City-health Care Ltd.

  • Home
  • City-health Care Ltd.

City-health Care Ltd. Home nursing care & health service providers. "ঘরে বসে নিরাপদ স্বাস্থ্যসেবা!"

প্রিয়, চট্টলাবাসী আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে, বিশ্বায়ন ও আধুনিক প্রযুক্তির যুগে বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম সিটি, প্রযুক্তি ভিত্তিক স্বাস্থ্যসেবায় আরেক ধাপ এগিয়ে গেল। যা নিঃসন্দেহে আমাদের চট্টগ্রাম সিটির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় বলে আমরা মনে করি। City-health Care Ltd. এর ব্যাবস্থাপনা পরিচালক
Mr. Al- Mukit এর উদ্যোগে European & Western দেশেসমূহের Private Health Service পদ্ধতি অনুসরণ করে শহরের যান্ত্রিক জীবনকে আরেকটু স্বস্তি ও আরামদায়ক করে তুলতে, সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করতে City-health Care Ltd. চট্টগ্রাম সিটিতে এই প্রথম শুরু করল-
Home Nursing Care & Health Services! "ঘরে বসে নিরাপদ স্বাস্থ্যসেবা"
Easy life, Easy health!

শুধুমাত্র আপনার একটি ফোনকল বা টেক্সটের মাধ্যমে বাসায় কিংবা অফিসে বসে, আপনি ও আপনার পরিবার গ্রহন করতে পারেন আপনার কাঙ্খিত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। স্বল্প সময়ে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্যাকেজে নার্সিং সেবা পেতে এখনই যোগাযোগ করুন পেইজে উল্লেখিত জরুরী নাম্বার সমূহে।

City-health Care Ltd.
প্রধানত পোস্ট-মেডিকেল নার্সিং (হোম কেয়ার) সার্ভিস প্রদান করে থাকে। CHCL প্রাতিষ্ঠানিক রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী ডক্টর'স দের প্রেসক্রিপশন ব্যাতীত কোন প্রকার অতিরিক্ত সেবা প্রদান করা হয়না। চিকিৎসা পরবর্তী বা মেডিকেল রিলিজের পর একজন বয়স্ক, নবজাতক-শিশু, সিজারিয়ান-মা, দূর্ঘটনাজনিত গুরতর আঘাতপ্রাপ্ত রোগী পুরাপুরি সুস্থ হতে বাকী যে সকল Cannula & Injection, Bandage & Scheduled Dressings সহ প্রয়োজনীয় Physio Therapy, Medicine & O2-Oxygen Cylinder Support সহ অন্যান্য যেসব সেবাসমূহ প্রয়োজন, আমরা দায়িত্ব নিয়ে খুবই দক্ষহাতে সেবাসমূহ প্রোভাইড করে থাকি। চট্টগ্রাম সিটির রেপোর্টেড (চট্টগ্রাম মিডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সিএসসিআর, এভারকেয়ার হসপিটাল, ম্যাক্স হসপিটাল, ন্যাশনাল হসপিটাল, মেরিন সিটি মেডিকেল কলেজ হসপিটাল, সাউদার্ন মেডিকেল কলেজ হসপিটাল) হাসপাতালের দক্ষ নার্স টীম (সিস্টার-ব্রদার) দের সমন্বয়ে তিন শিফটে ২৪ ঘন্টা আমাদের সেবা কর্যক্রম পরিচালিত হয়ে থাকে সারা চট্টগ্রাম শহরজুড়ে।

প্রশ্ন: কেন আপনি আমাদের সেবা নিবেন?

উত্তর: এবসলিউটলী রাইট! আপনি সঠিক ধারণা করেছেন, এটা খুবই সিম্পল এবং সহজে বোধগম্য। একজন গ্রাহক আমাদের এই সেবা গ্রহণের ফলে বয়স্ক, বিদেশ ফেরত রেমিট্যান্স যোদ্ধা, নবজাতক-শিশু, দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত রোগীকে কষ্ট করে চিকিৎসা পরবর্তী পুনরায় আবার মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবেনা। আমাদের সাথে কমিউনিকেশন কন্টিনিউ করলে আমরাই সব সেবা পৌঁছে দিব আপনার বাসায়। স্বাস্থ্য আপনার সঠিক পদ্ধতিতে সেবা প্রদানের দায়িত্ব আমাদের। এতে করে রোগীর অসুস্থ শরীর পরিপূর্ণভাবে বেড রেস্টে থাকলো, যানজটের বিড়ম্বনা খুব সহজে লাঘব হল এবং সিএনজি বা এম্বুল্যান্সের ভাড়া সাশ্রয় হলো। কভিড-১৯ এর ঝুঁকির হাত থেকে নিজে এবং পরিবার সুরক্ষিত থাকলো।

এই সিটির সচেতন কর্মজীবী নাগরিকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আপনাদের নিকট অতি জরুরী আহব্বান আমাদের এই অভিনব সেবা গ্রহন করুন এবং অন্যকে সেবা নিতে আগ্রহী করে তুলুন, প্রাইভেট স্বাস্থ্যসেবা খাতে আপনার শহরকে নতুনরূপে গড়ে তুলার প্রচেষ্টায় যুক্ত হউন। স্বল্প খরচে ঘরে বসে সেবা নেয়ার সুযোগ হাতের মুঠোয় থাকতে কেন আপনি অযথা ঝুঁকি-ঝামেলা বহন করবেন? আজই যোগাযোগ করুন আমাদের সেবা পোর্টালে এবং বিস্তারিত জেনে নিন সেবার বিভিন্ন প্যাকেজ ও মেয়াদ সম্পর্কে।

Address


Telephone

+8801325876281

Website

Alerts

Be the first to know and let us send you an email when City-health Care Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to City-health Care Ltd.:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram