12/06/2025
ঘাড় ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, চুল পড়া, এজমা, ব্রণ, স্ট্রেস সহ বিভিন্ন সমস্যার সমাধান হিজামা বা কাপিং থেরাপি।
"রাসূল সা বলেছেন- নিশ্চয়ই হিজামাতে শেফা রয়েছে।" আল হাদিস
আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সকল রোগের সৃষ্টিকর্তা এবং রোগ থেকে শিফা দানকারী আমার আপনার অতি আপনজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার প্রিয় হাবীব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেন-
★ মধুর মধ্যে শিফা নিহিত।
★ কালোজিরায় শিফা নিহিত।
★ হিজামায় শিফা নিহিত।
★ সূ-রা ফাতিহায় শিফা নিহিত।
★ ইস্তিগফারে শেফা নিহিত।
★ সাদাক্বায় শেফা নিহিত।
এটি যেভাবে আমাদের শরীরে কাজ করে 👇
হিজামা (কাপিং বা শিঙ্গা লাগানো) একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
এ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া প্রাচীনকাল থেকেই প্রমাণিত। হিজামা সংক্রান্ত অনেক হাদিস রয়েছে, এছাড়াও ইউরোপ, আমেরিকা এবং সাবকন্টিনেন্টে ব্যাপকভাবে জনপ্রিয় এই চিকিৎসা পদ্ধতি। হিজামায় সাধারণত নেগেটিভ সাকশনের মাধ্যমে ব্লাডে থাকা টক্সিন বা দূষিত রক্ত বের করে নিয়ে আসে। এতে দেহের অভ্যন্তরে কোষগুলোর মধ্যে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, ভিটামিন- মিনারেল- অক্সিজেন সাপ্লাই এবং কোষে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হিজামা যে সমস্ত থিউরি নিয়ে কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে পেইন গেইট থিউরি, রিফ্লেক্সজোন থিউরি, ব্লাড ডিটক্সিফিকেশন থিউরি, নাইট্রিক অক্সাইড থিউরি অন্যতম।
#হিজামায় কোন ধরনের ব্যাথা নেই, কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অসুস্থ মানুষ হিজমা দিতে পারবেই তাছাড়া যে কোনো সুস্থ মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং সুন্নত আমল হিসেবে হিজামা করতে পারবে।
👉👉👉যে সকল সমস্যায় হিজামা উপকারীঃ
মাথা ব্যথা, চুল পড়া, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা, হাটু ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্ট পেইন, সাইনুসাইটিস, এ্যাজমা, কোলেস্টেরল, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
গ্যাস্ট্রাইটিস, বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, IBS, ঘুমের সমস্যা, কালো যাদু, মানসিক সমস্যা, স্পোর্টস ইনজুরি, যৌ-ন সমস্যা, থাইরয়েডের সমস্যা, চুল পড়া, ব্রণ, অস্টিওপরোসিস, রিউমাটয়েটস আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে হিজামা কার্যকরী।
রাসূল(সাঃ) বলেন; তোমরা যে সকল চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হচ্ছে #হিজামা। 💝
(সহিহ বুখারীঃ ৫৬৯৭)
হিজামা শুধুমাত্র চিকিৎসা'ই নয়, গুরুত্বপূর্ণ একটি সুন্নাতও বটে।