Battali Sheschay Raktodan Group - BSRG

  • Home
  • Battali Sheschay Raktodan Group - BSRG

Battali Sheschay Raktodan Group - BSRG Donate Blood Save Life (রক্ত দিন, জীবন বাঁচান)
EMERGENCY Hotline>> Shahidul Islam - 01815116060
Rahat-01823647402
Wahid-01817326417

21/07/2025
450ML কর্তৃক আয়োজিত চট্টগ্রামের ১৬ টি ব্লাড গ্রুপ সংগঠনের মধ্যে এক ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়।অত্র টুর্নামেন্টে আ...
28/02/2025

450ML কর্তৃক আয়োজিত চট্টগ্রামের ১৬ টি ব্লাড গ্রুপ সংগঠনের মধ্যে এক ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়।অত্র টুর্নামেন্টে আমাদের Battali Sheschay Raktodan Group - BSRG চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।আসলে আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল সকল স্বেচ্ছাসেবীদের একত্র করা।এতে আমরা মনেকরি সকলের মাঝে রক্তদানের আগ্রহ আরো বেশী হবে।
আমরা চাই এই ধরনের আয়োজন সবসময় হোক,এতে করে সকল স্বেচ্ছাসেবীদের মাঝে একটা বন্ধন তৈরী হবে।
#রক্ত_দিন_জীবন_বাঁচান

শুভ জন্মদিন  বাংলাদেশের একজন সফল অধিনায়ক এবং হেটার্স বিহীন ক্রিকেটার...আপনার সুস্বাস্থ্যে কামনা করি।বিসিবি সভাপতি হিসেবে...
04/10/2022

শুভ জন্মদিন
বাংলাদেশের একজন সফল অধিনায়ক এবং হেটার্স বিহীন ক্রিকেটার...
আপনার সুস্বাস্থ্যে কামনা করি।
বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাই।

26/09/2022

নতুন ভবনে নতুন ভাবে পুরোদমে আপনাদের সেবার মান বাড়িয়ে মানুষের ভালবাসা আদায় করবেন আশা রাখি।
মানুষের জন্য সেবার মান বাড়াবেন,
ব্যবসা আপনা-আপনিই হবে..

আপনাদের এই পথ চলায় #বটতলী_স্বেচ্ছায়_রক্তদান_গ্রুপের পক্ষ থেকে শুভ কামনা রইলো।

পোস্ট:মুন্না
25/09/2022

পোস্ট:মুন্না

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জন করেছে বাং...
22/09/2022

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

১১১ দেশের প্রতিযোগীদের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের তাকরিম।

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রী প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের পক্ষ হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হবে।

বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমদ তাকরিমকে ২২ সেপ্টেম্বর বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

তৃতীয় স্থান অধিকারী তাকরিম পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা)। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ, ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখ।

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে রাজধানীর ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসা’র কিতাব বিভাগের শিক্ষার্থী।

#বটতলী_স্বেচ্ছায়_রক্তদান_গ্রুপের পক্ষ থেকে তাকরিমকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

চট্টগ্রামে এর ব্যাপক বৃদ্ধিতে সকলের সচেতন হওয়া উচিত।এবং নিয়ম মেনে চলা উচিত।কারন চোখ একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ অঙ্গ......
19/09/2022

চট্টগ্রামে এর ব্যাপক বৃদ্ধিতে সকলের সচেতন হওয়া উচিত।
এবং নিয়ম মেনে চলা উচিত।
কারন চোখ একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ অঙ্গ...
আল্লাহ পাক সবাই কে সুস্থ রাখুক ভাল রাখুক।

16/09/2022

নিরাপদ রক্তের প্রাপ্যতা নির্ভর করে সঠিক রক্তদাতা নির্বাচন, নির্ভরযোগ্য স্ক্রিনিং ও রক্তের উপাদানের সঠিক ব্যবহা...

13/09/2022

জেনে রাখুন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন ওয়ার্ডে কি চিকিৎসা দেওয়া হয় তার একটি ছক নিচে দেওয়া হলঃ--

ওয়ার্ড ১- জরুরী বিভাগ
ওয়ার্ড ২- চর্ম ও যৌন বিভাগ
ওয়ার্ড ৩- মানসিক বিভাগ
ওয়ার্ড ৬- রেডিওথেরাপি বিভাগ
ওয়ার্ড ৭- ডেন্টাল ও শিশু(বহিঃবিভাগ)
ওয়ার্ড ৮- শিশু ও মেডিসিন
ওয়ার্ড ৯- শিশু বিভাগ
ওয়ার্ড ১০- প্রসাশনিক ব্লক
ওয়ার্ড ১১- সি সি ইউ
ওয়ার্ড ১২- কার্ডিওলজি বিভাগ
ওয়ার্ড ১৩- মেডিসিন বিভাগ ১
ওয়ার্ড ১৪- মেডিসিন বিভাগ ২
ওয়ার্ড ১৫- রেডিওলজি বিভাগগ
ওয়ার্ড ১৬- মেডিসিন বিভাগ ৩
ওয়ার্ড ১৭- নেফ্রোলজী বিভাগ
ওয়ার্ড ১৮- নিউরো মেডিসিন বিভাগ
ওয়ার্ড ১৯- নাক,কান,গলা
ওয়ার্ড ২০- চক্ষু বিভাগ
ওয়ার্ড ২১-ও,টি (পশ্চিম)
ওয়ার্ড ২২- আই,সি,ইউ
ওয়ার্ড ২৩- ও,টি (পূর্ব)
ওয়ার্ড ২৪- সার্জারি ইউনিট ১
ওয়ার্ড ২৫- সার্জারি ইউনিট ২ ও থোরাসিক সার্জারি ইউনিট
ওয়ার্ড ২৬; ৭৯- অর্থোপেডিক্স সার্জারি
ওয়ার্ড ২৭- সার্জারি ইউনিট ৩
ওয়ার্ড ২৮- নিউরো সার্জারি বিভাগ
ওয়ার্ড ২৯- কেবিন (সাধারণ)
ওয়ার্ড ৩০- কেবিন (গৃহিণী)
ওয়ার্ড ৩১- গাইনী (স্ত্রী রোগ)
ওয়ার্ড ৩২- নিউনেটাল পেয়িং
ওয়ার্ড ৩৩- প্রসূতি বিভাগ
ওয়ার্ড ৩৪- মা ও শিশু বিভাগ
ওয়ার্ড ৩৫- ইউরোলজি বিভাগ
ওয়ার্ড ৩৬- বার্ণ ও প্লাস্টিক বিভাগ
ওয়ার্ড ৩৭- রক্ত রোগ বিভাগ
ওয়ার্ড ৭৭- কার্ডিয়াক সার্জারি
ওয়ার্ড ৮৩,৮৪- শিশু সার্জারি

ওয়ার্ড নং ২০৪ : পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ওয়ার্ড
এরা বাচ্চাদের দাঁতের(দুধদাঁত) যত্ন,
সুরক্ষা ও চিকিৎসা, প্রভৃতি দিয়ে
থাকেন।
ওয়ার্ড নং ২০২: অর্থোডন্টিকস ওয়ার্ড
আঁকাবাঁকা, উঁচুনিচু, ফাকা দাঁত সুবিন্যস্ত ও
সুন্দর করেন।
ওয়ার্ড নং ২০১ : কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও
এন্ডোডন্টিকস ওয়ার্ড :
দাঁতের ফিলিং, রিশেপিং, রুট ক্যানেল
চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন।

ওয়ার্ড নং ১০৭ : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল
সার্জারী ওয়ার্ড :
আক্কেল দাঁতের সমস্যা,মুখমণ্ডল ও
চোয়ালের ফ্র্যাকচার, সিস্ট, টিউমার,
মুখের ক্যান্সার, ঠোট ও তালু কাটা, চোয়ালের
হাড় বাঁকা সহ মুখমণ্ডলের যাবতীয়
রিকন্সট্রাক্টিভ সার্জারি করে থাকেন।

ওয়ার্ড নং২০৫ :প্রস্থোডন্টিকস ওয়ার্ড
দাঁত ও মাড়ির আংশিক বা সম্পূর্ণ
প্রতিস্থাপন ইত্যাদি করেন।

ওয়ার্ড নং ১১০ : পেরিওডন্টোলজি ওয়ার্ড ঃ দাঁতের স্কেলিং সহ মাড়ির রোগের চিকিৎসা করেন।

ওয়ার্ড নং ১০৩ :ওরাল & ম্যাক্সিলোফেসিয়াল যাবতীয় জটিল রোগের ডায়াগনোসিস ওয়ার্ড।

ডাঃ মোঃ মহসিন
অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জন
(collected)
post:-monna

 #বিদ্যুতের_শক_খেলে_কি_করবেন?আজ গ্রামের বাড়ীতে গিয়েছিলাম। হঠাৎ এক বাড়ীতে চিল্লাচিল্লি, কান্নাকাটির আওয়াজ পেলাম। সবাই দৌড়...
08/09/2022

#বিদ্যুতের_শক_খেলে_কি_করবেন?
আজ গ্রামের বাড়ীতে গিয়েছিলাম। হঠাৎ এক বাড়ীতে চিল্লাচিল্লি, কান্নাকাটির আওয়াজ পেলাম। সবাই দৌড়াচ্ছে সেখানে। কি মনে করে আমিও গেলাম। ১৫/১৬ বছরের একটি মেয়ে বিদ্যুৎ শক খেয়েছে। তার পালস, শ্বাস প্রশ্বাস, নড়াচড়া সবই বন্ধ। মারা গেছে ভেবে কান্নাকাটি শুরু করেছে সবাই।
আমি দ্রুত পালস (এমনকি ক্যারোটিড), শ্বাস প্রশ্বাস, বুকে কান লাগিয়ে (যেহেতু স্টেথো ছিল না) হার্ট সাউন্ডও পেলাম না। সাথে সাথেই কার্ডিয়াক মেসেজ দিলাম, মাউথ টু মাউথ ব্রিদিং একজনকে শিখিয়ে দিয়ে সেটা দিতে বললাম। ৫/৭ মিনিটের মধ্যে তার পালস, হার্ট সাউন্ড, শ্বাস ফিরে এল। জিহ্বা দেখাল, চোখও খুলল। বেঁচে গেল সে।
কি করবেন আপনি?
১। যদি বিদ্যুতের তারে লেগে থাকে তবে ভারী সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বিদ্যুতায়িত অবস্থায় সরাসরি তাকে ধরতে যাবেন না কখনোই। নইলে আপনিও বিপদে পড়বেন।
২। দ্রুত তাকে বালিশ ছাড়া, কাপড় খুলে (যথা সম্ভব) মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।
৩। মুখ, নাকে কোন ময়লা, থু থু আছে কিনা বা জিহ্বা উলটে গিয়েছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন, জিহ্বা উল্টে থাকলে মুখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মুখ খোলা অবস্থায় মুখ দিয়ে ফু দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং=মাউথ টু মাউথ)।
৪। একই সাথে বুকের ঠিক মাঝখানে একটু বায়ে (যেখানে হার্ট থাকে) হাতের তালুর গোড়ালি দিয়ে একটু ধাক্কা (ব্লো) দিন। এরপর ডান হাতের উপর বা হাত রেখে ১-২-৩.... ১-২-৩ এভাবে চাপ দিতে থাকুন। এটা মিনিটে ৭২ বারের মত করতে হয়। অর্থাৎ ঘড়ির কাটার টিক টিক এর চেয়ে একটু বেশি।
৫। ৩ ও ৪ পদ্ধতি ৫/৭ মিনিটের মত করে পালস, হার্ট সাউন্ড (যদি সম্ভব হয়), শ্বাস প্রশ্বাস দেখুন। যদি ফিরে আসে তবে বন্ধ করুন। আর ফিরে না এলে আবার ৩, ৪ রিপিট করুন।
৬। হাত, পা, শরীর হালকা মেসেজ করে দিতে পারেন।
৭। সব ঠিকঠাক হয়ে গেলে "Hartsol Saline 1000 ml" ২৫/৩০ ফোটা প্রতি মিনিটে দিতে পারেন। খেতে পারলে পানি, খাবার স্যালাইন, দুধ, ডাবের পানি এসব দিন।
নিরাপদ থাকুন, সুস্থ্ থাকুন!
Collected
post:-(মুন্না)

Address


Telephone

+8801815116060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Battali Sheschay Raktodan Group - BSRG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Battali Sheschay Raktodan Group - BSRG:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram