15/07/2025
#জরায়ু
#রক্তস্রাব
🇧🇩 Metrorragia/জরায়ুর রক্তস্রাব খুব দ্রুত নির্মূলঃ
🇧🇩 অদ্ভুত লক্ষণ সমূহঃ
১) মেট্রোরেজিয়া/জরায়ুর রক্তস্রাব অনেক দিব যাবৎ হচ্ছে; রক্তস্রাব লাল,ব্রাইট কালার, টকটকে লাল বর্ণ, একটু চলাফেরা করলে প্রচুর পরমাণে রক্তস্রাব হওয়া, ইউট্রেরাস এবং রেকটামে একটু চাপের সৃষ্টি হবে, প্রচুর পরিমাণে ইরিটেশন হওয়া।
২) প্রচুর পরিমাণে ব্লিডিং হবে এবং প্রচন্ড পরিমাণে রক্তস্রাবের সাথে কোমড়ের যন্ত্রণা একসাথে কিংবা বসে থাকলে এবং একটু চাপ দিলে একটু আরাম হয়, চলাফেরা করলে প্রচন্ড পরিমাণে রক্তস্রাব চালু হয়।
৩) প্রচুর পরিমাণে মিন্স বা মাসিক হয়, মাসিক আসতে একটু দেড়ি হয় কিন্তু যখন আসে তখন প্রচুর পরিমাণে হয় এবং জরায়ুর মধ্যে প্রচন্ড পরিমাণে চাপের সৃষ্টি হয় এবং মিন্সের সাথে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা থাকে।
৪) মিন্স বা মাসিক খুব তাড়াতাড়ি চলে আসে এবং অনেকদিন যাবৎ চলতে থাকে, জলের মতো লাল উজ্জ্বল কালারের প্রচুর পরিমাণে রক্তস্রাব হয় ও তার সাথে কালো কালো মাঝে মধ্যে দলা দলা টাইপের রক্তস্রাব হয় এবং বাচ্চা হওয়ার মতো ব্যথা থাকে, এছাড়া যদি একটু চলাফেরা করে তাহলে, রক্তস্রাব প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় এবং শুয়ে থাকলে একটু কম হয়। থোরা/থাই এবং কোমড়ের এড়িয়ায় প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়; চলাফেরা করলে রক্তস্রাব বৃদ্ধি হয় তার সাথে সেক্স করার ইচ্ছা মহিলাদের মধ্যে প্রচন্ড পরিমাণে চলে আসা।
৫) মিন্স বা মাসিক দেড়িতে হবে, অল্প পরিমাণে মিন্স হয়, জরায়ুর উপর থেকে একবারে ভিতরের আম্বিলিক্যাল পর্যন্ত একটা দুমড়ানো মুচড়ানো জ্বালাকর ব্যথা যন্ত্রণা হয়। যদি রোগী বসে থাকে তাহলে মনে হয়, পেটের নাড়ীভুঁড়ি সবকিছু জরায়ু দিয়ে চলে আসছে, জরায়ু যেনো উল্টে যাচ্ছে। নিচের পেটটা সবসময় ভারী ভারী অনুভব হয়, ব্লাডারে চাপ পড়লে প্রস্রাবের আড়গিট লেগে থাকবে যেনো সবসময় প্রস্রাব পাওয়া পাওয়া ভাব থাকে ইত্যাদি।
**** তাছাড়া রক্তস্রাব নিয়ে অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছেন কিন্তু কোনো ভালো ফলাফল পাননি, একমাত্র তাদের জন্য এই পোষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🇧🇩 Metrorragia বা জরায়ুর রক্তস্রাব, এই বিষয়ক যতগুলো লক্ষণ/উপসর্গ রয়েছে তার সামগ্রিক লক্ষণ সমষ্টির নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয়। ইনশা-আল্লাহ্।
🇧🇩 চেম্বারঃ
ডা. ছদর উদ্দিন আহমেদ
"পিওর হোমিওপ্যাথিক চিকিৎসালয়"
করশালিকা বাজার, শাহজাদপুর সিরাজগঞ্জ।
প্রয়োজনেঃ
01728-944326
Dr. Sador Uddin