Hijama Center Cumilla

Hijama Center Cumilla আসসালামু আলাইকুম। এটি একটি সুন্নাহ চিকিৎসা ব্যবস্থা। যার কোনো পার্শপ্রতিক্রিয়া নেই।

হিজামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।  তাই যারা সুস্থ্য তারাও নিয়মিত হিজামা করতে পারেন।ইনশাআল্লাহ হিজামা এমন এক ...
08/07/2025

হিজামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই যারা সুস্থ্য তারাও নিয়মিত হিজামা করতে পারেন।
ইনশাআল্লাহ হিজামা এমন এক চিকিৎসা যা আত্মিক ও শারীরিক উন্নতি সাধন করে কোনো প্রকার ক্ষতি ছাড়াই।

04/07/2025
01754-201446
03/07/2025

01754-201446

20/06/2025
17/06/2025
12/06/2025

ঘাড় ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, চুল পড়া, এজমা, ব্রণ, স্ট্রেস সহ বিভিন্ন সমস্যার সমাধান হিজামা বা কাপিং থেরাপি।

"রাসূল সা বলেছেন- নিশ্চয়ই হিজামাতে শেফা রয়েছে।" আল হাদিস

আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সকল রোগের সৃষ্টিকর্তা এবং রোগ থেকে শিফা দানকারী আমার আপনার অতি আপনজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার প্রিয় হাবীব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেন-

★ মধুর মধ্যে শিফা নিহিত।
★ কালোজিরায় শিফা নিহিত।
★ হিজামায় শিফা নিহিত।
★ সূ-রা ফাতিহায় শিফা নিহিত।
★ ইস্তিগফারে শেফা নিহিত।
★ সাদাক্বায় শেফা নিহিত।

এটি যেভাবে আমাদের শরীরে কাজ করে 👇
হিজামা (কাপিং বা শিঙ্গা লাগানো) একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
এ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া প্রাচীনকাল থেকেই প্রমাণিত। হিজামা সংক্রান্ত অনেক হাদিস রয়েছে, এছাড়াও ইউরোপ, আমেরিকা এবং সাবকন্টিনেন্টে ব্যাপকভাবে জনপ্রিয় এই চিকিৎসা পদ্ধতি। হিজামায় সাধারণত নেগেটিভ সাকশনের মাধ্যমে ব্লাডে থাকা টক্সিন বা দূষিত রক্ত বের করে নিয়ে আসে। এতে দেহের অভ্যন্তরে কোষগুলোর মধ্যে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, ভিটামিন- মিনারেল- অক্সিজেন সাপ্লাই এবং কোষে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হিজামা যে সমস্ত থিউরি নিয়ে কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে পেইন গেইট থিউরি, রিফ্লেক্সজোন থিউরি, ব্লাড ডিটক্সিফিকেশন থিউরি, নাইট্রিক অক্সাইড থিউরি অন্যতম।

#হিজামায় কোন ধরনের ব্যাথা নেই, কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অসুস্থ মানুষ হিজমা দিতে পারবেই তাছাড়া যে কোনো সুস্থ মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং সুন্নত আমল হিসেবে হিজামা করতে পারবে।

👉👉👉যে সকল সমস্যায় হিজামা উপকারীঃ
মাথা ব্যথা, চুল পড়া, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা, হাটু ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্ট পেইন, সাইনুসাইটিস, এ্যাজমা, কোলেস্টেরল, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
গ্যাস্ট্রাইটিস, বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, IBS, ঘুমের সমস্যা, কালো যাদু, মানসিক সমস্যা, স্পোর্টস ইনজুরি, যৌ-ন সমস্যা, থাইরয়েডের সমস্যা, চুল পড়া, ব্রণ, অস্টিওপরোসিস, রিউমাটয়েটস আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে হিজামা কার্যকরী।

রাসূল(সাঃ) বলেন; তোমরা যে সকল চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হচ্ছে #হিজামা। 💝
(সহিহ বুখারীঃ ৫৬৯৭)

হিজামা শুধুমাত্র চিকিৎসা'ই নয়, গুরুত্বপূর্ণ একটি সুন্নাতও বটে।

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ!(একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।যেইম...
26/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ!
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
শায়েখ আবু বকর হাফিঃ র পোস্ট থেকে নেওয়া।
কালেক্টেড

Address

Cumilla

Telephone

+8801754201446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Center Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Center Cumilla:

Share