29/06/2025
🧍♂️ স্পাইন পেইন – সোজা হয়ে দাঁড়ানোর স্বপ্নে ব্যথার বাঁধা?
মেরুদণ্ড আমাদের শরীরের প্রধান খুঁটি। কিন্তু আজকাল অনেকেই স্পাইন বা মেরুদণ্ডে ব্যথা নিয়ে ভুগছেন—যা শুধু কাজের গতিকে থামিয়ে দেয় না, বরং জীবনকে করে তোলে বিষণ্ন ও সীমিত।
ঘাড় থেকে কোমর, এমনকি নিচের পিঠ পর্যন্ত টানা ব্যথা থাকলে সেটি হতে পারে সার্ভাইক্যাল, থোরাসিক বা লাম্বার স্পাইন পেইন। আর সময়মতো চিকিৎসা না নিলে তা হতে পারে ডিস্ক স্লিপ, নার্ভ চেপে যাওয়া বা হাড় ক্ষয়ের মতো জটিল সমস্যা।
❗ স্পাইন পেইনের সাধারণ কারণ:
🔸 ভুল ভঙ্গিতে বসা বা ঘুমানো
🔸 দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা
🔸 ভারী জিনিস তোলা
🔸 ওজন বেড়ে যাওয়া
🔸 হাড় ক্ষয় বা ডিস্ক হ্রাস
🔸 আগের ইনজুরি
⚠️ লক্ষণগুলো কী কী?
✔ ঘাড়, পিঠ বা কোমরে টান বা চাপের ব্যথা
✔ ব্যথা পা বা হাতে ছড়িয়ে যাওয়া
✔ সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে কষ্ট
✔ সিঁড়ি উঠা-নামায় ভার
✔ ঘুমে বিঘ্ন
✔ পেশি দুর্বল হয়ে যাওয়া বা অবশ ভাব
🩺 ফিজিওথেরাপির মাধ্যমে স্পাইন পেইন কমানো সম্ভব!
স্টার ফিজিওথেরাপিতে রয়েছে ব্যথা হ্রাস ও স্পাইন সুরক্ষার জন্য আধুনিক ব্যবস্থা:
🔹 পেইন রিলিফ থেরাপি (TENS, Ultrasound)
🔹 স্পাইন স্ট্যাবিলাইজেশন এক্সারসাইজ
🔹 ডিস্ক ও নার্ভ রিলিজ ম্যানুয়াল থেরাপি
🔹 পোস্টার কারেকশন ও ব্যালান্স ট্রেনিং
🔹 দৈনন্দিন কাজের নিরাপদ কৌশল শেখানো
🔹 ওজন নিয়ন্ত্রণ ও মাংসপেশি শক্ত করার গাইডলাইন
⏱️ কতদিনে উন্নতি হয়?
সঠিক থেরাপি ও নিয়মিত ব্যায়ামে অধিকাংশ রোগী ৫–১০ সেশনের মধ্যেই ব্যথায় আরাম পান এবং ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরতে পারেন।
📍 স্টার ফিজিওথেরাপি – মেরুদণ্ডের যত্নে সবার আগে।
ঠিকানা ও যোগাযোগ: Star Physiotherapy Authoy Panaullah Mullah Tower, House -18/1, Flat A2 (Lift-2), Road-7 (Amtola Kacha Bazar), Senpara Porbota, Mirpur 10, Dhaka-1216 ফোন: 01552553494 (WhatsApp), 01911439364 ইমেইল: starphysiotherapy07@gmail.com