Dr. Rakib Ul Islam

  • Home
  • Dr. Rakib Ul Islam

Dr. Rakib Ul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rakib Ul Islam, Doctor, Basherpool, Konapara, Demra, Dhaka, .

Dr.Rakib Ul Islam
MBBS(DU), CCD(BIRDEM)
Lecturer at US Bangla Medical College

Chamber Location in Google map: https://maps.app.goo.gl/WYnBCT14jd9YRna26
সময়সূচি:
* শনি, সোম ও বুধ: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
যোগাযোগ (সিরিয়ালের জন্য): +8801746247466

ছবিগুলো একই রোগীর ৭ দিন আগের আর পরের অবস্থা! আলহামদুলিল্লাহ রোগী ফলাফলে সন্তুষ্ট, সাথে আমি নিজেওসুচিকিৎসা নিন, ডাক্তারের...
13/09/2025

ছবিগুলো একই রোগীর ৭ দিন আগের আর পরের অবস্থা!

আলহামদুলিল্লাহ রোগী ফলাফলে সন্তুষ্ট, সাথে আমি নিজেও

সুচিকিৎসা নিন, ডাক্তারের পরামর্শ যথাযথভাবে মেনে চলুন, সুস্থ থাকুন।

চেম্বার: মাহদিয়া ফার্মেসি, মীরহাজীরবাগ, খালপাড়, বায়তুল আমান মসজিদের পাশে, যাত্রাবাড়ী, ঢাকা।
ম্যাপ লোকেশনঃ https://maps.app.goo.gl/WYnBCT14jd9YRna26
সময়সূচি:
* শনি, সোম ও বুধ: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
যোগাযোগ (সিরিয়ালের জন্য): +8801746247466

ডা. মোঃ রাকিবুল ইসলামMBBS (DU), CCD (BIRDEM)লেকচারার, ইউএস-বাংলা মেডিকেল কলেজআমাদের সেবাগুলো: * সাধারণ মেডিসিন ও পারিবার...
11/09/2025

ডা. মোঃ রাকিবুল ইসলাম
MBBS (DU), CCD (BIRDEM)
লেকচারার, ইউএস-বাংলা মেডিকেল কলেজ
আমাদের সেবাগুলো:
* সাধারণ মেডিসিন ও পারিবারিক স্বাস্থ্যসেবা
* ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত সমস্যা
* উচ্চ রক্তচাপ ও হৃদরোগ
* হাঁপানী, বক্ষব্যাধি ও শ্বাসকষ্ট
* সর্দি-কাশি, জ্বর ও সাধারণ সংক্রমণ
* গ্যাস্ট্রিক, আলসার, লিভার ও জন্ডিস
* কিডনি, স্নায়বিক ও চর্মরোগ
* শিশুদের সাধারণ রোগ
* স্বাস্থ্য পরামর্শ ও নিয়মিত চেকআপ
চেম্বার: মাহদিয়া ফার্মেসি, মীরহাজীরবাগ, খালপাড়, বায়তুল আমান মসজিদের পাশে, যাত্রাবাড়ী, ঢাকা।
ম্যাপ লোকেশনঃ https://maps.app.goo.gl/WYnBCT14jd9YRna26
সময়সূচি:
* শনি, সোম ও বুধ: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
যোগাযোগ (সিরিয়ালের জন্য): +8801746247466
আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য

02/09/2025

আমার আম্মুর যখন প্রথম ডায়াবেটিস ধরা পরে তখন আমি ক্লাস ফোর এ পড়ি। খুব সম্ভবত সুগার লেভেল ২৬ ছিলো। এরপর ইনসুলিন দেয়া হইতো, রেগুলার বারডেমে চেকাপ, তবুও ১০ এর নিচে খুব কম ই যেতো। যেনো আম্মুর জন্য ১০/১১/১২ থাকবে এটাই স্ট্যান্ডার্ড হয়ে গেছিলো। আম্মু ডায়েট মেইনটেইন করতো, রেগুলার হাটতো কোনোকিছুতেই সত্যিকার অর্থে কন্ট্রোলে আসতো না।

মাঝে ২০১০ সালে আমার একমাত্র মামা ডায়াবেটিসের কম্পলিকেশনে অনেকদিন ভুগে আল্লাহর কাছে চলে গেলেন।

আম্মুকে নিয়ে তাই সবসময় ই আমরা এক্সট্রা সতর্ক থাকতাম। কিন্তু যা তাই! ওই যে ১০ এর নিচে নামেই না! কোনোভাবেই না!

