Shifa Ul Quran

  • Home
  • Shifa Ul Quran

Shifa Ul Quran আমরা রুকইয়াহ সেবা নিয়ে কাজ করি। এবং আমাদের মুল লক্ষ্য মানুষকে শিরক ও কুফুর মুক্ত জীবন চলার পথে সহযোগিতা করা।

✅জিনের আসর ✅ জাদুটোনা,ব্ল্যাক ম্যাজিক ✅বদনজর ✅হাসাদ ✅ওয়াসওয়াসা,ওসিডি এবং এগুলোর প্রভাবে সৃষ্ট অন্যান্য শারীরিক মানসিক সমস্যার নববী চিকিৎসা ও পরামর্শ প্রদান ✅ ইসলামিক কাউন্সিলিং ✅ ইসলামিক লাইফস্টাইল ✅ জীবনের নানান সমস্যার ইসলামিক সমাধান।

08/12/2025

وَ السَّارِقُ وَ السَّارِقَۃُ فَاقۡطَعُوۡۤا اَیۡدِیَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ عَزِیۡزٌ حَكِیۡمٌ
আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফল স্বরূপ আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাবস্বরূপ আল্লাহ অতিশয় ক্ষমতাবান মহা প্রজ্ঞাময়।

07/12/2025

আমার আল্লাহ কত মেহেরবান জানেন?

আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে ও আমার নিকট ক্ষমার আশা পোষণ করবে, তোমার অবস্থা যা-ই হোক না কেন, আমি কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেবো। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশ পর্যন্তও পৌঁছে, আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবীসম গুনাহ নিয়েও আমার সাথে সাক্ষাৎ করো এবং আমার সাথে কাউকে শারীক না করে সাক্ষাৎ করো, আমি পৃথিবীসম ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব।

07/12/2025
রুকইয়াহতে ক্বারিনের ওয়াসওয়াসা।ক্বারিনের মুল কাজ হচ্ছে আপনার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়া। আর এই কাজ টি সে ঐ সময় বেশি ...
06/12/2025

রুকইয়াহতে ক্বারিনের ওয়াসওয়াসা।
ক্বারিনের মুল কাজ হচ্ছে আপনার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়া। আর এই কাজ টি সে ঐ সময় বেশি বাড়িয়ে দেয় যখন আপনি জ্বীন, যাদু, অথবা হাসাদে আক্রান্ত থাকেন।
তাই রুকইয়াহ সম্পর্কে যখন কোন দুর্বল ওয়াসওয়াসা আসে আল্লাহ'র কাছে হেফাযত এর দুয়া করুন।
যেসব ওয়সওয়াসা বেশি আসতে পারেঃ
# এই রুকইয়াহ দিয়ে কিছুই হবে না।
# রাক্বি কিছুই জানে না।
# এতোদিন হয়ে গেলো সুস্থ হচ্ছি না অন্য কিছু চেষ্টা করতে হবে।
# ভেতরের শয়তান অনেক বেশি শক্তিশালি এই রাক্বি পারবে না।
# রাক্বির প্রতি অশ্লিল চিন্তা আসা।
# কবিরাজের কেছে গেলে কম খরচেই চিকিৎসা করা যাবে।
ইত্যাদি ধরনের চিন্তা বা অন্যান্য চিন্তা ঢুকিয়ে দিয়ে ক্বারিন রোগিকে গোমরাহ করে রুকইয়াহ থেকে দূরে সরিয়ে দেয়। ম্যক্সিমাম টাইম ক্বারিন সফল হয় কেননা আমাদের ইমান এতোটা দুর্বল যে আমাদের সহযেই গোমরাহ করে ফেলে।

05/12/2025

হঠাত করেই জ্বীন আছর করা রোগির রুকইয়াহ।

আমাদের Shifa Ul Quran রুকইয়াহ সেন্টার এখন আপনাদের খিলগাঁও এলাকাতে। আল্লাহর ইচ্ছায় ইলম, আমল ও তাওয়াক্কুলের ভিত্তিতে আপনার...
01/12/2025

আমাদের Shifa Ul Quran রুকইয়াহ সেন্টার এখন আপনাদের খিলগাঁও এলাকাতে। আল্লাহর ইচ্ছায় ইলম, আমল ও তাওয়াক্কুলের ভিত্তিতে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা সর্বদা আন্তরিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ।

ঠিকানাঃ ১০১ উত্তর গোড়ান বাজার রোড (প্রি-ক্যাডেট স্কুল এর গলি)
মোবাইলঃ 01954-575700
Google Location : https://maps.app.goo.gl/C28uDEiVgkNKEdrn6

সদ্য মৃতের কবর থেকে পাওয়া বশিকরন যাদু। যার কবরে পাওয়া গিয়েছে সে নিজেও যাদু আক্রান্ত ছিল এবং সে যাদুর প্রবনতার কারনেই আত্...
28/11/2025

সদ্য মৃতের কবর থেকে পাওয়া বশিকরন যাদু। যার কবরে পাওয়া গিয়েছে সে নিজেও যাদু আক্রান্ত ছিল এবং সে যাদুর প্রবনতার কারনেই আত্নহত্যা করে। তার কবরেই পাওয়া যায় এই বশিকরন যাদু।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।

27/11/2025

আমাদের যাদের ঘুমের মধ্যে জ্বীন এর আক্রমন বা যাদু রিনিউ হওয়ার প্রবণতা রয়েছে তারা এই দুয়া পড়ে ঘুমান । আল্লাহ চাইলে হেফাযতে থাকবেন। এটি অত্যন্ত শক্তিশালি দুয়া যা রাসুল (সাঃ) কে জীবরাঈল (আঃ) শিখিয়ে দিয়েছিলেন।
أَعُوذُ بِوَجْهِ اللَّهِ الْكَرِيمِ وَبِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ اللاَّتِي لاَ يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلاَ فَاجِرٌ مِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَشَرِّ مَا يَعْرُجُ فِيهَا وَشَرِّ مَا ذَرَأَ فِي الأَرْضِ وَشَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ طَوَارِقِ اللَّيْلِ وَالنَّهَارِ إِلاَّ طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ
উচ্চারনঃ আউযু বিওয়াজহিল্লাহিল কারীম ওয়া বিকালিমাতি তাাম্মাতিল্লাতি লা ইউজাউইযুহুন্না বাররু ওয়ালা ফাজিরুম মিং শাররি মা ইয়াংযিলু মিনাস সামা-ই ওয়া শাররি মা ইয়া'রুজু ফীহা ওয়া শাররি মা যার-আ ফী-আল-আরদ্বি ওয়া শাররি মা ইয়াখরুরজু মিনহা ওয়ামিং ফিতানিল লাইলি ওয়ান নাহারি ওয়ামিং ত্বওরিক্বিল লাইলি ওয়ান নাহারি ইল্লা তারিক্বন ইয়াতরুক্বু বিখইর ইয়া রহমান।

আমি আশ্রয় চাই মহান আল্লাহ'র মহিমান্বিত মুখের প্রতি এবং আল্লাহ'র পরিপূর্ণ বাক্যসমূহের প্রতি, যেগুলোকে কোনো সৎ বা দুষ্ট ব্যক্তি অতিক্রম করতে পারে না। আকাশ থেকে নেমে আসা যে কোনো ক্ষতি বা বিপদ থেকে, আকাশে ওঠা যে কোনো ক্ষতি বা বিপদের থেকে, পৃথিবীতে সৃষ্টি হওয়া যে কোনো ক্ষতি বাবিপদ থেকে, এবং পৃথিবী থেকে উদ্ভূত যে কোনো ক্ষতি বা বিপদ থেকে। রাত এবং দিনের সব পরীক্ষার থেকে, রাত ও দিনের হঠাৎ আসা বিপদ বা আঘাত থেকে সেটিও যদি না আসে কোনো সৎ উদ্দেশ্যে। ইয়া রহমান।

বিড়ালের চোখ তুলে ফেলছে এক অদৃশ্য চক্র কিছুদিন ধরেই পুরো ফেসবুক জুড়ে ঘুরছে বিড়ালের চোখ তুলে নিয়ে যাচ্ছে কেউ। কিন্তু কারন ...
24/11/2025

বিড়ালের চোখ তুলে ফেলছে এক অদৃশ্য চক্র
কিছুদিন ধরেই পুরো ফেসবুক জুড়ে ঘুরছে বিড়ালের চোখ তুলে নিয়ে যাচ্ছে কেউ। কিন্তু কারন কি? বিড়াল কে এমন কষ্ট দিয়ে এদের ফায়দা কি?
মুলত যাদুকরেরা প্রানীদের কষ্ট দিয়ে যাদু করে থাকে। বিভিন্ন প্রানী তা হতে পারে কুকুর, পাখি, মাছ অথবা বিড়াল।
২০২০ সালে মরোক্কো তে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে বিড়াল ও বিড়াল ছানার মুখের মধ্যে যাদুর বস্তু ঢুকিয়ে দিয়ে তাদের মুখ সেলাই করে দেয় মা বিড়াল টি বাচলেও বিড়াল ছানাটি বাচতে পারেনি।
তথ্যসুত্রঃ Hespress
সম্প্রতি আমাদের বাংলাদেশেও ঘটছে কিছু লোমহর্ষক ঘটনা যেখানে দেখা যাচ্ছে বিড়ালের চোখ উপড়ে ফেলছে একদল যালিম। এই ঘটনা গুলো যাদুর দিকে ইঙ্গিত করে।
তাই বলে এক সাথে এতো বিড়াল তাও বিভিন্ন যায়গায়?
এইখানে সম্ভাবনা ২ টা
# বর্তমানে অনেকে যাদুর কোর্স করায় যা তদবির ও রুকইয়াহ নাম দিয়ে চলমান। হতে পারে এই কোর্সের প্র্যাক্টিক্যাল উদ্দেশ্যে এই যুলুম চলেছে।
# যাদুকরদের বিভিন্ন আচারবিধির নির্দিষ্ট দিন আর সময় থাকে যেই দিন বা সময়ে তারা এই ধরনের যুলুম করার ফলে এদের যাদুর শক্তি বৃদ্ধি পায় বলে ধারনা পাওয়া যায়। হতে পারে এই যুলুমের উৎস যাদু করের এই দিন ও সময়।
এটি কি আজকে থেকে শুরু?
নাহ এটি একটি প্রাচীন যাদুবিদ্যা যা ফেরাউনের আমলে করা হতো। মানুষ
সেই সময়ে বিড়াল কে দৈবিক শক্তি সম্পন্ন প্রানী মনে করতো এবং প্রাচীন দেবতাদের কে বিড়ালের বলি দিতো এবং তার মমি বানিয়ে বিক্রি করতো পারাচীন পান্ডুলিপিতে এই বিড়ালের মমি যাদুকরদের বিক্রি করতো বলে জানা যায়।
সুতরাং এই বিড়াল দিয়ে যাদু করার বিষয়টি বহু বছর ধরে চলে আসতেছে।
আল্লাহ এই যালিম শয়তান দের থেকে সমস্ত প্রানী মানুষকে হেফাজত করুন।

পেশেন্ট হাতে একটি ব্রেসলেট দেখিয়ে বলতেছে। আচ্ছা এইগুলা কি সব সময় পড়তে পারবো। বললাম কিসের ব্রেসলেট এটা বলে আয়াতুল কুরসির।...
23/11/2025

পেশেন্ট হাতে একটি ব্রেসলেট দেখিয়ে বলতেছে। আচ্ছা এইগুলা কি সব সময় পড়তে পারবো। বললাম কিসের ব্রেসলেট এটা বলে আয়াতুল কুরসির। বললাম এইগুলা সব সময় মানে কখনোই পড়তে পারবেন না। কেননা এটা নিয়ে টয়লেটে যাবেন, নাপাক অবস্থায় থাকবেন গুনাহ হবে। বললো আমি তো আরও অনেক গুলা কিনলাম। দেখতে চাইলাম দেখি ওমা এক গাদা লকেট আর ব্রেসলেট কিনে রাখছে এইগুলা পড়লে বলে হেফাজতে থাকবো। একটা ব্রেসলেট এর মধ্যে আয়াতুল কুরসি লেখা পড়তে যেয়ে দেখলাম আল-হাইয়্যুল লেখা নাই। আর বাকি গুলা তো দেখাই যায় না কি লিখছে।

এইগুলা পড়া আর নিজের ইমান কে ধ্বংস করা একই কথা। আল্লাহ মাফ করুন।

20/11/2025

আজ সারাদিন ছিলাম নারায়ণগঞ্জ ভুইগড়। বাসায় গিয়ে বসলাম। রোগী আসলো। রুকইয়াহ শুরু করলাম মোটামুটি ভালোই এনার্জি পাচ্ছি রুকইয়াহতে। কিছুক্ষন পর থেকেই এক এক করে রুমের মধ্যে ১৩-১৪ জন ঢুকলো। এসে নিয়ত করে বসেও গেছে আমি তেলাওয়াত অবস্থাতেই। আমি খালি খালি চার দিকে তাকায় তাকায় দেখতেছি। মেইন যিনি রোগী তারও জ্বীন উঠে আছে। হুলুস্থুল অবস্থা। পরে দেখি সেই ১৩-১৪ জনের মধ্যে একজন বেহুশ হয়ে গেছে। মেইন রোগী দিছে এক লাথি তারে কয় এডারে সরা এইখানতে। পরে দেখি একজন একজন করে আরও ৩ জন এর হালত বেহাল। কি এক মুসিবত। তার উপর দিয়া ৪ দিক বন্ধ এই বদ্ধ রুমে মানুষের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তেছে আর আমার অস্বস্তির মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিছু বলতেও পারছি না কিছু বললেই যদি তেড়ে মারতে আসে! ভেতরে থাকা সব রাগ জ্বীনের উপর ঝাড়ছি জ্বীন বেচারার হালত খারাপ হয়ে গেছে।

যাই হোক কোন রকমে পরিস্থিতি সামাল দিয়ে সব স্বাভাবিক করে চলে আসলাম।

Address

১০১ উত্তর গোড়ান বাজার রোড (প্রি-ক্যাডেট স্কুল এর গলি)

1236

Telephone

+8801954575700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Ul Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shifa Ul Quran:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram