Dietician Israt Jahan

  • Home
  • Dietician Israt Jahan

Dietician Israt Jahan Sajida Foundation
(1)

Eat good be good...
"Dietician Israt Jahan" who is Find out the key to staying healthy by modifying homemade food or Proper guideline in a very simple way with science based food advice.

 # #  টেস্ট করে কতো কি কি রোগ সম্পর্কে ধারনা করা যায়?- অ্যানেমিয়া আছে কিনা জানা যায়-  HB% কমে যাবে।- প্রাথমিক ইনফেকশন আছ...
15/07/2025

# # টেস্ট করে কতো কি কি রোগ সম্পর্কে ধারনা করা যায়?

- অ্যানেমিয়া আছে কিনা জানা যায়- HB% কমে যাবে।

- প্রাথমিক ইনফেকশন আছে কিনা বুঝা যায় - WBC Count (White Blood Cell Count): বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে।

- ব্যাকটেরিয়াল নাকি ভাইরাস জনিত ইনফেকশন তার প্রাথমিক ধারণা পাওয়া যায়-- ব্যাকটেরিয়াল হলে Neutrophils বাড়বে ভাইরাস জনিত হলে Lymphocytes বাড়বে।

- রক্তে অ্যালার্জির সমস্যা আছে কিনা বুঝা যায় -Eosinophils বাড়বে।

- পানি শুন্যতা আছে কিনা বুঝা যায় --Hematocrit (HCT) হাই থাকবে।

- ব্লাড ক্যান্সার আছে কিনা জানা যায়--WBCঅনেক বেশি বেড়ে যেতে পারে বা অনেক বেশি কমেও যেতে পারে।

- শরীরে রক্তপাতের ঝুঁকি আছে কিনা বুঝা যায়-- প্লাটিলেট কাউন্ট কমে যাবে।

- পেটে কৃমি বা প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা বুঝা যায়--Eosinophils কাউন্ট হাই হবে।

- শরীরে কোথাও প্রদাহ বা ইনফ্লামেশন আছে কিনা জানা যায় -- ESR বেড়ে যাবে।

- আয়রন ডেফিসিয়েন্সি বনাম থ্যালাসেমিয়ার মধ্যে প্রাথমিক ডিফারেন্স ধরা যায়--MCV,MCH,RDW দেখে সিদ্ধান্ত নিতে হয়।


14/07/2025

যাদের বিভিন্ন কারনে হসপিটাল যেতে হচ্ছে অবশ্যই এখন মাস্ক ব‍্যাবহার করবেন

*** পুরুষ হরমোন টেসটোস্টেরন বারাবেন কিভাবে????বহুদিন ধরেই একটি ভুল ধারণা প্রচলিত ছিল যে পুরুষেরা যেকোনো বয়সে অনায়াসে বাব...
13/07/2025

*** পুরুষ হরমোন টেসটোস্টেরন বারাবেন কিভাবে????

বহুদিন ধরেই একটি ভুল ধারণা প্রচলিত ছিল যে পুরুষেরা যেকোনো বয়সে অনায়াসে বাবা হতে পারেন। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর গুণগত মান কমতে থাকে, বিশেষ করে এতে ডিএনএ ক্ষয়ের (DNA fragmentation) হার বাড়ে। এর ফলেই গর্ভপাত, জন্মগত ত্রুটি, অটিজম, এমনকি মা ও সন্তানের স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বেড়ে যায়।

চমকপ্রদ বিষয় হলো, বর্তমানে বিশেষজ্ঞরা শুক্রাণুকে পুরুষদের “ষষ্ঠ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংকেত” (Sixth Vital Sign) হিসেবে বর্ণনা করছেন। নারীদের মাসিক চক্র যেমন তাদের প্রজনন ও সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে তথ্য দেয়, তেমনি শুক্রাণুর মানও পুরুষের সার্বিক শারীরিক অবস্থা ও সম্ভাব্য স্বাস্থ্যগত ঝুঁকি জানাতে পারে। প্রচলিত পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত হলো: ১. দেহের তাপমাত্রা ২. রক্তচাপ ৩. হৃদস্পন্দনের হার ৪. শ্বাস-প্রশ্বাসের হার ৫. রক্তে অক্সিজেনের মাত্রাগবেষণাগুলো বলছে, গর্ভধারণে সমস্যার পেছনে শুক্রাণুর মান একটি বড় কারণ। প্রজনন বিশেষজ্ঞ ড. টিয়া জ্যাকসন-বে বলেন, একটি দম্পতির গর্ভধারণে সমস্যা হলে প্রায় অর্ধেক ক্ষেত্রেই সমস্যাটি পুরুষের দিক থেকে আসে। হলিউড তারকারা ৬০ বা তারও বেশি বয়সে সন্তান নিচ্ছেন দেখে অনেকেই ভাবে, পুরুষেরা সারাজীবন সন্তান নিতে পারবেন যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। ২০২১ সালে যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা যায়, ৪,২৭১ জন পুরুষের মধ্যে ৫১ বছরের বেশি বয়সীদের গর্ভধারণের সফলতা উল্লেখযোগ্য হারে কমে যায়।

তবে সমস্যা শুধু গর্ভধারণেই সীমাবদ্ধ নয়; নিম্নমানের শুক্রাণু গর্ভধারণে সমস্যা, গর্ভকালীন জটিলতা এবং সন্তানের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। এর একটি বড় কারণ হল শুক্রাণুতে সময়ের সঙ্গে সঙ্গে জেনেটিক ডিএনএ ক্ষয় বা মিউটেশন জমা হওয়া। গবেষণায় দেখা গেছে, পুরুষের শুক্রাণু কোষ প্রতি ১৬ দিনে একবার বিভাজিত হয় এবং প্রতিবছর প্রায় দুটি নতুন জেনেটিক মিউটেশন জমা হয়, যা বয়সভিত্তিক জটিলতার একটি বড় কারণ হতে পারে। আরও আকর্ষণীয় বিষয় হলো, শুক্রাণু টেস্ট করার মাধ্যমে শুধু উর্বরতা নয়, বরং আপনার সার্বিক স্বাস্থ্য সম্পর্কেও ধারণা পাওয়া যায়। নিয়মিত টেস্ট করে জানা যায় আপনার শুক্রাণুর সংখ্যা, গতি এবং গঠন ঠিক আছে কিনা। যদি কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তা খাদ্যাভ্যাস, জীবনযাপন বা চিকিৎসার মাধ্যমে ঠিক করা সম্ভব।

তবে সবার জন্য শুক্রাণু সংরক্ষণ করা আবশ্যক নয়। যারা ঝুঁকিপূর্ণ চাকরি করেন, যু*দ্ধে যাচ্ছেন, বা পরিবার শুরু করতে আরও অনেক বছর দেরি করতে চান—তাদের জন্য এটি বিবেচনার বিষয় হতে পারে। এ নিয়ে Yale-এর ইউরোলজিস্ট ড. স্ট্যান্টন হোনিগ বলেন, “আপনি যদি ৩০ বছর বয়সে থাকেন এবং ৫ বছরের মধ্যে সন্তান নিতে চান, চিন্তার দরকার নেই। কিন্তু যদি ১৫ বছর পিছিয়ে যান, তাহলে এটা ভাবা যেতে পারে।” এখন অনেক কোম্পানি এক্ষেত্রে বাসায় বসে শুক্রাণু নমুনা দিয়ে টেস্ট ও ফ্রিজ করার সুবিধা দিচ্ছে।কিন্তু কখন সবচেয়ে ভালো সময় শুক্রাণু পরীক্ষা করার জন্য? উত্তর হলো—যখন এই বিষয়ে প্রথম কৌতূহল জাগে বা পরিকল্পনা মাথায় আসে। অর্থাৎ সন্তান ধারণের পরিকল্পনা ভবিষ্যতের জন্য হলেও, বর্তমানেই নিজের স্বাস্থ্য ও উর্বরতা সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যতের পিতৃত্ব এখন শুধু একটি স্বপ্ন নয়, বরং সচেতন প্রস্তুতির ফল।
Copy from
Team Science Bee




fans

13/07/2025

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।
©

জীবন আসলেই সুন্দর , হেসে সব নেগেটিভ এনার্জি সরিয়ে দিতে হবে
12/07/2025

জীবন আসলেই সুন্দর , হেসে সব নেগেটিভ এনার্জি সরিয়ে দিতে হবে

নতুন গবেষণায় দেখা গেছে, নিয়মিত উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শুধু ওজনই কমে না মস্তিষ্কেও আসে দারুণ পরিবর্তন। উপবাস...
07/07/2025

নতুন গবেষণায় দেখা গেছে, নিয়মিত উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শুধু ওজনই কমে না মস্তিষ্কেও আসে দারুণ পরিবর্তন। উপবাসের সময় পেটে বাড়ে উপকারী ব্যাকটেরিয়া, যা এমন কিছু উপাদান তৈরি করে, যেগুলো রক্তের মাধ্যমে মস্তিষ্কে গিয়ে নিয়ন্ত্রণ ক্ষমতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

07/07/2025

প্রতিদিন অন্তত একটি তাজা ফল খান। খাদ্যকে ওষুধ হিসেবে নিন,আর সুস্হতা হোক তার পুরস্কার।

ওজন যাদের অনেক বেশি তারা সালাদ বানানোর সময় তেল ব‍্যবহার করবেন না
06/07/2025

ওজন যাদের অনেক বেশি তারা সালাদ বানানোর সময় তেল ব‍্যবহার করবেন না

ডিম নিয়ে কিছু কথা
06/07/2025

ডিম নিয়ে কিছু কথা



আপনি নিজেকে যা ভাববেন প্রকৃতি আপনাকে সেভাবেই গড়ে তুলবে। তাই প্রতিদিন সকালে উঠে পজিটিভ অটোসাজেশন দিন।
01/07/2025

আপনি নিজেকে যা ভাববেন প্রকৃতি আপনাকে সেভাবেই গড়ে তুলবে। তাই প্রতিদিন সকালে উঠে পজিটিভ অটোসাজেশন দিন।

আপনিও চলে আসুন মেয়েকে নিয়ে প্রথমআলো তে ….মা-মেয়ের গল্প পৃথিবীতে একটা বিশেষ সম্পর্ক আছে-- অম্ল-মধুর, মা-মেয়ে। মায়ের চেয়ে ...
27/06/2025

আপনিও চলে আসুন মেয়েকে নিয়ে প্রথমআলো তে ….

মা-মেয়ের গল্প
পৃথিবীতে একটা বিশেষ সম্পর্ক আছে-- অম্ল-মধুর, মা-মেয়ে। মায়ের চেয়ে আপন আর কে আছে? তবু মাকে বলা হয় না অনেক কথাই। মা বোঝেন সবই, কিন্তু মায়ের কথা কি বুঝি? মা আর মেয়ের এই সম্পর্কের কথা সরাসরি শুনতে আমরা আয়োজন করেছি ‘মা-মেয়ের গল্প’। এই আয়োজনে থাকবে তুমি আর তোমার মা। মা-মেয়ের না বলা কথা তো থাকবেই, থাকবে হাসি-কান্না-অভিমানের কথা। আড্ডা চলবে বিশেষ অতিথিদের সঙ্গেও।
আর মা-মেয়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকবেন একজন পুষ্টিবিদ ও মনোবিদ। সঙ্গে থাকবে কুইজ আর বিশেষ পুরস্কার। তাহলে মাকে নিয়ে চলে এসো এই আয়োজনে।
রেজিস্ট্রেশন করো এই লিংকে: https://forms.gle/aWjjJfGhPGzY9Z699

মা-মেয়ের গল্প
২৮ জুন, শনিবার
বিকেল ৩টা
স্থান: প্রথম আলো সভাকক্ষ



🍁কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠিএকদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক ...
26/06/2025

🍁কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি

একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন।

প্রথম জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন,
"মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে। আপনি একা বেঁচে থাকবেন।"

এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন।

পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন।

দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন,
"মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন।"

রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।

দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল ‘কথা বলার ধরনে’। একজন পেল মৃত্যুদণ্ড, আর অন্যজন পেল পুরস্কার।

তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে।
মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তির্যক ভাষা আনে বিপদ।
সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়—এটা এক বিশেষ গুণ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dietician Israt Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dietician Israt Jahan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share