18/08/2025
আয়ারল্যান্ডে এখন সামার চলছে। আমরা কিম বিচ, এইটা আয়ারল্যান্ড থেকে বিচ্ছিন্ন আকিল আইল্যান্ড এ অবস্থিত আটলান্টিক মহাসাগরের কিনারায়। স্থানটি লিমেরিক থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ। আবহাওয়া টা চমৎকার ছিল এবং বীচে প্রচুর টুরিস্ট ছিলো। ছুটির দিন বিধায় সবাই অনেক এঞ্জয় করেছে।