24/09/2025
একাডেমিক লড়াই, জ্ঞানের প্রতিযোগিতা আর গৌরবের মঞ্চ—National Physiotherapy Olympiad 2025 আসছে ঝড় তুলতে!
বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (BPSU) আয়োজন করতে যাচ্ছে দেশের অনন্য ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫। এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো ফিজিওথেরাপি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, ক্লিনিক্যাল রিজনিং, গবেষণামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধান দক্ষতার মূল্যায়ন ও বিকাশ ঘটানো।
প্রতিযোগিতার বিষয় :
1.Therapeutic Exercise
2.Electrotherapy
3.Anatomy
4.Kinesiology
প্রতিযোগিতার ধরন
ধাপ-১: অনলাইন
(MCQ & Short Answer Questions)
ধাপ-২: প্রথম ধাপ থেকে বাছাই করা ২০ জন কে নিয়ে অফলাইনে অনুষ্ঠিত হবে Rapid Fire/Written!!
ফলাফল:
ধাপ ২ থেকে উত্তীর্ন শীর্ষ ১০ জন হবে সফল বিজয়ী এবং সেরা ৩ হবে জাতীয় চমক!!!!
পুরস্কার:
চ্যাম্পিয়ন : ১০,০০০ টাকা
১ম রানার আপ : ৫,০০০ টাকা
৩য় রানার আপ: ৩,০০০ টাকা
৪থ-১০ম : এক্সক্লুসিভ গিফট
( এছাড়াও সবার জন্য রয়েছে সার্টিফিকেট এবং ক্রেস্ট)
রেজিস্ট্রেশন প্রক্রিয়া : অনলাইন
রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ১২ ই অক্টোবর ২০২৫ রাত্র ১১ টা ৫৯ পর্যন্ত।
রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে
অনলাইন প্রতিযোগিতার তারিখ ৪ ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৭:০০ টায় শুরু হবে।
অংশগ্রহণার্থী :
বাংলাদেশের সকল প্রান্তের সকল বর্ষের ফিজিওথেরাপি শিক্ষার্থী 😍
তাই জ্ঞানের সীমানা ছাড়িয়ে অংশ নিন National Physiotherapy Olympiad 2025 এ । আর প্রমান করুন
" আপনি ই সেরা"