asthma health service

  • Home
  • asthma health service

asthma health service এলার্জিও শ্বাস কষ্ট থেকে মুক্তি দেড়মাসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সেবা নিন, সুস্থ থাকুন যোগাযোগ করুন☺

22/09/2023

আমরা কেনো প্রোডাক্ট এর দাম পোস্ট এ লিখিনা?? কেনো আমরা ইনবক্সে মেসেজ করতে বলি?? আপনারা অনেকেই প্রশ্ন করেন,আমরা কেনো প্রাইস উল্লেখ করিনা,, প্রাইস এর জন্য কেনো ইনবক্সে মেসেজ করতে বলি,, এই প্রশ্ন টা প্রায় অনেকেই করেন বা ভাবেন,,, দেখুন আমাদের এটা কোনো ট্রেডিশনাল আইটেম (যেমন শার্ট পেন্ট শাড়ি থ্রী-পিস ইত্যাদি) নয় যে ফিক্সড একটা প্রাইস বলে দিবো,,, আমাদের গুলো হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট যা কিনা,, আপনা সমস্যার ধরন,, আপনার বয়স,, আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে কোন আইটেম লাগবে কত দিনের লাগবে সেটা আগে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে,, তখন আমরা বলতে পারবো আপনার জন্য যা প্রয়োজন তার মূল্য কত হতে পারে। কারো একমাসের কোর্স প্রয়োজন কারো দেরমাসের কারো আরো বেশি কারো আরো কম,, সুতরাং আপনার সমস্যার বিস্তারিত না জেনে আমরা অটো একটা প্রাইস কিভাবে বসাই বলুন??? তাই আপনাদের আমরা বলি আমাদের ইনবক্সে আপনার নাম এবং নাম্বার দিন,আমাদের স্পেশাল টিম আপনার সাথে যোগাযোগ করবে,, আপনার সমস্যা জানবে তারপর আপনাকে বিস্তারিত জানিয়ে দিবে। আশা করি আপনি/আপনারা বিষয়টি বুঝতে পারছেন, ধন্যবাদ।

22/09/2023
শ্বাস কষ্ট ও এলাজি জনিত রোগ থেকে পুরাপুরি মুক্ত থাকুন ☺
22/09/2023

শ্বাস কষ্ট ও এলাজি জনিত রোগ থেকে পুরাপুরি মুক্ত থাকুন ☺

এজমা ও হাঁপানি হল ফুসফুসীয় শ্বাসনালির দীর্ঘ মেয়াদি প্রদাহজনিত রোগ।এর বৈশিষ্ট্য হল রোগটি বিভিন্ন মাত্রায় ও বার বার লক্...
22/09/2023

এজমা ও হাঁপানি হল ফুসফুসীয় শ্বাসনালির দীর্ঘ মেয়াদি প্রদাহজনিত রোগ।এর বৈশিষ্ট্য হল রোগটি বিভিন্ন মাত্রায় ও বার বার লক্ষন দেখা দেওয়া এবং পরবর্তীতে চিকিৎসা না করলে খারাপ হতে থাকা, শ্বসনপ্রক্রিয়া বাধাগ্রস্থ হওয়া, এবং সহজেই বা অল্পতেই ব্রঙ্কোস্পাজম বা শ্বাসনালি সরু হয়ে যাওয়ার মত অবস্থায় চলে যাওয়া যার ফলে হাঁপানি বেড়ে যায়। লক্ষনগুলোর মধ্যে আছে শো শো শব্দ হওয়া, কাশি, বুকে চাপ অনুভব করা (বুকের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া), এবং স্বল্প মাত্রায় শ্বাস নিতে পারা।বার বার নাক দিয়ে পানি আসা।শ্বাস কষ্ট হওয়া।চোখ লাল হয়ে যাওয়া।নাক চুলকানো। এগুলো এক দিনে একাধিকবার হতে পারে আবার এক সপ্তাহে ধীরে ধীরে হতে পারে।ব্যক্তিভেদে হাঁপানির লক্ষনগুলো রাতে বেড়ে যেতে পারে বা ভারি কাজ বা ব্যায়াম বা খেলাধূলা করলেও বেড়ে যেতে পারে।

এজমা ও হাঁপানি জিনগত এবং পরিবেশগত কারনে হয় বলে ধারণা করা হয়। পরিবেশগত কারনগুলোর মধ্যে আছে বায়ু দূষন এবং বাতাসে এ্যালার্জেন বা এ্যালার্জি উদ্রেককারী উপাদানের উপস্থিতি।এজমার সমস্যা যত বৃদ্ধি পাবে ততো উক্ত সমস্যা আপনাকে জীবনে চলার ক্ষেত্রে সমস্যায় ফেলে দিবে।

