13/03/2023
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কেন আপনি চিকিৎসা করাবেন??
যে প্রধান কারণগুলো স্পষ্ট হয়,তা হলো–
১. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তুলনা মুলক স্বল্পমূল্যে চিকিৎসা করানো যায়।
২.উচ্চমানের চিকিৎসা সুবিধা পাওয়া যায়। দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা হয়, এবং
৩. চিকিৎসকরা আন্তরিক ব্যবহার করেন। পর্যাপ্ত সময় ও মনোযোগ প্রদান করেন।
৪.দক্ষ চিকিৎসকের উৎস
বলাবাহুল্য,
স্বাস্থ্যসেবার বিভিন্ন সূচকে বাংলাদেশের চেয়ে ভারত পিছিয়ে। মা ও শিশুমৃত্যু হ্রাসের লক্ষ্য পূরণে সমর্থ হয়নি ভারত।
অথচ সেই দেশটি দিনে দিনে চিকিৎসা পর্যটনের কেন্দ্রে পরিণত হচ্ছে!
অত্যন্ত আনন্দের বিষয় এই যে,আমাদের দেশের কার্ডিয়াক সার্জারিতে আমূল বিপ্লব ঘটিয়েছে।
আমরা কি জানি, কী অবিশ্বাস্য অধ্যবসায়ে শূন্য থেকে সকল ধরনের ইমার্জেন্সি ও কার্ডিয়াক প্রসিডিউর,সার্জারিতে সক্ষমতা গড়ে তুলেছেন আমাদের দেশের চিকিৎসকরা।
প্রতিদিন কত রোগীকে নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনছেন!
কিন্তু অত্যান্ত দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশের জনগণ সঠিক খবর না জানার কারণে ভারতমুখী হয়ে থাকে।
বাংলাদেশের মধ্যবিত্তরা দু’একবার ভারতের করপোরেট হাসপাতাল ঘুরে এসে মোহাচ্ছন্ন হয়ে পড়েন। তারা জানেন না যে ভারতের উন্নত হাসপাতালগুলোতে তাদের ৮০ শতাংশ জনগণের সেবা গ্রহণের আর্থিক সক্ষমতা নেই। ভারতের গরিব মানুষকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জমিজমা, ঘটিবাটি বিক্রি করতে হয়। ভারতের সরকারি হাসপাতালগুলোর অবস্থা বাংলাদেশের চেয়ে আলাদা কিছু নয়। ওখানেও প্রচুর অব্যবস্থাপনা, ভুল চিকিৎসা, হাসপাতালের মেঝেতে রোগী শুয়ে থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। ভারতের করপোরেট চিকিৎসা পর্যটনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আহরণ আর অর্থনৈতিক ভিত শক্তিশালী হওয়ার জয়গান করছে। আদতে ভারতের স্বাস্থ্যসেবা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে ভারতের বেসরকারি ব্যয়বহুল স্বাস্থ্য অবকাঠামো দেশের সীমিত সংখ্যক ধনী ও বিদেশি রোগীদের সেবা দিচ্ছে। অন্যদিকে দরিদ্র জনগণের বিপুল অংশ মৌলিক স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত থাকছে। প্রবৃদ্ধি বাড়াতে ভারতীয় সরকার চিকিৎসা পর্যটনে ভর্তুকি ও ছাড় দিতে গিয়ে উপেক্ষিত রাখছে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা খাত।
তবে চাকচিক্যে বিভ্রান্ত না হয়ে আমাদের সঠিক পথে চলতে জানতে হবে দেশের স্বাস্থ্যসেবার গতিপথ এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যেয় রাখতে হবে।
স্বাধীনতার ৫০ বছর পার হয়ে এসে বাংলাদেশের মানুষের চিকিৎসা নিতে এই বিদেশ যাত্রা পরিতাপের বিষয়।
আসুন দেশকে ভালোবেসে একসাথে এগিয়ে যায়।