S B Blood Bank_এস বি ব্লাড ব্যাংক

S B Blood Bank_এস বি ব্লাড ব্যাংক অন্যের প্রয়োজনে রক্ত দিন🩸
নিজের প্রয়োজনে রক্ত নিন🩸

14/06/2025

আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সকল রক্ত দাতা ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রক্ত দিন জীবন বাঁচান

এই একটি লাইন কথার মধ্যে
বেঁচে আছে একটি জীবন।

এই একটি শ্লোগান বুকে জড়িয়ে
মানবতার মাঝে মিশে এক দল ,
তরুণ প্রজন্ম।

তারা দেখতে চাই রক্তের অভাব
মুক্ত একটি বাংলাদেশ।

তাদের ভালোবাসা অবিরাম
তারা হার না মানা একটি দল।

শুভ কামনা রইলো সকল স্বেচ্ছাসেবক ভাই ও স্বেচ্ছাসেবীকা বোনদের জন্য।❤️❤️❤️

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগ...
14/06/2025

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।

বিশ্ব রক্তদাতা দিবস, ২০১৫ উদযাপন,
১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়, অথচ এর মাত্র ৩৮ শতাংশ সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ। এ ছাড়া এখনো বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলে নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের রক্তদানের ওপর, আর অনেক দেশে পেশাদারি রক্তদাতা অর্থের বিনিময়ে রক্ত দান করে আসছে রোগীদের। অথচ বিশ্বের নানা দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জানা যায়, ‘নিরাপদ রক্ত সরবরাহের’ মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবনসংশয়ী সংক্রমণ, যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা খুবই কম।

স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশে, এসব অজানা বীরের উদ্দেশে, উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস। ১৪ জুন দিবসটি পালনের আরও একটি তাৎপর্য রয়েছে। এদিন জন্ম হয়েছিল বিজ্ঞানী কার্ল লান্ডষ্টাইনারের। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘এ, বি, ও,এবি’।

এস বি ব্লাড ব্যাংক

এস.বি ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী দের জানাই ঈদুল ফিতর এর শুভেচ্ছা।ঈদ মোবারক🌙
31/03/2025

এস.বি ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী দের জানাই ঈদুল ফিতর এর শুভেচ্ছা।

ঈদ মোবারক🌙

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি  গভীর শ্রদ্ধাঞ্জলি,,,
21/02/2025

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি,,,

 ি_ব্লাড_ব্যাংক সংগঠনের  ৪ র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল রক্তদাতা এবং সকল স্বেচ্ছাসেবী ভাই বোন দের জানাই শুভেচ্ছা এবং অভি...
11/09/2024

ি_ব্লাড_ব্যাংক সংগঠনের ৪ র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল রক্তদাতা এবং সকল স্বেচ্ছাসেবী ভাই বোন দের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন

৪ বছর আমাদের সাথে সম্পৃক্ত কীছু তালিকাভুক্ত সদস্য নিজের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে।

২০২০ সাল থেকে সংগঠনিক ভাবে যাত্রা শুরু আমাদের।
অসংখ্য রক্ত ম্যানেজ করে রক্তের প্রোয়জনে মানুষের পাশে থাকতে পেরেছি, প্রায়

এছাড়া অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছি, সেবা ও সচেতন মূলক কর্মসূচি পালন করেছি।

বিভিন্ন সময়, হুমকি, মানসিক চাপ, ও গুজবের শিকার হতে হয়েছে আমাদের। কিন্তু এখন পর্যন্ত আমরা অন্যায়ের সাথে কখনোই সন্ধি করিনি।

অনেকে বলেছিল আমরা সাংগঠনিক রূপে এক বছরও টিকতে পারবেনা মানুষের পাশে দাড়ানো চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা দীর্ঘ তিন বছর কাজ করে যাচ্ছি এমন স্পৃহা কি তারা তৈরি করতে পারবে?

এই পথচলায় আমরা অনেককিছুই হয়তো শিখতে ও অর্জন করতে পেরেছি। অনেকের আস্থা ও ভালোবাসা পেয়েছি, আবার অনেককিছুই হারিয়েছি। যেকোনো প্রোগ্রামের সদস্য সংগ্রহ থেকে শুরু করে প্রোগ্রাম বাস্তবায়ন পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। এমন অনেক সহযোদ্ধা আমাদের থেকে এখন অনেক দূরে।

আমি নিশ্চিত করে বলতে পারি, এদেশে এমন কেউ নেই; যার পরিবার মানুষের জন্য রক্তের দরকার হতে পারে না। যেকোন সময় যেকোন মানুষের রক্তের দরকার হতে পারে।তাই আমাদের চেষ্টা আমাদের সংগঠন কে প্রতিটি যায়গায় ছড়িয়ে দেয়া। বুক ভরা সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া নিজে পরিবর্তন হবো সমাজ পরিবর্তন করবো এই নীতিতে সামনে এগিয়ে যাওয়া।

পিছনে অনেকে মানুষ অনেক কথা বলে ভালো কাজে বাঁধা অনেক বেশি এই সংগঠন না করলে হয়তো যানা হতো না,
তবে এখন চেষ্টা নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা।

আমাদের চলমান কার্যক্রমে আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমরা জানি ভবিষ্যতের পথচলায় আমাদের অসংখ্য বাঁধার সম্মুখীন হতে হবে। তবে আমাদের লক্ষ্য পূরণে আমরা অবিচল থাকবো। ইনশাআল্লাহ্।

আলহামদুলিল্লাহ, আমাদের এস বি ব্লাড ব্যাংক এর আগামী ১ বছর মেয়াদী কমিটি গঠন হলো।আশা রাখি আমরা অবশ্যই ভালো কিছু পাবো আপনাদে...
29/04/2024

আলহামদুলিল্লাহ, আমাদের এস বি ব্লাড ব্যাংক এর আগামী ১ বছর মেয়াদী কমিটি গঠন হলো।
আশা রাখি আমরা অবশ্যই ভালো কিছু পাবো আপনাদের থেকে

আপনার সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতায় মাধ্যমে আর্তমানবতার সেবায় এস বি ব্লাড ব্যাংক এর পাশে থেকে সবসময় নিজেকে নিয়োজিত রাখুন সেই প্রত্যাশা রইলো।
নতুন করে নতুন ভাবে নতুন কিছু উপহার দিবেন আশাবাদি।

S.B Blood Bank.Morrelganj.Bagerhat - এস বি ব্লাড ব্যাংক মোড়েলগঞ্জ বাগেরহাট

এস.বি ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা - ঈদ মুবারক।
10/04/2024

এস.বি ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা - ঈদ মুবারক।

24/03/2024

২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং আত্মার মাগফেরাত কামনা করছি।

আলহামদুলিল্লাহ🌸🥀এস বি ব্লাড ব্যাংক এর উদ্যেগে সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি "ইফতার ফুড প্যাক বিতরন-২০২৪ইং" এই কর্মসূচি ব...
22/03/2024

আলহামদুলিল্লাহ🌸🥀

এস বি ব্লাড ব্যাংক এর উদ্যেগে সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি "ইফতার ফুড প্যাক বিতরন-২০২৪ইং"

এই কর্মসূচি বাস্তবায়নে যারা আমাদেরকে আর্থিক, শারিরীক ও পরামর্শ ভিত্তিক সহযোগিতা করেছেন এই মহৎ কাজটি সম্পন্ন হলো আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক। তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা দোয়া ও ভালোবাসা৷

আমরা উক্ত কর্মসূচিতে ২৪ টি পরিবারকে ইফতার উপহার দিতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

জাযাকাল্লাহু খাইরান 🌸🥀

এখন প্রজন্ত
আমাদের মোট আয়ঃ ১৩৮৫০
আমাদের মোট ব্যায়ঃ ১২৮৬০

আসসালামু আলাইকুম 🌸এস বি ব্লাড ব্যাংক  সংগঠনের সিদ্ধান্তে আগামী দিনের কার্যক্রম বেগমান করতে পরিচালনা বিভাগ  গঠন করা হলো।★...
19/01/2024

আসসালামু আলাইকুম 🌸

এস বি ব্লাড ব্যাংক সংগঠনের সিদ্ধান্তে আগামী দিনের কার্যক্রম বেগমান করতে পরিচালনা বিভাগ গঠন করা হলো।

★মোঃ সোহেল খান
প্রধান পরিচালক।
★কে.এম. আসাদুজ্জামান (রুবেল)
সহকারী পরিচালক।
★মোঃ রাকিব হোসেন
সহকারী পরিচালক।
★মোঃ তানজিরুল ইসলাম (সজিব)
সহকারী পরিচালক।
★মোঃ হাসান হাওলাদার
প্রতিষ্ঠাতা পরিচালক।

#মানবতার_কল্যাণে_এগিয়ে_আসুন_রক্তদানে
#আপনার_জন্য_আপনার_পাশে
ি_ব্লাড_ব্যাংক_মোড়েলগঞ্জ_বাগেরহাট
#মানবতাই_শক্তি_মানবতাই_মুক্তি

Address

Bagerhat

Telephone

+8801998291195

Website

Alerts

Be the first to know and let us send you an email when S B Blood Bank_এস বি ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share