17/05/2025
‘‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’’ এ শ্লোগান নিয়ে আজ ১৭ মে- ২৫ইং শনিবার “বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস” ফেনীতেও উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী শাখার উদ্যেগে ফ্রি ব্লাড প্রেশার ক্যাম্পেইন ও আলোচনা সভা’র আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি- জনাব গোলাম মোঃ বাতেন, প্রশাসক ফেনী পৌরসভা, ফেনী ও বিশেষ অতিথি- জনাব মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেনী বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘‘ফ্রি ব্লাড প্রেশার ক্যাম্পেইন’’ এর ‘‘শুভ উদ্বোধন’’ করেন। প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহ নেওয়াজ সিরাজ মামুন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন’র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা। ক্যাম্পেইনে আগত রোগীদেরকে ফ্রি ব্লাড প্রেশার চেক-আপ এর পাশাপশি উচ্চ রক্তচাপ সম্পর্কিত বিভিন্ন সচেতনতা মূলক লিপলেট ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন (তসলিম), জনাব মোঃ নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু ইউছুপ, জনসংযোগ সম্পাদক নুর মোহাম্মদ, কোষাধ্যক্ষ পার্থ পাল চৌধুরী, যুগ্ম-কোষাধ্যক্ষ শাহরিয়ার হায়দার চৌধুরী, কার্যকরী কাউন্সিল সদস্য- ডঃ বেলাল উদ্দিন আহম্মদ, জনাব মোহাম্মদ আবু ইউসুফ, জনাব গোলাম সরওয়ার, জনাব নুর নবী চৌধুরী(বাবুল), জনাব মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জনাব ওমর ফারুক, জনাব সাইদুল মিল্লাত, জনাব মোঃ নুরুল ইসলাম, ডাঃ মোঃ এমরান উদ্দিন চৌধুরী (এমডি) ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।