
03/07/2025
বড়পুল চক্ষু হাসপাতালের পরিচালনায় এবং ইউএই এইড ও শারজাহ চ্যারিটি ইন্টার ন্যাশনাল বিডি এর আর্থিক সহায়তা ও পৃষ্টপোষকতায় ছানি অপারেশন কৃত রোগীদের একাংশ । মহান সৃষ্টি কর্তার অশেষ কৃপায় সবার অপারেশন সফলতার সহিত সম্পন্ন হয়েছে এবং সকলেই সুস্থ আছেন ভাল অাছেন ।