
05/08/2025
আপনার দাঁতে এখনো কি সিলভার কালার মার্কারি ফিলিং আছে? সতর্ক হোন এখনই!
❌ মার্কারি ফিলিং (Amalgam Filling) দেখতে টেকসই হলেও এতে থাকে পারদ (Mercury) – যা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে!
⚠️ মার্কারি ফিলিং এর ক্ষতিকর দিকগুলো:
1️⃣ স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে – স্মৃতিভ্রংশ, উদ্বেগ ও মনঃসংযোগের সমস্যা হতে পারে।
2️⃣ কিডনি ও লিভার ড্যামেজ – দীর্ঘমেয়াদে দেহে বিষক্রিয়ার সম্ভাবনা।
3️⃣ গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ – শিশুর স্নায়ুবিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে।
4️⃣ মুখে ধাতব স্বাদ ও অ্যালার্জি – অনেকের মুখে অস্বস্তি ও ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা যায়।
5️⃣ দাঁতের সৌন্দর্য নষ্ট করে – কালো রঙের জন্য মুখের সৌন্দর্য কমে যায়।
✅ এখনই নিরাপদ ও আধুনিক সমাধান:
🌟 কম্পোজিট (Tooth-Colored) ফিলিং – সম্পূর্ণ নিরাপদ, প্রাকৃতিক দাঁতের রঙে, ও পারদমুক্ত।
👉 আপনার দাঁতের সুস্থতা ও নিরাপত্তা আমাদের অঙ্গীকার।
👉 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্দেশনা -
🦷ডেন্টাল এমালগাম এর বিকল্প আধুনিক ও নিরাপদ
ফিলিং-হিসেবে কম্পোজিট, গ্লাস আয়োনোমার,
রেজিন জাতীয় ফিলিং ব্যবহারের পরামর্শ দেয়।
🦷শিশু, গর্ভবতী নারী ও প্রসূতির ক্ষেত্রে আমালগাম
ফিলিং এড়িয়ে চলার সুপারিশ করা হয়েছে
🦷 এখনই আপনার পুরনো মার্কারি ফিলিং
পরিবর্তনের জন্য আসুন!
🦷🦷🦷 মৌলভীবাজার ডেন্টাল কেয়ার 🦷🦷🦷
PT Mansion, গোবিন্দশ্রী আবাসিক সড়ক,
( SR Plaza-এর দক্ষিণ পাশে), কুসুমবাগ পয়েন্ট, মৌলভীবাজার ৩২০০।
#চেম্বার টাইমঃ (প্রতিদিন)
দুপুর ১২:৩০ টা থেকে রাত ০৯.০০ টা পর্যন্ত।
(শুক্রবার বন্ধ)
📞 যোগাযোগ: 01671-638869, 01716-633167
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন!
লোকেশনঃ
https://maps.google.com/?cid=15424216573054006339&entry=gps
👉
#মৌলভীবাজারেদাঁতেরচিকিৎসা
#দাঁতেরডাক্তার_মৌলভীবাজার
#দাঁতের_সৌন্দর্য