
30/05/2025
তামীর আনোয়ার বাংলাদেশের একজন প্রখ্যাত বডিবিল্ডার, যিনি দেশের বডিবিল্ডিং ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন।
⸻
🏆 তামীর আনোয়ারের উল্লেখযোগ্য অর্জনসমূহ
🇧🇩 জাতীয় পর্যায়ে:
• মিস্টার বাংলাদেশ: ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে মোট ৬ বার এই খেতাব অর্জন করেছেন। 
• মিস্টার মার্সেল: ২০১৬ ও ২০১৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
🌍 আন্তর্জাতিক পর্যায়ে:
• এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০১৯: চীনের হারবিনে অনুষ্ঠিত ৫৩তম এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ক্লাসিক ফিজিক বিভাগে রৌপ্য পদক অর্জন করেন। 
• IFBB প্রো লিগ থাইল্যান্ড ২০২২: এই প্রতিযোগিতায় এ ক্লাস বিভাগে প্রথম স্থান এবং “চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস” খেতাব অর্জন করে বাংলাদেশের প্রথম IFBB প্রো কার্ডধারী হন।
⸻
🧬 ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার
• জন্ম: ১০ ডিসেম্বর ১৯৮৫, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়ানশ্রী ইউনিয়নের উত্তর বাহরা গ্রামে।
• শিক্ষা: ঢাকা কলেজে পড়াশোনা করেছেন।
• ক্যারিয়ার শুরু: ২০০১ সালে বডিবিল্ডিং শুরু করেন এবং ২০০৬ সালে প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।