
19/04/2024
এমন নাটক, সিনেমায় আমি অভিনয় করি না, যেখানে অভিনয় করলে, আমি আমার নাটক বা সিনেমা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারবো না।
অভিনয় করি বলে কি, আমার সমাজের প্রতি কোন দায়িত্ব নাই, অভিনয় করি বলে কি আমার সামাজিক মূল্যবোধ নাই, আমি কি চেষ্টা করবো না, ভালো মানের দর্শক তৈরি করার।
অল্প কথায় বলি, অনেক মানুষকে নিয়ে নিচে নামা সহজ কিন্তু উপরে ওঠা কঠিন।
শুধু মাত্র টাকার জন্য আমি মানুষের রুচি বোধ নস্ট করে সবাইকে নিয়ে, নিচে নামতে পারবো না।🌺
- বিখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু