17/06/2025
⚠️ Guillain-Barré Syndrome (GBS) – হঠাৎ প্যারালাইসিস নয়, সচেতনতার শুরু!
GBS একটি বিরল কিন্তু গুরুতর নিউরোলজিক্যাল সমস্যা, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের নার্ভ সিস্টেমকে আক্রমণ করে। এর ফলে শরীরের পেশিতে দুর্বলতা, অবশভাব, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে।
❗ GBS এর সাধারণ লক্ষণ:
🔸 প্রথমে পা বা হাতে ঝিঝি অনুভব
🔸 পায়ের পেশিতে দুর্বলতা, হাঁটতে কষ্ট
🔸 ব্যথা ও অবশ ভাব হাত বা পায়ে ছড়িয়ে পড়া
🔸 মুখে পেশির দুর্বলতা, কথা বলতে বা চিবোতে সমস্যা
🔸 গুরুতর হলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা
GBS সাধারণত সংক্রমণ (যেমন: ভাইরাস, ব্যাকটেরিয়া) এর ১–৩ সপ্তাহ পর শুরু হতে পারে।
🧠 কেন GBS হয়?
✔ ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন
✔ ডেঙ্গু, জিকা বা করোনার পর
✔ শারীরিক প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্যহীনতা
✔ অটোইমিউন রেসপন্স
🩺 চিকিৎসা ও ফিজিওথেরাপির ভূমিকা:
GBS এর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। একবার একিউট স্টেজ পার হয়ে গেলে, তখন ফিজিওথেরাপি রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ হাতিয়ার।
স্টার ফিজিওথেরাপিতে আমরা যা করি:
🔹 দুর্বল পেশি পুনরায় সচল করতে থেরাপি
🔹 নার্ভ ফাংশন রিকভারি সহায়ক ব্যায়াম
🔹 হাঁটাচলা ও ভারসাম্য ফিরিয়ে আনার ট্রেনিং
🔹 স্পিচ ও হাতের সূক্ষ্ম কাজের পুনঃচর্চা
🔹 দৈনন্দিন কাজে আত্মনির্ভরশীলতা বাড়ানো
⏳ কতদিনে উন্নতি হয়?
GBS রিকভারি ধীর হলেও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে ২–৬ মাসে ধাপে ধাপে উন্নতি দেখা যায়। কারও ক্ষেত্রে আরও সময় লাগতে পারে।
📍 স্টার ফিজিওথেরাপি – GBS রোগীদের সুস্থ জীবনে ফেরাতে বিশ্বস্ত সহচর।
ঠিকানা ও যোগাযোগ: Star Physiotherapy Authoy Panaullah Mullah Tower, House -18/1, Flat A2 (Lift-2), Road-7 (Amtola Kacha Bazar), Senpara Porbota, Mirpur 10, Dhaka-1216 ফোন: 01552553494 (WhatsApp), 01911439364 ইমেইল: starphysiotherapy07@gmail.com