তাই এজমা ও হাঁপানি মুক্ত স্থায়ী সমাধান নিয়ে জীবন পরিচালনা করতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স ও সমস্যা জানান।

সৃষ্টিকর্তার অসীম কৃপায় সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ।
নিতে চাইলে ইনবক্স করুন অথবা 01883-671734 এই নম্বারে যোগাযোগ করুন

বর্তমানে এজমা সমস্যার নাম শুনে নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা নিজেরা কিংবা আমাদের আশেপাশে বহু লোক এই এজমা সমস্যা...
21/09/2023

বর্তমানে এজমা সমস্যার নাম শুনে নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা নিজেরা কিংবা আমাদের আশেপাশে বহু লোক এই এজমা সমস্যায় ভুগছেন। প্রকৃতপক্ষে কি করনে এজমা হয় তা এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বলেন বংশগত কিংবা পরিবেশগত কারনে এজমা হতে পারে। সব বয়সের মানুষেরই এজমা হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ গুরুতর। সাধারণত শীতকালে, শুষ্ক ও ঠান্ডা বাতাসের উপস্থিতিতে এজমার সমস্যা বৃদ্ধি পায়। এছাড়াও ধুলাবালি, আগাছা, কীটপতঙ্গ, পশুপাখির পালক অথবা বিভিন্ন খাবারের প্রভাবে এজমা দেখা যায়। অ্যাজমার উপসর্গ
মূলত ফুসফুসে যেসব নালীগুলির মাধ্যমে বায়ু চলাচল করে সেগুলোর সংকীর্ণতার জন্য এজমা বা হাঁপানির লক্ষণ গুলো দেখা যায়। এজমার লক্ষণ গুলো হল-

✅নিঃশ্বাস বা ঊর্ধশ্বাসে দুর্বলতা
✅বুকের ভেতর শো শো শব্দ
✅শুকনো কাশি
✅বুকে ব্যথা
✅রাতে হটাৎ দম আটকে যাওয়া।

এজমা কি? এজমা থেকে মুক্তির উপায়
বর্তমানে এজমা সমস্যার নাম শুনে নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা নিজেরা কিংবা আমাদের আশেপাশে বহু লোক এই এজমা সমস্যায় ভুগছেন। বিশেষ কারনবশত শ্বাসনালী সরু বা সংকুচিত হয়ে গেলে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা তৈরী হয়। সেটাই এজমা বা হাঁপানি। বিশেষজ্ঞদের মতে হাপানি স্থায়ী ও বংশানুক্রমিক একটি অসুখ। আরো বলা হয় এই রোগের কোনো নিরাময় নেই৷ অর্থাৎ এমন কোনো সমাধান নেই যার ফলে একবারে এজমা সমস্যা নির্মূল হয়ে যাবে৷

তবে চিন্তার কোনো কারন নেই। এজমা কোনো মরণব্যাধী রোগ নয়। এজমা থেকে মুক্তি কিংবা সাময়িক নিরাময়ের অনেক উপায় রয়েছে। এসব চিকিৎসা করালে এবং জীবনযাপনের সাধারন কিছু নিয়ম মেনে চললে, এজমা আপনার স্বাভাবিক জীবনযাপনে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অনেকেই জানেন না এজমা থেকে মুক্তির উপায় কি। এ কারনে এজমার প্রকোপ অনেক মানুষকে নাজেহাল করে দেয়। তাই আমরা আজকে এজমা কি? কেন হয়? এবং এজমা থেকে মুক্তির উপায় গুলো আপনাদের সামনে তুলে ধরব।

বিষয় বস্তুসমূহঃ
এজমা কি?
এজমার কারন
এজমার ধরন
অ্যাজমার উপসর্গ
এজমা থেকে মুক্তির উপায়
চিকিৎসার মাধ্যমে এজমা থেকে মুক্তি
দ্রুত ত্রাণ বা উদ্ধারকারী ঔষধ
দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ
জীবনধারার নিয়ন্ত্রণের মাধ্যমে এজমা থেকে মুক্তি
শিশুর এজমা সমস্যা ও চিকিৎসা
শেষকথা
এজমা কি?
শ্বাসনালীতে অনেক সময় ইওসিনোফিল কোষ ও অন্যান্য উপাদান জমা হয়। ফলে শ্বাসনালীর ছিদ্রপথ সংকুচিত হয়ে যায়। তখন শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি হয় ও শ্বাসনালিতে প্রদাহ তৈরী হয়। শ্বাসনালী সরু হয়ে যাওয়া ও প্রদাহ সৃষ্টিকারী এই অবস্থাকেই বলা হয় এজমা। তবে অনেকেই শ্বাসকষ্ট ও এজমাকে এক করে ফেলেন। এজমার কারনে শ্বাসকষ্ট হতে পারে। তবে এজমা ও শ্বাসকষ্ট এক জিনিস নয়। শ্বাসকষ্ট অনেক রোগের উপসর্গ মাত্র।

এজমার কারন
প্রকৃতপক্ষে কি করনে এজমা হয় তা এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বলেন বংশগত কিংবা পরিবেশগত কারনে এজমা হতে পারে। সব বয়সের মানুষেরই এজমা হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ গুরুতর। সাধারণত শীতকালে, শুষ্ক ও ঠান্ডা বাতাসের উপস্থিতিতে এজমার সমস্যা বৃদ্ধি পায়। এছাড়াও ধুলাবালি, আগাছা, কীটপতঙ্গ, পশুপাখির পালক অথবা বিভিন্ন খাবারের প্রভাবে এজমা দেখা যায়।

এজমার ধরন
মানুষের শরীরে অনেক ধরনের এজমার লক্ষ্য করা যায়। অর্থাৎ একেকজনের একেক কারনে সমস্যা বৃদ্ধি পায় এবং প্রকাশের লক্ষণও আলাদা। তবে এর মধ্যে তিনটি প্রধান ধরন হল-

সুস্থ ব্যক্তির হঠাৎ করে শ্বাসকষ্ট হয় আবার কয়েক মিনিট পর নিজে নিজেই ঠিক হয়ে যায়।
এটিও হঠাৎ করেই আরম্ভ হয় কিন্তু দীর্ঘসময় থাকে এবং ঔষধ সেবন বা চিকিৎসা ছাড়া উপশম হয় না। একে স্ট্যাটাস অ্যাজম্যাটিকাস বলে।
এই ধরনের এজমায় সবসময়ই শ্বাসপ্রশ্বাসে হালকা বাধা টের পাওয়া যায়। হঠাৎ তীব্র প্রদাহ হয় আবার কমেও যায়। তবে শ্বাস নেয়ার সময় স্থায়ীভাবে একটু টান বা বাধা অনুভব হয়।
অ্যাজমার উপসর্গ
মূলত ফুসফুসে যেসব নালীগুলির মাধ্যমে বায়ু চলাচল করে সেগুলোর সংকীর্ণতার জন্য এজমা বা হাঁপানির লক্ষণ গুলো দেখা যায়। এজমার লক্ষণ গুলো হল-

নিঃশ্বাস বা ঊর্ধশ্বাসে দুর্বলতা
বুকের ভেতর শো শো শব্দ
শুকনো কাশি
বুকে ব্যথা
রাতে হঠাৎ দম আটকে যাওয়া।
এজমা থেকে মুক্তির উপায়
এজমা থেকে মুক্তির উপায় রোগের মাত্রা ভেদে ভিন্ন ভিন্ন। কারো ক্ষেত্রে জীবনধারণে সাধারন পরিবর্তন আনলেই চলে। আবার কারো কারো ক্ষেত্রে ঔষধ দিয়ে সাময়িক ভাবে এর প্রকোপ কমানো যায়। তবে অনেকের অবস্থা গুরুতর হয়ে যায়। তখন চিকিৎসা ছাড়া উপায় থাকে না। আমরা এজমা থেকে মুক্তির সব ধরনের উপায় সম্পর্কে জানবো।

চিকিৎসার মাধ্যমে এজমা থেকে মুক্তি
এজমা চিকিৎসা করানো হয় এই রোগের তীব্র আক্রমন থেকে রক্ষা পাওয়া জন্য এবং দীর্ঘ সময় এই রোগের স্থায়ীত্ব রোধ করার জন্য। এজমা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া বা এর প্রকোপ কমানোর জন্য অনেক চিকিৎসা রয়েছে। তার মধ্যে কিছু তুলে ধরা হল-

দ্রুত ত্রাণ বা উদ্ধারকারী ঔষধ
তাৎক্ষণিকভাবে এজমা নিয়াময়ের জন্য কিছু ঔষধ খাওয়ার পরামর্শ দেয়া হয়। অনেকের ব্যায়াম করার ফলে এজমার সমস্যা অর্থাৎ হাপানির টান শুরু হয়ে যায়।এছাড়াও দৌড়, খেলাধুলা, ভারী কিছু উত্তোলন, সিঁড়ি বেয়ে উপরে উঠা এসব কারনেও এজমার সমস্যা হয়। ডাক্তাররা এজন্য ভারী কাজ বা পরিশ্রমের আগে ঔষধ সেবন করতে বলেন। এসব ঔষধ সংকুচিত পেশীকে শিথিল করে এবং বায়ুনালী গুলোকে খুলে দেয়। ফলে শ্বাসপ্রশ্বাস।

শ্বা,স ক,ক,ষ্ট ও এ,লার্জি নিয়ন্ত্রণে আনুন দেড়মাসে! অল্প খরচে স্থানীয় সমাধান!  শতভাগ ন্যারাচাল উপায়ে ফুড সাপ্লিমেন্টের মা...
03/09/2023

শ্বা,স ক,ক,ষ্ট ও এ,লার্জি নিয়ন্ত্রণে আনুন দেড়মাসে! অল্প খরচে স্থানীয় সমাধান! শতভাগ ন্যারাচাল উপায়ে ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে সমস্যা সমাধান হবে নিশ্চিতভাবে।
সঠিক সমাধান ও পরামর্শ পেতে আপনার নাম ও নাম্বার প্রদান করুন সেন মেসেজ অপশনে ক্লিক করে আমাদের স্পেশালিষ্ট আপনার সাথে যোগাযোগ করবে।
সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে।
সরাসরি যোগাযোগ করুনঃ 01883671734

শতভাগ অর্গানিক ফুড সাপ্লিমেন্ট মাধ্যমে সেবা নিন। নিজেকে হাঁপা নী ও শ্বাসকষ্ট সমস্যা থেকে মুক্তি নিন।ইনহেলার ছেড়ে দিন, দে...
03/09/2023

শতভাগ অর্গানিক ফুড সাপ্লিমেন্ট মাধ্যমে সেবা নিন।
নিজেকে হাঁপা নী ও শ্বাসকষ্ট সমস্যা থেকে মুক্তি নিন।
ইনহেলার ছেড়ে দিন, দেড়মাসে ফুল কোর্সে মাধ্যমে।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা মেসেজ অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করুন।
সারা দেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে।
সরাসরি কল করুন - 01883671734

আপনার কী এ জ'মা সমস্যা?একমাত্র ন্যাচারাল ফুড সাবলিমেন্ট আপনার শ্বাসকষ্ট ও এলার্জি সমস্যা সমাধান করতে পারে স্থায়ীভাবে।হাঁ...
03/09/2023

আপনার কী এ জ'মা সমস্যা?
একমাত্র ন্যাচারাল ফুড সাবলিমেন্ট আপনার শ্বাসকষ্ট ও এলার্জি সমস্যা সমাধান করতে পারে স্থায়ীভাবে।
হাঁপা নী শ্বাসকষ্ট ও এলার্জি সমস্যা জটিল সমস্যা কিন্তু আমরা অর্গানিক ফুড সাবলিমেন্ট মাধ্যমে দেড়মাসে ফুল কোর্সে স্থায়ী সমাধান দিচ্ছি।
আল্লাহ রহমতে প্রডাক্ট ব্যবহারে ৯৫ ভাগ ভালো রিভিউ রয়েছে। আলহামদুলিল্লাহ!
আপনার এই সমস্যা থেকে সমাধান পেতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা মেসেজ সেন্ড অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করুন আমাদের প্রডাক্ট স্পেশালিষ্ট আপনার সাথে যোগাযোগ করবে।
সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে!
কল করুন 01883671734

দীর্ঘদিন ধরে এ,জ মা সমস্যা ভুগছেন?ঔষধপত্র সেবন করে ও ভালো ফলাফল পাচ্ছে না?আমাদের অর্গানিক ফুড সাবলিমেন্টের মাধ্যমে সেবা ...
03/09/2023

দীর্ঘদিন ধরে এ,জ মা সমস্যা ভুগছেন?
ঔষধপত্র সেবন করে ও ভালো ফলাফল পাচ্ছে না?
আমাদের অর্গানিক ফুড সাবলিমেন্টের মাধ্যমে সেবা নিন, দেড়মাসে ফুল কোর্সে আপনাকে দিবে স্থায়ী সমাধান।
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন 01883671734

ন্যাচারাল ফুড সাবলিমেন্ট প্রডাক্ট আপনার হাঁপা নী ও শ্বাসকষ্ট সমস্যাকে চিরতরে মুক্তি দিবে।কেমিক্যাল যুক্ত ঔষধপত্র ব্যবহার...
03/09/2023

ন্যাচারাল ফুড সাবলিমেন্ট প্রডাক্ট আপনার হাঁপা নী ও শ্বাসকষ্ট সমস্যাকে চিরতরে মুক্তি দিবে।
কেমিক্যাল যুক্ত ঔষধপত্র ব্যবহার আর নয়,নিজেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মত চলতে অর্গানিক ফুড সাবলিমেন্ট দ্বারা সেবা নিন।
বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করুন ।
সরাসরি যোগাযোগ করুন 01883671734

Address


Telephone

+8801883671734

Website

Alerts

Be the first to know and let us send you an email when asthma health service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share