Elham Pure Mart

  • Home
  • Elham Pure Mart

Elham Pure Mart Elham Pure Mart দেশী অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে।
আমরা আপনাকে ১০০% হালাল খাবার সরবরাহ করবো ।

ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে ...
10/05/2025

ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

ভাইরাল করলে এটা করেন কাজে আসবে!!

জন সচেতনতায় শেয়ার করবেন কাজে আসবে....!

এ কেমন নিয়ম ? এর কি কোন প্রতিকার নেই

তুই আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষদের একজন, তোকে অনেক অনেক ভালোবাসি  ছোট ভাই আমার।
31/03/2025

তুই আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষদের একজন, তোকে অনেক অনেক ভালোবাসি ছোট ভাই আমার।

26/03/2025
26/03/2025

হিসাব মিলে না 🙄

22/03/2025

Alhamdulillah 2nd Day

17/03/2025

আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করলাম,
সবাই দোয়া করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন।

31/07/2024

হে জাতি জেগে আছো?

এই সময় ডিজিটাল ডেস্ক: দারুণ গরমে ক্লান্ত। ঘর্মাক্ত। রোদের তাপে মাথা যন্ত্রণা। ঢকঢক করে গলাদ্ধকরণ এক গ্লাস ঠান্ডা ঘোল। তৃ...
02/03/2024

এই সময় ডিজিটাল ডেস্ক: দারুণ গরমে ক্লান্ত। ঘর্মাক্ত। রোদের তাপে মাথা যন্ত্রণা। ঢকঢক করে গলাদ্ধকরণ এক গ্লাস ঠান্ডা ঘোল। তৃপ্তির উদ্গার। অনেকটা শান্তি। আবার ভরপেট খেয়ে অনেকেই টপ করে একটি অ্যান্টাসিড খেয়ে নেন। ভয়, পাছে অ্যাসিডিটি হয়। জানেন কি? ওই পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত অ্যান্টাসিডটা না খেয়ে যদি একগ্লাস ঘোল খান, তাহলে অ্যান্টাসিডের থেকে ভালো কাজ হবে। খেতেও সুস্বাদু। আয়ুর্বেদ শাস্ত্রে ঘোলের প্রচুর উপকারিতার কথা রয়েছে। প্রতিদিন একগ্লাস করে ঘোল খেলে শরীরের ৯টি সমস্যা নিয়ে আর মাথা ঘামাতে হবে না।

দেখে নেওয়া যাক ঘোলের গুণাগুণ :

১. বদহজম রুখে দেয় :
অ্যাসিডিটি-র সমস্যায় জর্জরিত হলে ঘোলের মতো ওষুধ নেই। ভরপেট খাওয়ার পর একগ্লাস ঘোল বদহজমের সমস্যা জটজলদি মিটিয়ে দেয়। বদহজমের ফলে শারীরিক কষ্টও লাঘব করে নিমেষে।
২. পেট ঠান্ডা করে : মশলাদার খাবার খাওয়ার পর পেট ব্যথা বা শরীর হাঁসফাঁস করলে রেহাই দিতে পারে একমাত্র ঘোল। পরীক্ষায় দেখা গিয়েছে, ঝাল-মশলা খাওয়ার জেরে যে পেট জ্বালা করলে, ঘোলে থাকা প্রোটিন সেই মশলাকে হজম করাতে সাহায্য করে। ফলে শরীরও চাঙ্গা হয়ে যায়।
৩. হজম ক্ষমতা বাড়ায় : ঘোলে থাকা মশলা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। বিশেষ করে বদহজমের জেরে বারবার উদগার ওঠা থামিয়ে দেয়। অ্যাসিড কাটিয়ে পেট সুস্থ করে দেয়। রোজ খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়।
৪. ভরপুর ক্যালসিয়াম :
প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১০০০ থেকে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। তাহলে হাড় ও দাঁতের সমস্যা হয় না। এক কাপ দুধে ৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এক কাপ দই-তে থাকে ৪২০ মিলিগ্রাম ক্যালসিয়াম। কিন্তু এক কাপ ঘোলে থাকে ৩৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম। অর্থাত্‍‌ বড় গ্লাসে একগ্লাস ঘোল খেতে পারলে ক্যালসিয়ামের ঘাটতি হবে না।
৫. রোগা হতে সাহায্য করে :
ঘোল হজমশক্তি বাড়ায়। ফলে বাড়তি ফ্যাট শরীরে জমতে দেয় না। রোজ অনেকটা করে ঘোল খেলে ফ্যাট ধীরে ধীরে কমতে থাকে। এটা প্রমাণিত সত্য। নিজেকে চাঙ্গাও লাগে।
৬. পুষ্টিতে ঠাসা :
ঘোল খেলে ক্যালসিয়ামের ঘাটতি হয় না, একই সঙ্গে এতে প্রচুর পুষ্টিকর উপাদানও থাকে। ঘোলে প্রচুর পরিমাণে পটশিয়াম ও ভিটামিন বি থাকে। একাধিক মিনারেলস ও অ্যান্টিঅক্সিড্যান্স সমৃদ্ধ ঘোল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ঘুমও ভালো হয়।
৭. কোলেস্টেরল, ব্লাড প্রেসার ও ক্যান্সারের যম :
ঘোলের ৯ গুণ, যা জানেন না
ভরপেট খেয়ে অনেকেই টপ করে একটি অ্যান্টাসিড খেয়ে নেন। ভয়, পাছে অ্যাসিডিটি হয়। জানেন কি? ওই পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত অ্যান্টাসিডটা না খেয়ে যদি একগ্লাস ঘোল খান, তাহলে অ্যান্টাসিডের থেকে ভালো কাজ হবে।
9 benefits of buttermilk that you definitely didnt know
ঘোলের ৯ গুণ, যা জানেন না
সেরা ডিলের অ্যাপ্লায়েন্সের উপর পাবেন 65% পর্যন্ত ছাড় - শুধুমাত্র ক্লিয়ারেন্স স্টোর
অফার দেখুন
এই সময় ডিজিটাল ডেস্ক: দারুণ গরমে ক্লান্ত। ঘর্মাক্ত। রোদের তাপে মাথা যন্ত্রণা। ঢকঢক করে গলাদ্ধকরণ এক গ্লাস ঠান্ডা ঘোল। তৃপ্তির উদ্গার। অনেকটা শান্তি। আবার ভরপেট খেয়ে অনেকেই টপ করে একটি অ্যান্টাসিড খেয়ে নেন। ভয়, পাছে অ্যাসিডিটি হয়। জানেন কি? ওই পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত অ্যান্টাসিডটা না খেয়ে যদি একগ্লাস ঘোল খান, তাহলে অ্যান্টাসিডের থেকে ভালো কাজ হবে। খেতেও সুস্বাদু। আয়ুর্বেদ শাস্ত্রে ঘোলের প্রচুর উপকারিতার কথা রয়েছে। প্রতিদিন একগ্লাস করে ঘোল খেলে শরীরের ৯টি সমস্যা নিয়ে আর মাথা ঘামাতে হবে না।

দেখে নেওয়া যাক ঘোলের গুণাগুণ
BY TABOOLA SPONSORED LINKS YOU MAY LIKE
Welding Machines In 2024 Might Be Cheaper Than You Think!
Welding Machines

১. বদহজম রুখে দেয়
অ্যাসিডিটি-র সমস্যায় জর্জরিত হলে ঘোলের মতো ওষুধ নেই। ভরপেট খাওয়ার পর একগ্লাস ঘোল বদহজমের সমস্যা জটজলদি মিটিয়ে দেয়। বদহজমের ফলে শারীরিক কষ্টও লাঘব করে নিমেষে।

২. পেট ঠান্ডা করে

মশলাদার খাবার খাওয়ার পর পেট ব্যথা বা শরীর হাঁসফাঁস করলে রেহাই দিতে পারে একমাত্র ঘোল। পরীক্ষায় দেখা গিয়েছে, ঝাল-মশলা খাওয়ার জেরে যে পেট জ্বালা করলে, ঘোলে থাকা প্রোটিন সেই মশলাকে হজম করাতে সাহায্য করে। ফলে শরীরও চাঙ্গা হয়ে যায়।

৩. হজম ক্ষমতা বাড়ায়

ঘোলে থাকা মশলা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। বিশেষ করে বদহজমের জেরে বারবার উদগার ওঠা থামিয়ে দেয়। অ্যাসিড কাটিয়ে পেট সুস্থ করে দেয়। রোজ খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়।

৪. ভরপুর ক্যালসিয়াম
প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১০০০ থেকে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। তাহলে হাড় ও দাঁতের সমস্যা হয় না। এক কাপ দুধে ৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এক কাপ দই-তে থাকে ৪২০ মিলিগ্রাম ক্যালসিয়াম। কিন্তু এক কাপ ঘোলে থাকে ৩৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম। অর্থাত্‍‌ বড় গ্লাসে একগ্লাস ঘোল খেতে পারলে ক্যালসিয়ামের ঘাটতি হবে না।

৫. রোগা হতে সাহায্য করে
ঘোল হজমশক্তি বাড়ায়। ফলে বাড়তি ফ্যাট শরীরে জমতে দেয় না। রোজ অনেকটা করে ঘোল খেলে ফ্যাট ধীরে ধীরে কমতে থাকে। এটা প্রমাণিত সত্য। নিজেকে চাঙ্গাও লাগে।

৬. পুষ্টিতে ঠাসা
ঘোল খেলে ক্যালসিয়ামের ঘাটতি হয় না, একই সঙ্গে এতে প্রচুর পুষ্টিকর উপাদানও থাকে। ঘোলে প্রচুর পরিমাণে পটশিয়াম ও ভিটামিন বি থাকে। একাধিক মিনারেলস ও অ্যান্টিঅক্সিড্যান্স সমৃদ্ধ ঘোল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ঘুমও ভালো হয়।

৭. কোলেস্টেরল, ব্লাড প্রেসার ও ক্যান্সারের যম

ঘোলে থাকে বায়োঅ্যাক্টিভ প্রোটিন কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গিয়েছে, ঘোলে থাকা নানা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ব্লাড প্রেসার কমায়। সঙ্গে ক্যান্সারকেও রুখে দেয়।
৮. ডিহাইড্রেশন হয় না : গরম কালে সঙ্গে এক বোতল ঘোল রাখতে পারলে শরীর শুষ্ক হয় না। ক্লান্তি দূর করে দেয়। কিংবা খুব গরমে ঘর্মাক্ত হয়ে বাড়ি ফিরে এক গ্লাস ঠান্ডা ঘোল খুব উপকারী।
৯. দুধে অ্যালার্জি :
দুধে অ্যালার্জি বা ল্যাক্টোজ ইনটলারেন্ট অনেকেই। দুধ খেলেই অ্যাসিডিটি হয়। সেই সব ব্যক্তিদের জন্য ঘোলের বিকল্প নেই। ঘোলের স্বাদে তাঁদের কোনও অসুবিধা হয় না।

➠ "May the New Year bring you warmth, love and light to guide your path to a positive destination." # Elham Pure Mart
31/12/2023

➠ "May the New Year bring you warmth, love and light to guide your path to a positive destination."

# Elham Pure Mart

 # # একরাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বললেন, সব স্বামীরাই বউয়ের কথা শোনে। রাজা রানীর কথায় একমত হলেন...
18/12/2023

# # একরাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বললেন, সব স্বামীরাই বউয়ের কথা শোনে। রাজা রানীর কথায় একমত হলেন না। তখন তারা একে অপরের সাথে তর্ক করতে শুরু করে দিল। এক সময় রাজা রানীকে বললেন, ঠিক আছে কালই প্রমাণ হয়ে যাবে কে কার কথা শোনে।পরের দিন রাজ্যে ঘোষণা করা হল "সব বিবাহিত প্রজাদের জন্য রাজা এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন"। তখন রাজ্যের সব বিবাহিত প্রজারা হুড়োহুড়ি করে রাজপ্রাসাদের সামনে হাজির হলো। রাজদরবারের সামনে দুইটা সাইনবোর্ড লাগানো হলো, ১টা যারা বউয়ের কথা শোনে তাদের লাইন আরেকটা যারা বউয়ের কথা শোনে না তাদের লাইন। তখন সবাই ঠেলাঠেলি করে যারা বউয়ের কথা শোনে সেই লাইনে গিয়ে দাঁড়ালো। কিন্তু পেল্টো বেচারা যারা বউয়ের কথা শোনে না সেই লাইনে গিয়ে দাঁড়ালো।

রাজা হেরে গিয়েও একদিক থেকে খুশি হলেন, যাক রাজ্যে একজন তো আছে যে বউয়ের কথা শোনে না। তখন রাজা কৌতুহলী হয়ে পেল্টোকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তুমি এই লাইনে এসে দাঁড়ালে কেন ?

তখন পেল্টো বললো, "আমার বউ আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে যেতে মানা করেছে।"

অথচ সেই রাতে যদি খাটি সরিষার তেল দিয়ে রাজা ও রানী মুড়ি মাখা খেতে পারতেন তাহলে বোধহয় আর ঝগড়া হতো না, ঝগড়ার পরিবর্তে ভালোবাসা প্রফুল্ল হতো।

# Elham Pure Mart ১০০% খাটি কাঠের ঘানি ভাঙানো সরিষার তেল সরবরাহ করে থাকে।
যোগাযোগ : 01905-899345

১০০% খাটি  বিশুদ্ধ সরিষার তেল শুধু আমরাই প্রোভাইড করে থাকি। নিজেস্ব জমির সরিষা থেকে তেল উৎপাদন করে থাকি। এবং নিজে উপস্থি...
09/12/2023

১০০% খাটি বিশুদ্ধ সরিষার তেল শুধু আমরাই প্রোভাইড করে থাকি।

নিজেস্ব জমির সরিষা থেকে তেল উৎপাদন করে থাকি।
এবং নিজে উপস্থিত থেকে সর্ব কাজ সম্পুর্ন করে থ্কি ইনশাআল্লাহ।

25/11/2023

সহজলভ্য এবং স্বাদই পরিপূর্ণ বগুড়ার দই একটি স্বাস্থ্যকর পণ্য যা অনেকেই পছন্দ করেন।

দই খাওয়া কার্যকরী ও স্বাস্থ্যকর অনেক উপকারিতা রয়েছে। এটি ত্বকের স্বাস্থ্য বজায় রাখে, প্রোটিনের উন্নতি করে, হাড় এবং দাঁতের জন্য ভালো যেতে পারে এবং পেটের সমস্যা সমাধান করতে সাহায্য করে।

দই অধিকাংশই প্রোবায়োটিক্স যেটি আপনার পাচনে সাহায্য করে এবং পেটের স্বাস্থ্য বজায় রাখে। এটি অন্যান্য রোগ ও সার্টেন স্বাস্থ্য সমস্যার জন্য কার্যকর হতে পারে, যেমন প্রতিরোধ শক্তি বাড়ানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, মানসিক স্বাস্থ্য উন্নত করা ইত্যাদি।

তার সাথে যোগ্য প্রোটিন ও ক্যালসিয়ামের অনেক ভালো উৎস হিসেবে দই দেহের সুস্থ রাখতে সাহায্য করে। এটি হাড় এবং দাঁতের স্বাস্থ্য উন্নত করতে পারে এবং অন্যান্য ক্যালসিয়াম উৎস হিসেবে মনে হতে পারে।

elhampuremart.com আপনাকে ১০০% খাটি ও হালাল খাদ্য সরবরাহ করবে ইনশাআল্লাহ ।
অর্ডার করতে কল /মেসেজ করুন
whatsapp: 01905-899345

Address


Alerts

Be the first to know and let us send you an email when Elham Pure Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram