01/05/2025
স্ক্যাবিস/Scabies
বেশ কিছুদিন যাবত চেম্বারে স্ক্যাবিস এ আক্রান্ত প্রচুর রোগী আসছে। সবচেয়ে বেশি পেয়েছি মাদ্রাসার আবাসিক ছাত্রদের। রোগটি যার হয়েছে সে বুঝে কত কষ্ট। এটি একটি প্যারাসাইটিক ডিজিস। মারাত্মক রকমের ছোঁয়াচে রোগ। স্ক্যাবিস এর মূল কারিগর মি. 'Sarcoptes scabiei var. hominis' মানুষের ত্বকের মধ্যে ঢুকে গিয়ে সেখানে বাস করে ও ডিম পাড়ে।
🔳 লক্ষণ :
খুব কমন কয়েকটা লক্ষণ মনে রাখতে হবে—
• রাতে প্রচুর চুলকাবে,
• আঙুলের ফাঁকে চুলকাবে এবং ছোট ছোট পানির দানার মত,
• কবজিতে, কোমরে, বগলে, গোপনাঙ্গে প্রচুর চুলকাবে,
• বিশেষ করে ছেলে বাচ্চাদের গোপনাঙ্গে।
🔳 আক্রান্ত ব্যক্তিদের যে পরামর্শ দিয়ে থাকি:
• আক্রান্ত ব্যক্তির জামাকাপড়, বিছানাপত্র গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে এবং আয়রন করে পড়বে।
• একজনের গামছা, জামা কাপড় আরেকজন ব্যবহার করবে না।
• আক্রান্ত ব্যক্তির সাথে একই বিছানায় না থাকা।
• নিয়মিত গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
• হোস্টেলে বা মেসে থাকলে সেখান থেকে সাময়িক বিরতি নিতে হবে।
🔳 চিকিৎসা:
যদিও এলোপ্যাথিতে Permethrin 5% cream সবচেয়ে প্রচলিত ও কার্যকর চিকিৎসা, চুলকানি কমানোর জন্য Antihistamines সহ আরো বেশ কিছু মেডিসিন প্রয়োগ করা হয়।
স্ক্যাবিস এ আক্রান্ত ব্যক্তির পাশাপাশি পরিবারের সদস্যদেরও চিকিৎসা নিতে হয়, উপসর্গ উপস্থিত থাকুক বা না থাকুক।
🔳 হোমিওপ্যাথিক চিকিৎসা:
স্কেবিসের চিকিৎসায় হোমিওপ্যাথিকেও রোগীরা বেশ আগ্রহের সাথে গ্রহণ করছেন, ক্ষেত্র বিশেষ এলোপ্যাথিক ঔষধ সেবনের পরও আমাদের কাছে আসছেন।
• Sulphur,
• Rhus tox,
• Arsenic album,
• Kali sulph,
• Lycopodium,
• Psorinum,
• Graphites,
• Mercurius solubilis,
• Hepar sulphuris সহ আরো বিভিন্ন রেমিডি লক্ষণ ভেদে প্রয়োগ হয়ে থাকে।
• Azadirachta indica Q (Neem),
• Echinacea angustifolia Q,
• Berberis aquifolium Q,
• Urtica urens Q,
• Sarsaparilla Q,
ক্ষেত্রবিশেষ কিছু কিছু হোমিওপ্যাথিক মাদার টিংচার সেবন ও বাহ্যিক প্রয়োগের জন্য দেওয়া হয়ে থাকে।
যদি প্রাথমিক স্টেজে চিকিৎসা নিয়ে নেয় তাহলে খুব সহজে এবং অল্প টাকায় এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে বেশ কমপ্লিকেটেড হয়ে পড়ে; ফোড়া, পুঁজ, ফাটল (secondary bacterial infection) হয়ে যায়। তখন কষ্ট,অর্থ, সময় বেশি লাগে।
যত্রতত্র এন্টিবায়োটিক সেবন না করে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন।
Dr. Sujan Ahmed
#স্ক্যাবিস