22/09/2023
আমরা কেনো প্রোডাক্ট এর দাম পোস্ট এ লিখিনা?? কেনো আমরা ইনবক্সে মেসেজ করতে বলি?? আপনারা অনেকেই প্রশ্ন করেন,আমরা কেনো প্রাইস উল্লেখ করিনা,, প্রাইস এর জন্য কেনো ইনবক্সে মেসেজ করতে বলি,, এই প্রশ্ন টা প্রায় অনেকেই করেন বা ভাবেন,,, দেখুন আমাদের এটা কোনো ট্রেডিশনাল আইটেম (যেমন শার্ট পেন্ট শাড়ি থ্রী-পিস ইত্যাদি) নয় যে ফিক্সড একটা প্রাইস বলে দিবো,,, আমাদের গুলো হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট যা কিনা,, আপনা সমস্যার ধরন,, আপনার বয়স,, আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে কোন আইটেম লাগবে কত দিনের লাগবে সেটা আগে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে,, তখন আমরা বলতে পারবো আপনার জন্য যা প্রয়োজন তার মূল্য কত হতে পারে। কারো একমাসের কোর্স প্রয়োজন কারো দেরমাসের কারো আরো বেশি কারো আরো কম,, সুতরাং আপনার সমস্যার বিস্তারিত না জেনে আমরা অটো একটা প্রাইস কিভাবে বসাই বলুন??? তাই আপনাদের আমরা বলি আমাদের ইনবক্সে আপনার নাম এবং নাম্বার দিন,আমাদের স্পেশাল টিম আপনার সাথে যোগাযোগ করবে,, আপনার সমস্যা জানবে তারপর আপনাকে বিস্তারিত জানিয়ে দিবে। আশা করি আপনি/আপনারা বিষয়টি বুঝতে পারছেন, ধন্যবাদ।