
13/07/2025
মধ্যরাতে মদ্যপান আর হৈ-হুল্লোড় করতে করতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজসহ কয়েকজন নেতা। গাড়িতে বসেই মাসুম লাইভে আসেন। কুচিয়ামোড়া টোল বক্সে পৌঁছে টোল না দিয়েই পার হন তারা। এরপরই বলেন, "আমাদের টোল লাগে না।"
ঘটনাটি ১০ জুলাই রাতের। লাইভ ভিডিও এখন ভাইরাল, যদিও মাসুম তা মুছে ফেলেছেন। জানা যায়, তিনি ছিলেন ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি রহিমসহ আরও কয়েকজন।