মাঝে হইলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস রোগীর কম্পলিকেশন এর মধ্যে অন্যতম ভয়াবহ। মানুষ দৃষ্টিশক্তি হারায় এতে! আল্লাহর কাছে কান্না করতাম আর বলতাম হে আল্লাহ আমি পাশ করে বের হওয়া পর্যন্ত আমার মা কে সুস্থ রাখো। ডাক্তার হয়ে আমি আমার মায়ের চিকিৎসা করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দিয়েছেন।

(তখন আমি মেডিকেল এ থার্ড ইয়ারে পড়ি)

এরপর ডাক্তার আসরাফ নামে একজন ডাক্তারকে দেখানোর পর ও ফলোআপ এ থাকার দরূন জীবনের প্রথমবার আম্মুর ডায়াবেটিস ১০ এর নিচে আসলো। একেবারে ৬/৭/৮! পার্ফেক্ট কন্ট্রোল যেটাকে বলে আলহামদুলিল্লাহ। আমি কিছুটা স্বস্তি পেলাম। এভাবে বেশ কিছু বছর আম্মুর ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে। এরপর আবার সেই সুগার কন্ট্রোল হারানো শুরু করলো। আম্মার সুগার মনে হয় টের পেয়ে গেছিলো যে আমি ডাক্তার হয়ে গেছি 🥴

তখন থেকে আলহামদুলিল্লাহ আম্মুর ডায়াবেটিস এর চিকিৎসা আমি নিজেই করতেসি। আম্মুর সুগার ৭/৮ এর ভিতর এই কন্ট্রোলে রাখি। সবাই আম্মুর জন্য দোয়া রাখবেন।

গতকাল চেম্বারে একজন রোগী আসলেন, উনি আমাকে আমার বিগত ফ্রী ক্যাম্পেইন এর সময় দেখিয়েছিলেন। তখন তার ব্লাড সুগার ছিলো ১৭.৩, আর প্রেসার ছিলো ১৫০/৯০। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সাথে আরো বেশকিছু লক্ষন ছিলো, তাই কিছু টেস্ট দিয়ে ২ সপ্তাহ পর দেখা করতে বলেছিলাম। তো উনি আসলেন। আমি বলার আগে নিজেই ডায়াবেটিস স্ট্রিপ টেস্ট করলেন, সুগার ৭.৯। প্রেসার চেক করলাম আসলো ১২০/৮৫। মানে মাত্র ২ সপ্তাহের মধ্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার দুইটাই কন্ট্রোলে। আর কিছু টেস্টের কথা বলেছিলাম না? তাকে দেখে ও তার হিস্ট্রি শুনেই আমার মনে হয়েছিলো থাইরয়েড এ সমস্যা আছে, রক্তস্বল্পতাও আছে। টেস্টের রিপোর্ট ও তাই! Hb% 9.0, আর TSH 39
প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাসায় পাঠালাম।

চেম্বার শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন ডায়াবেটিক রোগীকে চিকিৎসা দেয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ সবারই ডায়াবেটিস কন্ট্রোলে।

মনের ভেতর একটা অদ্ভুত শান্তি কাজ করে। সত্যি বলতে ভাই আমি ডাক্তারি করে মজা পাই। ভীষণ রকম মজা পাই। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত চিকিৎসা দিয়ে যাবো।

এই প্রশান্তির মধ্যেও একটা অদ্ভুৎ আফসোস কাজ করে! আজ মামা বেচে থাকলে হয়তো তার ব্লাড সুগারও আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারতাম! কেন যে তখন ছোটো ছিলাম!

ডা. মোঃ রাকিবুল ইসলামMBBS (DU), CCD (BIRDEM)লেকচারার, ইউএস-বাংলা মেডিকেল কলেজআমাদের সেবাগুলো: * সাধারণ মেডিসিন ও পারিবার...
20/08/2025

ডা. মোঃ রাকিবুল ইসলাম
MBBS (DU), CCD (BIRDEM)
লেকচারার, ইউএস-বাংলা মেডিকেল কলেজ
আমাদের সেবাগুলো:
* সাধারণ মেডিসিন ও পারিবারিক স্বাস্থ্যসেবা
* ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত সমস্যা
* উচ্চ রক্তচাপ ও হৃদরোগ
* হাঁপানী, বক্ষব্যাধি ও শ্বাসকষ্ট
* সর্দি-কাশি, জ্বর ও সাধারণ সংক্রমণ
* গ্যাস্ট্রিক, আলসার, লিভার ও জন্ডিস
* কিডনি, স্নায়বিক ও চর্মরোগ
* শিশুদের সাধারণ রোগ
* স্বাস্থ্য পরামর্শ ও নিয়মিত চেকআপ
চেম্বার: মাহদিয়া ফার্মেসি, মীরহাজীরবাগ, খালপাড়, বায়তুল আমান মসজিদের পাশে, ঢাকা।

সময়সূচি:
* শনি, সোম ও বুধ: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
যোগাযোগ (সিরিয়ালের জন্য): +8801746247466
আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য

একেকটি ডাবের দাম নাকি ১৮০-২০০ টাকা করে নিচ্ছে!ডাবে বেশকিছু পুষ্টিগুণ আছে। সাথে অনেক মিনারেল (যেমন পটাশিয়াম)। তো কোনো রোগ...
11/05/2025

একেকটি ডাবের দাম নাকি ১৮০-২০০ টাকা করে নিচ্ছে!

ডাবে বেশকিছু পুষ্টিগুণ আছে। সাথে অনেক মিনারেল (যেমন পটাশিয়াম)। তো কোনো রোগীর রক্তে পটাশিয়াম কম থাকলে তাকে ডাবের পানি খেতে উপদেশ দেয়া হতো। কেন? কারণ সস্তায় উপকারী কিছু পুষ্টিগুন ও পানি শুন্যতায় হাইড্রেশন মেইনটেইন এও সাহায্য করে তাই। কিন্তু কথা হচ্ছে যদি প্রতিটা ডাবের দাম ২০০ টাকার মতো নেয়া হয় তাহলে কি আসলেও এই পরিমান টাকা খরচ করে ডাব খাওয়ার দরকার আছে? উত্তর হচ্ছে না।

ডাবে বেশকিছু উপকারী পদার্থ থাকলেও ২০০ টাকা দিয়ে কিনে খেতে হবে এমন আহামরি কিছু নাই।

পানিশুন্যতা রোধে স্যালাইন তৈরি করে খান। ডায়রিয়া আক্রান্ত রোগীর চিকিৎসায় ডাবের কোনো অত্যাবশকীয় ভূমিকা নেই। খেতে বলা হতো উপকারী এবং দামে সস্তা ছিলো এজন্য। যখন এটার পিস ২০০ করে কিনতে হচ্ছে তখন এটার কোনো প্রয়োজনীয়তা নেই। ডাবের যেসব উপকারী গুন তা অন্যান্য সুষম খাদ্যাভ্যাস দিয়েও পূরণ করা যায়। তাই চাইলে ডাব এড়িয়ে চলতে পারেন।

আর হাইপোক্যালেমিয়ার রোগীদের(যাদের রক্তে পটাশিয়াম কম) তাদের ও যে ডাব খাওয়াই লাগবে বিষয়টা এমন ও নয়। খেলে উপকার আছে কিন্তু খেতেই হবে এমন না। যথেষ্ট ঔষধ এভেইলএবল আছে এধরণের রোগীদের জন্য।

মোট কথা হলো ডাবের উপকারীতা আছে ঠিক, কিন্তু না খেলে যে ক্ষতি হয়ে যাবে এমন না। প্রতি ডাব ২০০ টাকা দিয়ে কিনে খেলে সর্বোচ্চ ৫০ টাকার উপকার পাচ্ছেন( মোটামুটি একটা ধারণা দিলাম)। না খেলে কোনো ক্ষতি নেই। এর চেয়ে সঠিক নিয়মে তৈরি করে স্যালাইন খান, সর্বোচ্চ ৩০ টাকা খরচ হবে। বাকি টাকা দিয়ে অন্যান্য খাবার খান বা প্রয়োজনীয় ঔষধ এর পিছনে ব্যয় করূন।

ডাব বাংলাদেশে এ একটা ওভাররেটেড পন্য

গতকাল ই একটা পোস্ট দিয়ে ছিলাম ফার্মেসীর অসাধু ব্যাবসায়ীদের ঔষধ ঘুরিয়ে দেয়া প্রসংগে। আজকেই দেখেন! জেনেরিক নাম এক হলেও লেখ...
06/05/2025

গতকাল ই একটা পোস্ট দিয়ে ছিলাম ফার্মেসীর অসাধু ব্যাবসায়ীদের ঔষধ ঘুরিয়ে দেয়া প্রসংগে। আজকেই দেখেন! জেনেরিক নাম এক হলেও লেখা ঔষধ আর দেয়া ঔষধ এর এফিকেসি অর্থাৎ কার্যক্ষমতার মধ্যে আকাশ পাতাল তফাত!

এখন এই ঔষধ খেয়ে রোগী সুস্থ না হলে দোষ টা কার হবে?

05/05/2025

আমি আমার রোগীর প্রতি দায়বদ্ধ
তাই আমি ট্রেড নেম ই লিখবো। আমার রোগীরা যেন কোনো অগাজগা কোম্পানির ঔষধ না খায় এ দায়িত্ব ও আমার।

ইন্টার্নশিপ শেষ করে প্রায় ৬ মাস ধরে প্র‍্যাক্টিস করছি। এমন অনেক হয়েছে যে কোম্পানির অনেক MR আমার কাছে তাদের প্রোডাক্ট নিয়ে ১০০ বার ভিজিট করেছে, আমি আজও লিখিনি, আবার এমন অনেক মেডিসিন আছে যে সেগুলো নিয়ে কোম্পানির একজন সদস্য ও কোনোদিন আমাকে ভিজিট করেন নি, আমি তাদের ঔষধ একাধিকবার ও লিখেছি।

আমার রোগীর জন্য যেটা আমার কাছে সর্বোচ্চ ভালো মনে হবে আমি সেটাই করবো। আপনারা আইন করে কোম্পানির লোকজনের ভিজিট করা বন্ধ করে দিতে চাইলে দিন আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি জেনেরিক নাম লিখে দিবো তারপর কোনো অগাযগা কোম্পানির ঔষধ ফার্মেসীর দোকানদার রোগীকে ধরিয়ে দিবেন বেশী লাভের আশায় এটা আমি কোনোদিন মেনে নিবো না।

যতোদিন না বাংলাদেশের আজেবাজে ফার্মা কোম্পানি বন্ধ করবেন, এবং সব কোম্পানির ঔষধ এর গুনগতমান রাষ্ট্রীয়ভাবে উন্নত নিশ্চিত করবেন এবং বাংলাদেশের ভেজাল ও ভুংভাং মেডিসিন কোম্পানির মেডিসিন ও ভেজাল ভুয়া মেডিসিন বাজার থেকে সরিয়ে শক্ত আইন করে তার প্রয়োগ না করতে পারবেন ততোদিন আমি জেনেরিক নেম লিখবো না, আমি ট্রেড নেম ই লিখবো।

ইউরোপ আমেরিকার নিয়ম বাংলাদেশে দেখানোর আগে বাংলাদেশের প্রেক্ষাপট ইউরোপ আমেরিকা বানান তারপর বিদেশি মুলা ঝুলাতে আইসেন।

যেখানে ট্রেড নেম লিখে দেয়ার পরেও অনেক অসাধু ব্যাবসায়ী ভূলভাল বুঝিয়ে ভুংভাং মেডিসিন ধরিয়ে দেয় সেখানে কিভাবে ডাক্তারকে দিয়ে জেনেরিক নাম লিখিয়ে স্বাস্থ্যখাতের উন্নতি আশা করেন?

সংস্কার করবেন ভালো কথা বুঝে শুনে বাংলাদেশের প্রেক্ষাপট ও ভালো-খারাপ বিবেচনা করে সংস্কার করেন। মন চাইলো আর একটা আইন ঝুলিয়ে দিলাম এমন হইলে সরি টু সে আপনাদের আর ফ্যাসিস্ট হাসিনার ভিতর কোনো তফাত নাই।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরিটি ঘুরে দেখলাম – আধুনিক রোগনির্ণয় পদ্ধতির পেছনের বিজ্ঞানকে কাছে থেকে দেখে সত্যিই...
21/04/2025

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরিটি ঘুরে দেখলাম – আধুনিক রোগনির্ণয় পদ্ধতির পেছনের বিজ্ঞানকে কাছে থেকে দেখে সত্যিই মুগ্ধ হলাম!

প্রতিটি পরীক্ষার সুবিন্যস্ত প্রক্রিয়া আর খুঁটিনাটির প্রতি নিখুঁত মনোযোগ, স্বাস্থ্যসেবায় কতটা সতর্কতা জরুরি তা যেন প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয়। পর্দার আড়ালে যারা নীরবে কাজ করে যাচ্ছেন সঠিক ফলাফলের জন্য, তাদের এই অদৃশ্য পরিশ্রমটাই আজ আবার চোখে পড়ল!

ডায়বেটিক রোগীর জন্য স্কিন কেয়ারের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে ফুটকেয়ার!দয়াকরে সময়মতো চিকিৎসা নিশ্চিত করুন, অবহেলায় এমন ...
16/04/2025

ডায়বেটিক রোগীর জন্য স্কিন কেয়ারের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে ফুটকেয়ার!

দয়াকরে সময়মতো চিকিৎসা নিশ্চিত করুন, অবহেলায় এমন অবস্থা হয়ে যায় যে পরে আঙ্গুল কাটা এমনকি পা ও কাটা লাগতে পারে। তাই আগে থেকেই সতর্ক হোন। সময় থাকতে সঠিক চিকিৎসা নিন, ডায়াবেটিস কে কন্ট্রোলে রাখুন।

[ছবি]→আমার মায়ের পায়ে আমার করা ফুট কেয়ার

You See গরমের আরাম,I see Salmonella Typhi এর ফার্ম!গরমে ডিহাইড্রেশন এড়াতে এসব খেয়ে টাইফয়েড নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চে...
14/04/2025

You See গরমের আরাম,
I see Salmonella Typhi এর ফার্ম!

গরমে ডিহাইড্রেশন এড়াতে এসব খেয়ে টাইফয়েড নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চেয়ে ১ লিটার ঠান্ডা পানিতে ২ প্যাকেট স্যালাইন গুলিয়ে খাওয়াটা বুদ্ধিবৃত্তির পরিচয়।

কি করবেন সিদ্ধান্ত আপনার!
জেনেও যদি লোভ সামলাইতে না পারেন তাইলে খেয়ে টাইফয়েড বাধাতেই পারেন!
সেক্ষেত্রে ডাক্তারের চেম্বারে আগে থেকে সিরিয়াল দিয়ে রাইখেন 🥱

#স্বাস্থ্য_সচেতনতা #ডাক্তারের_পরামর্শ

আজকে আমি প্রচলিত একটি কুসংস্কার নিয়ে কথা বলবো। যদিও এটা বর্তমান যুগের, অনেক পুরাতন কোনো কুসংস্কার না। এবং এটা রিসেন্টলিই...
14/04/2025

আজকে আমি প্রচলিত একটি কুসংস্কার নিয়ে কথা বলবো। যদিও এটা বর্তমান যুগের, অনেক পুরাতন কোনো কুসংস্কার না। এবং এটা রিসেন্টলিই বেশী ছড়াইছে কিছু অর্থলোভী ব্যাবসায়ী বাটপার ডাক্তার ও কিছু ভুয়া ডাক্তার এর জন্য। ডিরেকটলি এদের বাটপার বলতেসি কারণ এরা হেলথ সাপ্লিমেন্ট বেচার জন্য অর্ধেক ইনফরমেশন দিয়ে রোগীদের বিভ্রান্ত করে। আর ভুয়া ডাক্তারদের কথা বাদ ই দিলাম...

শুভ নববর্ষ সবাইকে!

আজকে যে কুসংস্কার নিয়ে কথা বলবো তা হলো ইনসুলিন ও তার ব্যাবহার। ইনসুলিন নিয়ে প্রচলিত কিছু কুসংস্কার। (এখানে কিছু আংশিক সত্য ও আছে। আমি সামনে বিস্তারিত বলবো)

১. একবার ইনসুলিন নিলে সারাজীবন ইনসুলিন ই নিয়ে যেতে হয় আর ছাড়া যায় না!
২. ডায়বেটিস এর চিকিৎসায় মুখে খাওয়ার ঔষধ ই যথেষ্ট!
৩. গাছ লতা পাতা খেয়ে ডায়বেটিস এর চিকিৎসা করা যায়, ঔষধ লাগে না!
৪. কিছু বাটপার তাদের প্রোডাক্ট প্রোমোট করার সময় বলে, আমাদের এইটা খাইলে সারাজীবন আর ইনসুলিন বা ডায়াবেটিস এর ঔষধ খাওয়া লাগবে না! যা চরম মিথ্যা!
৫. ডায়াবেটিস থেকে চিরমুক্তি পাওয়া যায় এবং গ্যারান্টিসহ!

দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্যসচেতন না। তাই স্বাস্থ্যখাতে তাদের কে ঠকানো খুবই সহজ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ফ্যাক্ট চেক করতে চায় না, তার যেটা পছন্দ, সেটা যদি কেউ বলে বা করে তাইলে তাকেই পীরবাবা বানিয়ে দেয়। আজকে যদি আমি ঘোষণা দেই যে সিগারেট খাওয়া উপকারী তাহলে কাল্কেই আমার লাখ লাখ ফলোয়ার কাম মুরিদ তৈরি হবে।

সিগারেটখোরদের Apthus Ulcer এর ঝুকি কম, মহিলা ধুমপায়ীদের Fibroid Uterus হওয়ার ঝুকি কম। এরকম আরো কিছু রোগ আছে যা ধুমপায়ীদের হয় না। আমি এতোটুকু তথ্য দিয়েই বিড়িবাবা হয়ে যেতে পারবো। কিন্তু ধুমপানের যে হাজার হাজার ক্ষতিকর দিক আছে তা কিন্তু আমি চুপিচুপি চেপে গেলাম! কেন? কারণ আমি চাচ্ছিই বিড়িবাবা হয়ে মুরিদ বানিয়ে ব্যাবসা করতে! এভাবেই জন্ম হয় কিটোবাবাদের, বীর্যবাবাদের।

এখন প্রশ্ন আসতে পারে তাহলে কাকে বিশ্বাস করবো? আপনাকেই বা কেন বিশ্বাস করবো!
--- আমাকেও অন্ধবিশ্বাস করার দরকার নাই। ফ্যাক্ট চেক করুন। জানুন, শিখুন, সচেতন থাকুন! আমারো ভুল হইতে পারে! আমার বলা কথা বা শেয়ার করা ইনফরমেশন গুলোও চেক করুন!

আর খুব শিগগিরই এই পোস্টে বলা Myth গুলো নিয়ে ভিডিও আকারে আপনাদের কাছে ইনফরমেশন দিবো। কোনটা সত্য, কোনটা আধাসত্য ও কোনটা মিথ্যা সব। আপনাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা সাথে এই পোস্টের কমেন্ট এ লিখুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো সঠিক তথ্য দেয়ার।

#ডায়াবেটিস_প্রতিরোধ #ডায়াবেটিস #ডায়াবেটিস_চিকিৎসা #সুস্থ_জীবন #স্বাস্থ্য_সচেতনতা #ডাক্তারের_পরামর্শ #কুসংস্কার

Address

Basherpool, Konapara, Demra, Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rakib Ul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Rakib Ul Islam:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram