, Clemastine, Doxylamine, Hydroxyzine, Triprolidine etc.
🔰দ্বিতীয় জেনারেশন(এ গুলো খেলে ঘুম হবে না)
Fexofenadine, Loratadine, Desloratadine, Cetirizine, Levocetirizine, Ketotifen, Bilastine, Mizolastine, Ebastine, Rupatadine, Terfenadine, Azelastine, Acrivastine etc.
আপনারা যারা দিনের পর দিন এ ঔষধ গুলো খাচ্ছেন কিন্তু কেন খাচ্ছেন??
এলার্জি কি কখনো সেরে যায়??
উওর: এটি নিয়ন্ত্রণে(Control) রাখতে হবে।এটি কখনোই সারবে না।যে যে উপাদানে আপনার এলার্জি হচ্ছে সেটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।(যদি দরকার হয় Skin prick test করে যে কারনে আপনার এলার্জি হচ্ছে সেটি এড়িয়ে চলুন)
🔰কি কি কারনে এলার্জি হতে পারে??
১.ঠান্ডা লাগলে/অতিরিক্ত গরমে।
২.ধুলাবালি, ফুলের রেণু,পোষা প্রণীর লোমে।
৩.খাদ্য (ইলিশ মাছ,চিংড়ি মাছ,গরুর মাংস এবং দুধ,হাঁসের ডিম এবং মাংস, বেগুন,ওল,কচু,শিম,টমেটো ইত্যাদি)
🚫এলার্জির ঔষধ দীর্ঘদিন খেলে কি হতে পারে??
১.ওজন বেড়ে যাওয়া।
২.মুখ শুকিয়ে যাওয়া।
৩.রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া।
৪.উচ্চ রক্তচাপ হওয়া।
৫.নির্ভরশীলতা( এটি না খেলে ঘুম হয় না,রুগী স্বস্তি পায় না)
৬.লিভারের সমস্যা
৭.কিডনির সমস্যা।
এলার্জির ঔষধ(ঘুম হয় যে গুলোতে) খেয়ে গাড়ি চালানো যাবে না তাহলে ঘটতে পারে মহা বিপদ এবং প্রান হানী।
আশা করি এলার্জি নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। সাথে থাকবেন আশা করি।

13/03/2023

গতকাল ১২ মার্চ ২০২৩ ইং তারিখ রোজ রোববার বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় আনজুরহাট মাধ্যমিক বিদ্যালয় এর সভাকক্ষে বৃহত্তর কলমি সমিতির ২০২৩ সালের কর্মপরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কলমির সাবেক সফল চেয়ারম্যান বশির আহমেদ সাহেব।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ

** সিদ্ধান্ত - ১. পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পবিত্র কালামে পাক কুরআন শরীফ পাঠ করার সুবিধার্থে যারা চোখে ঝাপসা দেখেন এমন সুবিধাবঞ্চিত অসহায় গরীব রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা 👓 ও ঔষধ দেয়া হবে।

তারিখঃ ২৯ মার্চ ২০২৩ ইং রোজ বুধবার (৬ রমজান)
সময়ঃ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত

** সিদ্ধান্ত - ২. কলমি সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত হবে -

ঢাকায়ঃ ৭ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (১৫ রমজান)

বরিশালঃ ৩১ মার্চ ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (৮ রমজান)

চট্টগ্রামঃ ৩১ মার্চ ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (৮ রমজান)

চর কলমিঃ ২০ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার (২৮ রমজান)

নজরুল নগরঃ ২১ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (২৯ রমজান)

মুজিব নগরঃ ১৬ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ রোববার (২৪ রমজান)

** সিদ্ধান্ত - ৩. বৃহত্তর কলমি বাসীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কলমি সমিতির তত্ত্বাবধায়নে পাবলিক গোরস্থান গড়ে তুলতে সামাজিক প্রচারনা শুরু করতে হবে এবং ইফতার পার্টিগুলোতে আলোচনা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বশির আহমেদ চেয়ারম্যান, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন রিপন , ওবায়দুল্লাহ কামাল, এইচ এম নুরুজ্জামান মোঃ নুরুন্নবী মাষ্টার ও আরো অন্যান্য কলমিবাসী।

15/02/2023

বৃহত্তর কলমি সমিতির স্বাস্থ্য সেবা ক্যাম্প ২০২৩ সফল করার প্রত্যয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ঢাকায় মোহাম্মদ পুর ও বংশাল দুইটি জরুরী সভা অনুষ্ঠিত হবে।

04/10/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when রোধ ফাউন্ডেশন মায়ের হাসি ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রোধ ফাউন্ডেশন মায়ের হাসি ক্লিনিক:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram