
16/12/2023
মাঝে মাঝে পেটে ব্যথা, ফোলাভাব, তাড়াতাড়ি তৃপ্তি, ডায়রিয়া আবার মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের পরে উপসর্গগুলি থেকে মুক্তি যখন আপনার এই লক্ষণগুলি থাকে তখন আপনি সাধারণত নিজেকে আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) হিসাবে চিহ্নিত করেন অথবা ধরে নেন এগুলো শুধুমাত্র গ্যাস্ট্রিক জনিত সমস্যা।
শুধুমাত্র লোকমুখে শুনে বা নিজের লক্ষণের উপর ভিত্তি করে কোন চিকিৎসকের পরামর্শ ব্যতীত নিজের রোগের নামকরন করে দেয়া বুদ্ধিমানের কাজ নয়। এটি বিপজ্জনক।
ডাক্তারি পরিভাষায় আইবিএস হল ডায়াগনোসিস অফ এক্স্কুশন ।যা বোঝায় যে আপনাকে আইবিএস-এর কেস হিসাবে চিহ্নিত হওয়ার আগে অন্ত্রের/পাকস্থলীর অনেক ব্যাধি বাদ দিতে হবে। বেশ কিছু রক্ত পরীক্ষা, প্রদাহজনক রক্তের মার্কার,বয়স ও লক্ষণের অবস্থান অনুযায়ী ইমেজিং পরীক্ষা ( এন্ডোস্কোপি , কলোনস্কপি, এক্সরে, আলট্রাসাউন্ড)যদি সব স্বাভাবিক সীমার মধ্যে পাওয়া যায় তবে আমরা বলি যে রোগীর আইবিএস থাকতে পারে।
তাই যতক্ষণ না পর্যন্ত আপনি দীর্ঘ দিনের এই সমস্যা গুলো নিয়ে চিকিত্সকের সাথে না বসছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রোগগুলি বাদ দেওয়ার জন্য পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি IBS আছে বলে কিংবা এগুলো শুধমাত্র গ্যাস্ট্রিক জনিত সমস্যা বলে নিজেকে নিজেই লেবেল করতে পারবেন না।
আপনি যদি আইবিএসের কেস হিসাবে লেবেল্ড হন কোন চিকিৎসক দ্বারা তবে সেই ক্ষেত্রেও আপনাকে ওয়ার্নিং সাইন গুলো সম্বন্ধে জানতে হবে। যেগুলো থাকলে আপনাকে সতর্ক হতে হবে যে আইবিএস / গ্যাস্ট্রিক এর বাইরেও আরও গুরুত্বপূর্ণ সমস্যা আপনার আছে যেটির দ্রুত চিকিত্সার প্রয়োজন। এগুলো হল:
1.অকারণ ওজন হ্রাস ( মেপে দেখতে হবে। মাসিক ভাবে মেপে তুলনা করতে হবে)
2. ব্যাখ্যাহীন রক্তস্বল্পতা (রক্তে নিম্ন হিমোগ্লোবিন)
3. পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত, মলের মধ্যে রক্তপাত
4. পায়খানার রাস্তায় ক্ষত,কোন টিউমার জাতীয় ফোঁড়া
5. লক্ষণের প্রবনতা রাতে বেড়ে যাওয়ায়,যেমন ঘুম থেকে উঠে বারবার পেটে সমস্যা বা বেগ অনুভব করা
6. ত্বকের পরিবর্তন সাথে গুরুতর জয়েন্টে ব্যথা
7. বারবার ব্যাখ্যাহীন জ্বর
8. বিলম্বিত সূত্রপাত ( সমস্যা শুধুমাত্র গ্যাস জনিত বা আইবিএস জনিত হওয়ার সম্ভাবনা বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে। মানে এই সমস্যা গুলোর সূত্রপাত কারো ২৫ বছর বয়সে হলে গ্যাস্ট্রিক জনিত বা আইবিএস জনিত হওয়ার সম্ভাবনা যতটা বেশি ৬৫ বছর বয়সে সূত্রপাত হলে ততটাই কম। তখন অন্যান্য কারন গুলো আরও গুরুত্ব সহকারে খুঁজতে হবে।
9. অন্ত্রের ক্যান্সারের পারিবারিক ইতিহাস
10.আপনার যদি দীর্ঘদিনের ডায়াবেটিস বা কিডনিজনিত রোগ থাকে
Let's
Occasional abdominal pain,bloating, early satiety, alternating constipation with diarrhoea, relief of symptoms after defecation when you have these symptoms you typically self label yourself as having IBS(Irritable bowel syndrome). Self diagnosing the symptoms isn't a wise thing to do and can be dangerous if left untreated or unverified by physicians.
Important Things to know if you're experiencing these symptoms
* IBS In medical term is a diagnosis of exclusion which denotes you have to exclude many disorders of the gut before getting labelled as a case of IBS. Which means several blood tests, inflammatory markers,imaging tests have to be done and if all found within normal range then we say that the patient might have IBS. So if you haven't visited a physician and haven't undergone blood and imaging tests of your gut to exclude other important diseases , then you can't just self label yourself as having IBS
Finally if you're labelled as a case of IBS you need to know the red flags. Which means things that should make you alert :
1.Unexplained weight loss
2. Unexplained anemia( low hemoglobin)
3.Per re**al bleeding, bleeding in the stool
4.Any per re**al mass
5. Night time symptoms that awakes you up
6.Severe joint pain with skin changes
7. Recurrent unexplained fever
8.Delayed onset of the symptoms
9.Family history of bowel cancer
10. Long history of diabetes or chronic kidney disease.