Hematology concern by Dr.Showrab Biswas

  • Home
  • Hematology concern by Dr.Showrab Biswas

Hematology concern by Dr.Showrab Biswas Let's discuss about interesting hematological cases

02/02/2024
02/02/2024

https://www.youtube.com/
একজন গর্ভবতী মহিলার গর্ভকালীন সমস্যা গুলোর মধ্যে একটি প্রধান সমস্যা হলো গর্ভাবস্থায় রক্তশূন্যতা। এই সমস্যাটি প্রায় সকল গর্ভবতী মহিলাদের হয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় গর্ভবতী মহিলাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমান 11-14g/dl বা 11-14% থাকে। যদি রক্তের পরিমান এর থেকে কম হয় তাহলে তাকে এনেমিয়া বা রক্তশূণ্যতা বলে।এ ছাড়া আরও বিভিন্ন কারণে নারীদের রক্তশূণ্যতা হতে পারে ।
-----------------------------------------------------------------------
ডা সৌরভ বিশ্বাস
এমবিবিএস, বিসিএস, এমডি (রক্তরোগ)
রক্ত ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
পার্কভিউ হাসপাতাল, ফোন- 01976-022333.
--------------------------------------------------------------------------
স্বাস্থ্যবিষয়ক সকল সংবাদ ও তথ্য জানতে https://heartbeatbd.com/

জমাট বাঁধা রক্তের দলাকে বলা হয় থ্রম্বাস আর জমাট বাঁধার পদ্ধতিটির নাম থ্রম্বোসিস। **রোগের লক্ষণ:বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে ...
14/10/2023

জমাট বাঁধা রক্তের দলাকে বলা হয় থ্রম্বাস আর জমাট বাঁধার পদ্ধতিটির নাম থ্রম্বোসিস।
**রোগের লক্ষণ:
বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে অনেকের পা ফুলে যায়। এটা অস্বাভাবিক নয়। কিন্তু যদি অল্প সময়ের মধ্যে পা ফোলে, সঙ্গে মৃদু যন্ত্রণা হয়, সেখানে ত্বক লালচে হয়ে যায়, তা হলে এগুলোকে ডিপ ভেন থ্রম্বোসিসের লক্ষণ বলেই ধরে নেওয়া হয়। ডিভিটি-র অন্যতম লক্ষণ হল স্বাভাবিকের চেয়ে বেশি পা ফোলা। সেটা হঠাৎ করে অথবা ধীরে ধীরেও হতে পারে। যে জায়গাটা ফুলছে, সেই জায়গায় আঙুল দিয়ে চাপ দিলে সেটা ঢুকে যাবে। তা ছাড়া, ফোলা অংশটা সামান্য গরমও হতে পারে।’

কেন হয় ডিভিটি?

ডিভিটি হওয়ার প্রধান কারণ, শিরায় রক্তপ্রবাহের বেগ কমে যাওয়া অথবা রক্তের স্বাভাবিক জমাট বাঁধার প্রক্রিয়ার সমস্যা। ষাট বা তার বেশি বয়সের ব্যক্তিদের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। যদিও কম বয়সের মানুষদেরও এই সমস্যা হতে পারে। যেমন, যাঁদের দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে বা দাঁড়িয়ে কাজ করতে হয় বা যাঁরা অনেকক্ষণ একনাগাড়ে গাড়ি চালান, তাঁরাও ডিভিটি-তে আক্রান্ত হতে পারেন।

প্যারালিসিসের মতো শারীরিক অসুস্থতা বা অস্ত্রোপচারের কারণে যাঁদের বহু দিন বিছানায় শুয়ে থাকতে হয়, তাঁদের পায়ের শিরায় রক্তপ্রবাহের গতি কমে যাওয়ার ফলে হতে পারে এই রোগ।

৪ ঠা সেপ্টেম্বর বিশ্ব লিউকেমিয়া দিবস। লিউকেমিয়া বা লিউকিমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান...
09/09/2023

৪ ঠা সেপ্টেম্বর বিশ্ব লিউকেমিয়া দিবস।
লিউকেমিয়া বা লিউকিমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি। রোগটির নামই হয়েছে এর থেকে- লিউক~ অর্থাৎ সাদা, হিমো~ অর্থাৎ রক্ত। রক্তে ভ্রাম্যমাণ এই শ্বেত রক্ত কণিকাগুলি অপরিণত ও অকার্যকর। রক্ত উৎপাদনকারী অস্থিমজ্জার মধ্যে এদের সংখ্যাধিক্যের ফলে স্থানাভাবে স্বাভাবিক রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়।

লিউকেমিয়ার প্রকৃত কারণ অজানা। বিভিন্ন লিউকেমিয়ার কারণ বিভিন্ন হতে পারে। বংশগত এবং পরিবেশগত উভয় কারণই এর সাথে সংশ্লিষ্ট হতে পারে। ঝুকির কারণের মধ্যে রয়েছে ধূমপান,তেজস্ক্রিয়তা,কিছু কেমিক্যাল যেমন বেনজিন ইত্যাদি। যে সকল ব্যক্তির লিউকেমিয়ার পারিবারিক ইতিহাস রয়েছে,তারাও উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন। লিউকেমিয়ার চারটি প্রধান প্রকারভেদ রয়েছে : অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (ALL), অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (AML), ক্রনিক লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (CLL) এবং ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া (CML)।

কেমোথেরাপি,তেজস্ক্রিয় থেরাপি,অস্থিমজ্জা স্থানান্তর ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করা হয়। বর্তমানে Targeted therapy দিয়ে অনেক Leukaemia এর চিকিৎসা করা হয়।

Address


Telephone

+8801717276377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hematology concern by Dr.Showrab Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hematology concern by Dr.Showrab Biswas:

  • Want your practice to be the top-listed Clinic?

Share