13/09/2023
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগী
বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ ডায়াবেটিস রোগী আছেন, যা ২০৪৫ সালের মধ্যে প্রায় ২ কোটি ২ লাখে পৌঁছাবে। এটি আমাদের জন্য খুবই আশঙ্কাজনক খবর। তবে আরও ভয়াবহ বিষয় হলো ডায়াবেটিস আক্রান্তদের বেশির ভাগই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে।
ডায়াবেটিসের রোগী কোন ধরনের মোজা ব্যবহার করবেন, এটা গুরুত্বপূর্ণ। কারণ, ডায়াবেটিসের একটি জটিলতা হলো স্নায়ুর ব্যাধি বা নিউরোপ্যাথি। রক্তে শর্করার কারণে হাত–পায়ের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। এতে ধীরে ধীরে পায়ের অনুভূতি শক্তি লোপ পায়, ব্যথা-বেদনা, গরম-ঠান্ডা কিংবা স্পন্দনের অনুভূতি ভোঁতা হয়ে যায়। অনেক সময় পায়ের মাংসপেশির শক্তি ও ভারসাম্য হ্রাস পায়। কারও কারও জ্বালাপোড়া, কাঁটার মতো কিছু বিঁধে আছে বা খসখসে অস্বাভাবিক অনুভূতি হতে পারে।
পায়ের শিরায় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে বলে একজন ডায়াবেটিসের রোগীর পা খুবই নাজুক হয়ে পড়ে। এতে সামান্য আঘাত বা সংক্রমণ থেকেই সেখানে হয় ক্ষত বা ঘা। এসব ঘা সহজে শুকাতে চায় না। চিনির মাত্রা বেশি থাকায় জীবাণুর আক্রমণও বেশি হয়। এতে একসময় এটি জটিল হয়ে গ্যাংগ্রিনে রূপ নেয়। পচন ধরে পায়ের মাংসপেশিতে। এমনকি হাড়ে পচন ধরতে পারে। অনেক সময় পা কেটে ফেলতে হয়। এ পরিণতি থেকে নিস্তার পেতে পায়ের যত্ন খুব জরুরি। তাই সঠিক মোজা নির্বাচন করাটা জরুরি।
তাই আপনাদের পায়ের যত্নে Bismillah Trading সর্বপ্রথম বাজারে নিয়ে এলো U.S FDA Approved, GoodLife ব্র্যান্ড এর মেডিকেটেড ডায়াবেটিস মোজা।
Discover the amazing technology behind Good Life Diabetic Socks, designed to provide you with unparalleled comfort and health benefits! 🔬🧦
🌟 **Dr. Free™ High-Performance Fiber**: Our socks are crafted with Dr. Free™ fiber, fortified with nano-powders that combat bacteria growth, ensuring your feet stay fresh and odor-free.
🔥 **Far Infrared Ray & Minus Ions**: The nano-powders in our socks emit Far Infrared Ray and Minus Ions, which not only keep your feet warm but also promote overall health and provide a soothing, comfortable feeling.
💥 **NanoRed Technology**: Experience improved blood circulation with NanoRed, which releases Far Infrared energy, keeping your feet in optimal condition. Say goodbye to discomfort!
🌬️ **CoolBest Fiber**: Our socks feature CoolBest fiber with a unique "cross (+) section," wicking away sweat from your skin to keep your feet dry, refreshed, and supremely comfortable.
**Fiber Contents**: 68% Dr.Free, 9% Nylon, and 23% Lycra Spandex
✨ **Cleaning Procedure** ✨
- Machine wash in cold water.
- Avoid bleach to maintain the quality.
- Tumble dry on low heat.
- No need to iron.
Experience the difference with Good Life Diabetic Socks – the perfect blend of technology, comfort, and care for your feet. Your journey to healthier, happier feet starts here! 💪🦶
🛍️👣