01/01/2024
নারীদের বন্ধ্যাত্বের ০৮টি কারণ । যে ০৮টি কারণে নারীরা বন্ধ্যা হতে পারে । The 08 reasons women can be infertile.
আপনাদের সাথে আছি আমি, এম,ডি আমানউল্লাহ তালুকদার। পরিচালক কোয়ান্টাম হোমিও।
আমরা ০১ নম্বারে জানবোঃ
Ovulation Disorders বা ডিম্বস্ফোটন ব্যাধি কি:
( এটি বোঝার আগে আমাদের বুঝতে হবে Ovulation বা ডিম্বস্ফোটন কি?
মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত ডিম্বাণু বা ওভাম নির্গত হয়। এই ওভাম বা ডিম্বানু নির্গত হওয়াকেই
ওভুলেশন বলে। বোঝার জন্য আরো সহজে বললে, পুরুষদের শরীর থেকে নির্গত হয় শুক্রানু। এবং বিপরিত লিংঙ্গ নারীদের থেকে বের হয় ডিম্বানু।)
আসলে Ovulation Disorder বিষয়টা কি?
নম্বার ০১ঃ অনিয়মিত Ovulation.
নম্বার ০২ঃ Ovulation না হওয়া।
এই দুটি বিষয় Ovulation Disorder এর প্রধান কারণ হিসেবে ধরে নেয়া যেতে পারে। এখন এই সমস্যার পিচনে দায়ি হচ্ছে PCOS
বা হরমোনের ভারসয়াম্যহীনতা। মুলতো এটিই নারিদের বন্ধ্যাত্ব হওয়ার বড় কারণ হতে পারে।
আমরা ০২ নম্বারে জানবোঃ
Fallopian Tube Blockage or Damage:
Fallopian Tube হচ্ছে সেই নল বা পাইপ। যার মধ্যে দিয়ে Ovam
বা ডিম্বানু জরায়ুতে প্রোবেশ করে। এখন এই fallopian Tube যদি ব্লোক হয়ে যায় তাহলে শুক্রানু এবং ডিম্বানু এক হতে পারে না।
তখন বন্ধ্যাত্ব দেখা দেয়। এটি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি), এন্ডোমেট্রিওসিস বা পূর্ববর্তী পেলভিক সার্জারির ফলে হতে পারে।
০৩ নম্বারে আমরা জানবোঃ
Uterine Issues বা জরায়ুর সমস্যাঃ
জরায়ুতে অস্বাভাবিকতা, যেমন ফাইব্রয়েড, পলিপ, বা কাঠামোগত সমস্যা,
ইমপ্লান্টেশনের কারণেও বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
০৪ নম্বারে আমরা জানবোঃ
Endometriosis:
এন্ডোমেট্রিওসিস এমন একটি অবস্থা যেখানে জরায়ুর আস্তরণের অনুরূপ টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায়।
এটি ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব এবং জরায়ুর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, যা একটা নারীকে বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায়।
০৫ নম্বারে আমরা জানবোঃ
নারীদের বয়ষ নিয়েঃ
নারীদের বয়ষ নিয়ে। নারীদের জন্য বয়স অত্যান্ত গুরুত্ব পূর্ণ একটি বিষয়। কারণ একজন নারীর বয়ষ বাড়ার সাথে সাথে সন্তান জন্ম দ্বানে
সক্ষমতাও কমতে থাকে। বিশেষ করে ৩৫ বছরের পরে নারীদের Ovam তথা ডিম্বানুর পরিমান ক্রমাগত কমতে থাকে। সাথে সাথে গুণমান
হ্রাস পায়। যা গর্ভধারণ করা কঠিন করে তোলে।
০৬ নম্বারে জানাবোঃ
Thyroid Disorders:
থাইরয়েড গ্রন্থির ব্যাধি, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম মাসিক চক্রকে ব্যাপক ভাবে ব্যাহত করতে পারে এবং
ডিম্বস্ফোটনে সমস্যা সৃষ্টি করতে পারে।
০৭ নম্বারে জানবোঃ
Uterine fibroid বা জরায়ু টিউমারঃ
আমাদের দেশে বন্ধ্যাত্বের খুব কমন একটি কারন হচ্ছে জরায়ু টিউমার।
যা বন্ধ্যাত্ব অনেক ভাবে প্রভাব ফেলতে পারে। যেমন ফ্যালোপিয়ান টিউবের ভিতরে হয়ে ডিম্বানু এবং শুক্রানু নিশিক্ত হতে বাধা দিতে পারে।
তাছারা, জরায়ুর বিভিন্ন স্থানে এই টিউমার হয়ে অনিয়মিত মাসিক তৈরি কররে পারে। ব্লেডিং ঘটাতে পারে। যা বন্ধ্যাত্বের অন্যতম কারন।
০৮ নম্বারে জানবঃ
Lifestyle Factors:
লাইফ ষ্টাইল ফ্যাকটর বলতে আমি বুঝাতে চাচ্ছি, ধুমপান, অত্যধিক এলকোহোল সেবন, স্থুলতা বা পেটে মেদ জমে যাওয়া, মানষিক ভাবে
অত্নাত্য প্রেশার নিলেও infertility বা বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
এ ক্ষেত্রে আরেকটি কথা বলেরাখি, অতিরিক্ত ওজন কম এবং অতিরিক্ত ওজন বেশি উভয় অবস্থাই হরমোনের সাভাবিক ভারসাম্যকে
প্রভাবিত করতে পারে। যার ফলে নিয়মিও ডিম্বাস্ফোটনে সমস্যা তৈতি করতে পারে।
আপনার বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুণ-
কল করুনঃ 01776611099
ওয়েবসাইটঃ https://www.quantumhomeo.com/
https://youtu.be/E4pNWIhWqv8
ারীদের বন্ধ্যাত্ব ০৭ টি কারণ ।। যে ০৭ টি কারণে নারীরা বন্ধ্যা হতে পারে ।। 07 reasons for women's infertility. The 07 reasons women can be infe...