Mabrur Organic

Mabrur Organic WE GIVE PURE SERVICE

19/07/2025
15/05/2025
কালোজিরা ফুলের প্রাকৃতিক RAW মধুর ৬ টি বৈশিষ্ট্যঃদেখতে কালচে রঙের হয়।খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে।ঘ্রাণ টা...
05/03/2024

কালোজিরা ফুলের প্রাকৃতিক RAW মধুর ৬ টি বৈশিষ্ট্যঃ
দেখতে কালচে রঙের হয়।
খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে।
ঘ্রাণ টাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়।
মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
সাধারণত কালোজিরা ফুলের খাটি মধু জমে যেতে দেখা যায় না। তবে ধনিয়া ফুল সহ অন্যান্য ফুলের মধুর মিশ্রনের ফলে অনেক সময় সামান্য জমতে দেখা যায়।

সজনে পাতা গুড়া খাওয়ার উপকারিতা?আমরা পূর্বে জেনেছি যে সজনে পাতার গুঁড়া একটি সুপারফুড যাতে রয়েছে সকল ধরনের উপকারী পুষ্...
04/03/2024

সজনে পাতা গুড়া খাওয়ার উপকারিতা?

আমরা পূর্বে জেনেছি যে সজনে পাতার গুঁড়া একটি সুপারফুড যাতে রয়েছে সকল ধরনের উপকারী পুষ্টিগুণ। এখানে নিয়মিত মরিঙ্গা পাউডার খেলে যে যে উপকারিতা পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

মরিঙ্গা পাউডারে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট থাকে। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সকল ধরনের শারীরিক দুর্বলতা দূর করে। অন্যদিকে এই গুঁড়ায় থাকা ভিটামিন এবং খনিজ উপাদান শরীরের অনুপস্থিত পুষ্টি চাহিদা পূরণ করে।

শর্করা নিয়ন্ত্রণ করে

রক্তে শর্করা থাকলে তা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যার সৃষ্টি করে। মরিঙ্গা পাউডার প্রাকৃতিক উপায়ে রক্তে থাকা এই শর্করা নিয়ন্ত্রণ করে। এতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একে বারে কমে যায়। অন্যদিকে শর্করা দ্বারা ঘটিত সম্ভাব্য রোগ নিরাময় হয়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে

আমরা জানি এলডিএল কোলেস্টেরল হার্টের অনেক ক্ষতি করে। এই কারণে যত কম এই ক্ষতিকর কোলেস্টেরল গ্রহণ করা হয় তত উপকার পাওয়া যায়। অন্যদিকে নিয়মিত সজনে পাতার গুঁড়া খেলে তা রক্তে থাকা এই ক্ষতিকর কোলেস্টেরল দূর করে ও উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। এতে একাধারে রক্তের মধ্যে থাকা উপাদান গুলো সঠিকভাবে বণ্টন করা থাকে এবং হার্টের সমস্যা দূর হয়।

সজনে পাতার গুঁড়া শরীরের জন্য অনেক উপকারী। এতে থাকা পুষ্টি উপাদানের জন্য একে পুষ্টি ডিনামাইট বা সুপার ফুড হিসেবে আখ্যায়িত করা হয়। এই লেখায় মরিঙ্গা পাউডার কি এবং এর সকল ধরনের পুষ্টি উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে।

রমজান উপলক্ষে  মাবরুর অর্গানিক  নিয়ে আসছে একটি বিশেষ কম্বো অফার,,, এই অফারে আপনি পাবেন  এক কেজি সরিষা ফুলের মধু এবং  ৫০০...
03/03/2024

রমজান উপলক্ষে মাবরুর অর্গানিক নিয়ে আসছে একটি বিশেষ কম্বো অফার,,,

এই অফারে আপনি পাবেন এক কেজি সরিষা ফুলের মধু এবং ৫০০ গ্রাম চিয়াসিড,,

এক গ্লাস পানি তে দুই চামচ সরিষা ফুলের মধু ও দুই চামচ চিয়াসিড,,
কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো ভাবে মিসিয়ে,, ইফতারের সময় পান করবেন

রোজা রেখে যে ক্লান্তিটা হয় সেই ক্লান্তি দুর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ,,,

. ১. চিয়া সিডস এ রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে।২. চিয়া সিডে থ...
18/02/2024

. ১. চিয়া সিডস এ রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে।

২. চিয়া সিডে থাকা ওমেগা-৩ হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে

৩. বিশেষজ্ঞদের মতে মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি উচ্চমাত্রার প্রোটিন আছে চিয়া সিডে, যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী।

৪. দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় চিয়া সিডে। যা হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং মজবুত করে তুলতে বিশেষ উপকারী।

৫. গবেষকদের দাবি, চিয়া সিডে এ স্যালমন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে

৬. চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়

৭. এ ছাড়া চিয়া সিড শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে সাহায্য করে,গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এবং ভালো ঘুমাতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

🔥 ১কেজি প্রাকৃতিক চাকের মধু মাত্র ৮০০ টাকা🔥 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি✅ কোয়ালিটির দিক থেকে প্রাকৃতিক চাকের  মধু খুবই ভ...
29/01/2024

🔥 ১কেজি প্রাকৃতিক চাকের মধু মাত্র ৮০০ টাকা
🔥 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি
✅ কোয়ালিটির দিক থেকে প্রাকৃতিক চাকের মধু খুবই ভাল
✅ প্রাকৃতিক চাকের মধুর কালার ও স্বাদ খুবই ভাল।
✅১ কেজি_৮০০ টাকা
✅২ কেজি_১৩০০ টাকা
🔥 পিতা মাতাকে উপহার হিসেবে দিতে পারেন
🔥 পরিবারের সবার জন্য নিতে পারেন
✅এটাই মধু কেনার বেস্ট সময়
কারণ, শীতের সিজন চলছে
শীতের কারণে ঠান্ডা, কাশি, জ্বর সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য নিয়মিত মধু পান করুন । মধু আল্লাহ প্রদত্ত বিশেষ নেয়ামত। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। মধুর রয়েছে বিশেষ কার্যকারিতা। আপনার বাসার সকলের সুস্থতায় মধু উপকারী ভূমিকা পালন করবে , ইনশাআল্লাহ।
অর্ডার করতে - Send Message - বাটনে ক্লিক করুন
আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর দিন
খুব দ্রুত 𝐇𝐨𝐦𝐞 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
যোগাযোগ :
Call: 01319186557
WhatsApp: 01861-107114
https://www.facebook.com/mabrurorganic

🔥 ১কেজি প্রাকৃতিক চাকের মধু মাত্র ৮০০ টাকা🔥 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি✅ কোয়ালিটির দিক থেকে প্রাকৃতিক চাকের  মধু খুবই ভ...
10/01/2024

🔥 ১কেজি প্রাকৃতিক চাকের মধু মাত্র ৮০০ টাকা
🔥 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি
✅ কোয়ালিটির দিক থেকে প্রাকৃতিক চাকের মধু খুবই ভাল
✅ প্রাকৃতিক চাকের মধুর কালার ও স্বাদ খুবই ভাল।
✅১ কেজি_৮০০ টাকা
✅২ কেজি_১৩০০ টাকা
🔥 পিতা মাতাকে উপহার হিসেবে দিতে পারেন
🔥 পরিবারের সবার জন্য নিতে পারেন
✅এটাই মধু কেনার বেস্ট সময়
কারণ, শীতের সিজন চলছে
শীতের কারণে ঠান্ডা, কাশি, জ্বর সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য নিয়মিত মধু পান করুন । মধু আল্লাহ প্রদত্ত বিশেষ নেয়ামত। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। মধুর রয়েছে বিশেষ কার্যকারিতা। আপনার বাসার সকলের সুস্থতায় মধু উপকারী ভূমিকা পালন করবে , ইনশাআল্লাহ।
অর্ডার করতে - Send Message - বাটনে ক্লিক করুন
আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর দিন
খুব দ্রুত 𝐇𝐨𝐦𝐞 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
যোগাযোগ :
Call: 01319186557
WhatsApp: 01861-107114
Page: Mabrur Organic

06/01/2024

আসসালামু আলাইকুম ,
💥অফার,💥 অফার,💥অফার
আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ,
💥নতুন বছর উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ কম্বো অফার।

👉এই অফারে আপনারা পাবেন👈

✅১ কেজি প্রাকৃতিক চাকের মধু
✅৫০০ গ্রাম ব্রাজিলিয়ান ফ্রেশ চিয়াসিড
✅৫০০ গ্রাম সজিনা পাতার গুরা
এই প্রোডাক্ট গুলোর একত্রিত মূল্য ১৭৫০/- টাকা
কিন্তু আপনারা নতুন বছর উপলক্ষে এই অফারে পাবেন মাএ
১৫৫০ /- টাকায়।
আর সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একেবারে ফ্রি,,
☘️ প্রাকৃতিক চাকের মধুর বৈশিষ্ট্য,
----------------------------------------------
প্রাকৃতিক মধু আপনার শরীরে যেসব উপকারিতা সাধন করতে পারে:
প্রাকৃতিক মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন কমায়, অনিদ্রা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম সমস্যা দূর করে, ডায়রিয়া নিরাময় করে, অম্বল দূর করে, পাকস্থলী দূর করে, ত্বক সুস্থ রাখে ও যৌন শক্তি বৃদ্ধি করে।
☘️ চিয়াসিডের বৈশিষ্ট্য
---------------------------------
পুষ্টিগুণে ভরপুর: চিয়া বীজে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। হার্টের স্বাস্থ্য: চিয়া বীজের ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমাতে, রক্তচাপ কমাতে এবং সামগ্রিক হৃদরোগকে সমর্থন করতে পারে।
☘️সজিনা পাতার গুরার বৈশিষ্ট্য,
------------------------------------
প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।
,,আর আমাদের এই অফার টি সীমিত সময়ের জন্য ,,,,,
যারা নিতে ইচ্ছুক তারা আমাদের দেওয়া নাম্বার অথবা পেইজে যোগাযোগ করুন,।
যোগাযোগ
01861107114
01319186557
https://www.facebook.com/mabrurorganic

31/12/2023

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Mabrur Organic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram