05/10/2022
আমাদের কার্যক্রম, প্রদত্ত সেবা ও সুবিধা সমূহ ঃ
১. বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তিলাওয়াত শিক্ষা, সুন্নাতী যিন্দেগী, মাসলা-মাসায়েল ইত্যাদি তা’লীম কার্যক্রম
২. দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ ভিত্তিক চিকিৎসা পরামর্শ
৩. মেডিসিন কর্নার
৪. অনলাইন মেডিকেল সার্ভিসেস
৫. স্পেশালাইজড্ ব্যবস্থাসমুহ ঃ-
ক. হোম পেশেন্ট সার্ভিস- ফিজিওথেরাপি চিকিৎসা ডক্টর কনসালটেশন মেডিসিন ডিলিভারী
[বাত ব্যথা, হাড় ভাঙ্গাঁ ও প্যারালাইসিস পূনর্বাসন, স্পোর্টস ইনজুরীস, বার্ধক্যজনিত শারীরিক সমস্যা, মেরুদন্ডের (ঘাড়-কোমরের) রোগসমূহ, হাত-পা অবশ ও ঝিনঝিন রোগ, মুখ বাকা রোগ, এছাড়াও বিভিন্ন অর্থোপেডিক্স, নিউরোলজি, রিউমেটোলজী, মেডিসিন ইত্যাদি রোগসমূহে ফিজিওথেরাপি হোম সার্ভিস দেওয়া আমাদের আয়োজনের বিশেষ লক্ষ্য]
খ. হেপাটাইটিস, টাইফয়েড, এন্টি র্যাবিস, এম এম আর, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি প্রতিষেধক টিকা, হাড়ের ক্ষয়রোধে, গঠন ও শক্তি বৃদ্ধি ইনজেকশন, স্যালাইন পুসিং, এছাড়াও জোড়া মোচকানো এবং হাড়-ভাঙ্গাঁ প্লাস্টার ব্যান্ডেজিং
গ. রক্তে ডায়াবেটিক্স রোগের মাত্রা, রক্তে ইউরিক এসিড এবং কোলেস্টেরল এর মাত্রা নির্ণয়
৬. মেডিসিন ও সার্জারী রোগসমূহে পরামর্শেও পাশাপাশি রিউমেটো-অর্থোপেডিক, ফ্যামিলি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, পেইন এন্ড স্পোর্টস মেডিসিন, ডিজ্যাবিলিটি ম্যানেজ্মেন্ট, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসা ব্যবস্থা
৭. না-বালেগ রোগী ও সকল বয়সের মহিলা রোগীদের ক্ষেত্রে মাহরামের উপস্থিতিতে চিকিৎসা পরার্মশ ও প্রয়োজনীয় সেবাসমূহ প্রদান
৮. বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, মাদরাসা) এবং অন্যান্য প্রতিষ্ঠানেও নিম্নোক্ত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা অর্থাৎ মেডিকেল ক্যাম্প আয়োজন। (ব্যবস্থাপনা খরচাদি গ্রহন স্বাপেক্ষে) খেদমতে সুবিধা সমূহ যথাক্রমে ঃ-
রোগ ভিত্তিক চিকিৎসা পরামর্শ প্রদান বর্তমান দৈহিক উচ্চতা ও ওজন নির্ণয়
রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা সমূহতে লিখিত ডিসকাউন্টের অনুরোধ উপরোক্ত কার্যক্রম ও সেবা আলোচনা স্বাপেক্ষে
৯. খেদমাতুল ফোক্বারা এবং ইহতিসাবের সাথে সকল খেদমত প্রদান
১০. ইসলামী কিতাবসমূহ (প্রি-অর্ডার স্বাপেক্ষে) বিক্রয় ব্যবস্থা
১১. শনিবার হতে বৃহঃস্পতিবার, সকাল ৮ টা - সন্ধ্যা ৭ টা ও পরর্বতী সময় পর্যন্ত নিয়মিত খোলা